ETV Bharat / entertainment

Virat Birthday Post for Anushka: 'তোমার কিউট পাগলামি ভালোবাসি', অনুষ্কার জন্মদিনে সোহাগী পোস্ট বিরাটের - Virat Kohli shares adorable birthday post

বিরাট কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি মিষ্টি পোস্ট করেছেন । ক্রিকেটার তাঁর স্ত্রীর অদেখা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ৷

ো
author img

By

Published : May 1, 2023, 1:16 PM IST

হায়দরাবাদ, 1 মে: আজ বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার 35তম জন্মদিন ৷ আর এই বিশেষ দিনে তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন । বিরাট তাঁর স্ত্রীর নানা মেজাজের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ সোহাগে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তারকা ক্রিকেটার লিখেছেন যে, এই 'কিউট ম্যাডনেস'-এর জন্যই অনুষ্কাকে এতটা ভালোবাসেন ৷

অনুষ্কার জন্মদিনে বিরাট কোহলি ইনস্টাগ্রামে তাঁর স্ত্রীর একাধিক ছবি শেয়ার করেছেন ৷ সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন একটি মিষ্টি ক্যাপশন ৷ তাঁর প্রিয় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কোহলি তাঁদের ছুটির ডায়েরি থেকে বেশ কয়েকটি পাতা ধার করেছেন । তাঁদের বিচ হলিডের বেশ কিছু ছবি পোস্ট করেছেন বিরাট, যা তাঁদের ভক্তদের কাছে একটা বড় ট্রিট ৷ একটি ছবিতে সৈকত পোশাকে আগুন ঝরিয়েছেন অনুষ্কা ৷ আর বাকি ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছে তাঁর গালভরা চেনা হাসিতে ৷

অনুষ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তারকা লিখেছেন, "বেশি, কম এবং তোমার সমস্ত সুন্দর পাগলামিকে ভালোবাসি । শুভ জন্মদিন আমার সবকিছু ৷" তিনি পোস্টটি শেয়ার করার পরপরই অনুষ্কা ভাসোবাসা জানাতে মন্তব্য বিভাগে যান । তাঁকে উৎসর্গ করা বিরাটের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অনুষ্কা একটি লাল হৃদয়ের ইমোজি দিয়ে একটি পারিবারিক ইমোটিকনও দেন ৷

অনুষ্কা তাঁর সহকর্মী এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছ থেকেও ভালোবাসা এবং উষ্ণতা পেয়েছেন । সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে নেহা ধুপিয়া, রশ্মিকা মান্দানা ও কিয়ারা আডবাণী-সহ অন্যান্য সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় পরী অভিনেতাত্রীকে জন্মদিনের ভালোবাসা জানিয়েছেন ।

কর্মক্ষেত্রে অনুষ্কা ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস দিয়ে বহুদিন পর চলচ্চিত্রে ফিরছেন । তাঁর ভাই কর্ণেশ শর্মা তাঁর প্রোডাকশন ব্যানার ক্লিন স্লেট ফিল্মসের প্রযোজনায় চাকদা এক্সপ্রেস নেটফ্লিক্সে আসছে ।

আরও পড়ুন: দিল্লির বিরুদ্ধে আরসিবি-র জয় কীভাবে সেলিব্রেট করলেন বিরুষ্কা ?

হায়দরাবাদ, 1 মে: আজ বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার 35তম জন্মদিন ৷ আর এই বিশেষ দিনে তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন । বিরাট তাঁর স্ত্রীর নানা মেজাজের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ সোহাগে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তারকা ক্রিকেটার লিখেছেন যে, এই 'কিউট ম্যাডনেস'-এর জন্যই অনুষ্কাকে এতটা ভালোবাসেন ৷

অনুষ্কার জন্মদিনে বিরাট কোহলি ইনস্টাগ্রামে তাঁর স্ত্রীর একাধিক ছবি শেয়ার করেছেন ৷ সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন একটি মিষ্টি ক্যাপশন ৷ তাঁর প্রিয় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কোহলি তাঁদের ছুটির ডায়েরি থেকে বেশ কয়েকটি পাতা ধার করেছেন । তাঁদের বিচ হলিডের বেশ কিছু ছবি পোস্ট করেছেন বিরাট, যা তাঁদের ভক্তদের কাছে একটা বড় ট্রিট ৷ একটি ছবিতে সৈকত পোশাকে আগুন ঝরিয়েছেন অনুষ্কা ৷ আর বাকি ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছে তাঁর গালভরা চেনা হাসিতে ৷

অনুষ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তারকা লিখেছেন, "বেশি, কম এবং তোমার সমস্ত সুন্দর পাগলামিকে ভালোবাসি । শুভ জন্মদিন আমার সবকিছু ৷" তিনি পোস্টটি শেয়ার করার পরপরই অনুষ্কা ভাসোবাসা জানাতে মন্তব্য বিভাগে যান । তাঁকে উৎসর্গ করা বিরাটের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অনুষ্কা একটি লাল হৃদয়ের ইমোজি দিয়ে একটি পারিবারিক ইমোটিকনও দেন ৷

অনুষ্কা তাঁর সহকর্মী এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছ থেকেও ভালোবাসা এবং উষ্ণতা পেয়েছেন । সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে নেহা ধুপিয়া, রশ্মিকা মান্দানা ও কিয়ারা আডবাণী-সহ অন্যান্য সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় পরী অভিনেতাত্রীকে জন্মদিনের ভালোবাসা জানিয়েছেন ।

কর্মক্ষেত্রে অনুষ্কা ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস দিয়ে বহুদিন পর চলচ্চিত্রে ফিরছেন । তাঁর ভাই কর্ণেশ শর্মা তাঁর প্রোডাকশন ব্যানার ক্লিন স্লেট ফিল্মসের প্রযোজনায় চাকদা এক্সপ্রেস নেটফ্লিক্সে আসছে ।

আরও পড়ুন: দিল্লির বিরুদ্ধে আরসিবি-র জয় কীভাবে সেলিব্রেট করলেন বিরুষ্কা ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.