ETV Bharat / entertainment

Sushmita with daughter Alisah: আইফেল টাওয়ারের সামনে মেয়ের সঙ্গে নাচ সুস্মিতার, মুগ্ধ নেটিজেনরা - Sushmita with daughter Alisah

মেয়ের সঙ্গে একান্ত মুহূর্ত কাটাচ্ছেন সুস্মিতা সেন ৷ সম্প্রতি তারা বেড়াতে গিয়েছেন প্যারিসে ৷ আইফেল টাওয়ারের সামনে মা-মেয়ের নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা ৷

Sushmita with daughter Alisah
আইফেল টাওয়ারের সামনে সুস্মিতা-আলিশার নাচ
author img

By

Published : Jul 6, 2023, 8:52 PM IST

মুম্বই, 6 জুলাই: কিছুদিন আগেই শেষ করেছেন 'আরিয়া' সিরিজের শুটিং ৷ তারপর থেকে আপাতত পরিবার ও মেয়েদের সময় দিচ্ছেন 'মিস ইউনিভার্স' সুস্মিতা সেন ৷ ছোট মেয়ে আলিশাকে নিয়ে তিনি পাড়ি দিয়েছেন প্যারিসে ৷ ভালোবাসার শহরে মেয়ের হাত ধরে কোমর দোলালেন মা সুস্মিতা ৷ তাও আবার আইকনিক আইফেল টাওয়ারের সামনে ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো আসতেই দর্শকদের মন জয় করেছে মা-মেয়ের মিষ্টি মুহূর্ত ৷

2000 সালে মাত্র 24 বছর বয়সে সুস্মিতা অ্যাডপ্ট করেছিলেন বড় মেয়ে রেনে-কে ৷ 2010 সালে তিনি অ্যাডপ্ট করেন তাঁর দ্বিতীয় কন্যা সন্তান আলিশাকে ৷ এখন সে অনেক বড় ৷ এবার আলিশা পাড়ি দিচ্ছে বিদেশে,পড়াশোনার জন্য ৷ এতবছর আগলে রাখার পর এবার সুস্মিতার থেকে দূরে যাচ্ছে আলিশা ৷ তাই তার আগে মেয়ের সঙ্গে একান্তে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েছে বঙ্গতনয়া ৷

প্রথমবার প্যারিস বেড়াতে গিয়েছেন আলিশা ৷ স্বাভাবিকভাবেই মা-মেয়ের কাছে এই বিদেশ সফর একটু বেশিই স্পেশাল ৷ মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্যারিসের অলিতে-গলিতে ৷ সেই সব ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন সুস্মিতা ৷ সেখানেই দেখা গিয়েছে, আইফেল টাওয়ারের সামনে মেয়ে আলিশার সঙ্গে মজাদার সময় কাটাচ্ছেন আরিয়া খ্যাত অভিনেত্রী ৷ ভিডিয়ো শেয়ার করে সুস্মিতা লিখেছেন, "ম্যাজিক্যাল আলিশা ৷ আমার সোনার প্রথম প্যারিস সফর, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে ৷ কীভাবে সময় বয়ে যায়... আমি সারাজীবন এই মুহূর্ত মনে রাখব ৷"

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সেলফি জোনে আলিশা আইফেল টাওয়ারকে সামনে রেখে নানা ভঙ্গিতে মুহূর্তগুলো ধরে রাখছে ৷ এরপর তার সঙ্গে যোগ দেন সুস্মিতা ৷ মেয়ের সঙ্গে নানা মজা করেন সেলফি হুইলে দাঁড়িয়ে ৷ সেখান থেকে নেমে মেয়ের সঙ্গে নাচও করেন মা সুস্মিতা ৷ বোঝাই যায়, মেয়ে আলিশার বাকেট লিস্ট একটা একটা করে পূরণ করছেন সুস্মিতা৷

এই দিন সুস্মিতাকে দেখা গিয়েছে, কালো মিনি পোশাকের উপরে সাদা ব্লেজার স্টাইল করে নিয়েছেন তিনি ৷ আলিশাকেও সাদা পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। মা-মেয়ের এই ভিডিয়ো সামনে আসতেই অনুরাগীরা ভেসেছেন আবেগে ৷ একজন মন্তব্য করেছেন, "মা এবং মেয়ের মধ্যে ভালোবাসা সবচেয়ে অনন্য।" অপর এক অনুরাগী লিখেছেন, "আলিশা চিঙ্গারি ছবির সময় আপনার কোলে ছিলেন এবং এখন তাকে রকস্টারের মতো দেখাচ্ছে, সময় সত্যিই দ্রুত চলে যায়।"

আরও পড়ুন: বিশ্বযুদ্ধের দিনগুলিতে প্রেম ! মুক্তি পেল বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' ছবির টিজার

প্রসঙ্গত, খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'আরিয়া', সিজন থ্রি ৷ এর পাশাপাশি মুক্তির অপেক্ষায় 'তালি' ৷ এ ছবিতে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট শ্রী গৌরি সাওয়ান্তের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী সুস্মিতা সেন ৷

মুম্বই, 6 জুলাই: কিছুদিন আগেই শেষ করেছেন 'আরিয়া' সিরিজের শুটিং ৷ তারপর থেকে আপাতত পরিবার ও মেয়েদের সময় দিচ্ছেন 'মিস ইউনিভার্স' সুস্মিতা সেন ৷ ছোট মেয়ে আলিশাকে নিয়ে তিনি পাড়ি দিয়েছেন প্যারিসে ৷ ভালোবাসার শহরে মেয়ের হাত ধরে কোমর দোলালেন মা সুস্মিতা ৷ তাও আবার আইকনিক আইফেল টাওয়ারের সামনে ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো আসতেই দর্শকদের মন জয় করেছে মা-মেয়ের মিষ্টি মুহূর্ত ৷

2000 সালে মাত্র 24 বছর বয়সে সুস্মিতা অ্যাডপ্ট করেছিলেন বড় মেয়ে রেনে-কে ৷ 2010 সালে তিনি অ্যাডপ্ট করেন তাঁর দ্বিতীয় কন্যা সন্তান আলিশাকে ৷ এখন সে অনেক বড় ৷ এবার আলিশা পাড়ি দিচ্ছে বিদেশে,পড়াশোনার জন্য ৷ এতবছর আগলে রাখার পর এবার সুস্মিতার থেকে দূরে যাচ্ছে আলিশা ৷ তাই তার আগে মেয়ের সঙ্গে একান্তে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েছে বঙ্গতনয়া ৷

প্রথমবার প্যারিস বেড়াতে গিয়েছেন আলিশা ৷ স্বাভাবিকভাবেই মা-মেয়ের কাছে এই বিদেশ সফর একটু বেশিই স্পেশাল ৷ মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্যারিসের অলিতে-গলিতে ৷ সেই সব ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন সুস্মিতা ৷ সেখানেই দেখা গিয়েছে, আইফেল টাওয়ারের সামনে মেয়ে আলিশার সঙ্গে মজাদার সময় কাটাচ্ছেন আরিয়া খ্যাত অভিনেত্রী ৷ ভিডিয়ো শেয়ার করে সুস্মিতা লিখেছেন, "ম্যাজিক্যাল আলিশা ৷ আমার সোনার প্রথম প্যারিস সফর, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে ৷ কীভাবে সময় বয়ে যায়... আমি সারাজীবন এই মুহূর্ত মনে রাখব ৷"

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সেলফি জোনে আলিশা আইফেল টাওয়ারকে সামনে রেখে নানা ভঙ্গিতে মুহূর্তগুলো ধরে রাখছে ৷ এরপর তার সঙ্গে যোগ দেন সুস্মিতা ৷ মেয়ের সঙ্গে নানা মজা করেন সেলফি হুইলে দাঁড়িয়ে ৷ সেখান থেকে নেমে মেয়ের সঙ্গে নাচও করেন মা সুস্মিতা ৷ বোঝাই যায়, মেয়ে আলিশার বাকেট লিস্ট একটা একটা করে পূরণ করছেন সুস্মিতা৷

এই দিন সুস্মিতাকে দেখা গিয়েছে, কালো মিনি পোশাকের উপরে সাদা ব্লেজার স্টাইল করে নিয়েছেন তিনি ৷ আলিশাকেও সাদা পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। মা-মেয়ের এই ভিডিয়ো সামনে আসতেই অনুরাগীরা ভেসেছেন আবেগে ৷ একজন মন্তব্য করেছেন, "মা এবং মেয়ের মধ্যে ভালোবাসা সবচেয়ে অনন্য।" অপর এক অনুরাগী লিখেছেন, "আলিশা চিঙ্গারি ছবির সময় আপনার কোলে ছিলেন এবং এখন তাকে রকস্টারের মতো দেখাচ্ছে, সময় সত্যিই দ্রুত চলে যায়।"

আরও পড়ুন: বিশ্বযুদ্ধের দিনগুলিতে প্রেম ! মুক্তি পেল বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' ছবির টিজার

প্রসঙ্গত, খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'আরিয়া', সিজন থ্রি ৷ এর পাশাপাশি মুক্তির অপেক্ষায় 'তালি' ৷ এ ছবিতে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট শ্রী গৌরি সাওয়ান্তের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী সুস্মিতা সেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.