হায়দরাবাদ, 5 জুন: মায়ের পরেই স্থান দিদির ৷ খুনসুটি থেকে মারপিঠের পাশাপাশি মাতৃস্নেহ- দিদি মানেই সব পেয়েছির দেশ ৷ ছোটভাই একটু চোখের আড়াল হলেই দিদির মুুখে দেখা যায় উদ্বেগের ছায়া ৷ ব্যাপারটা খাটে সারা আলি খানের ক্ষেত্রেও ৷ অভিনেত্রী ঠিকই কিন্তু তিনি দিদিও তো বটে ৷ আর তাই ইব্রাহিমকে দেখতে না পেয়ে সম্প্রতি একটি ভিডিয়োতে সারা যে আচরণ করলেন তা ছুঁয়ে গিয়েছে অনেক নেটিজেনদের হৃদয় ৷ ভিডিয়ো দেখে অনেকেই বলছেন, দিদিদের কাছে ভাইরা চিরকাল ছোটই থেকেই যায় ৷
ঠিক কী রয়েছে এই ভিডিয়োতে? ভিডিয়োতে দেখা যায়, ভাইকে দেখতে না পেয়ে তাঁকে চিৎকার করে ডাকছেন সারা ৷ পাপারাৎজিদের তরফে ধেয়ে আসছে একাধিক প্রশ্ন? কেউ কেউ এও বোঝানোর চেষ্টা করছেন ইব্রাহিম এদিকেই রয়েছেন ৷ কিন্তু সারার তাতে কোনও ভ্রুক্ষেপই নেই ৷ তিনি ভাইয়ের নাম ধরে ডেকেই চলেছেন ৷ এরপরই রঙ্গমঞ্চে প্রবেশ ইব্রাহিম আলি খানের ৷ তাঁকে দেখেই একটু কপট রাগী ভঙ্গিতে সারা ইশারা করেন 'এবার গাড়িতে ওঠ' ৷ শুধু তাই নয়, ভাই কাছে আসতেই দরজা খুলে আগে তাঁকে গাড়ির ভিতর ঢুকিয়ে দেন ৷ তারপর 'কেয়ারিং' দিদি একেবারে নিজস্ব স্টাইলে এক মুখ হাসি নিয়ে পাপারাৎজিদের বলেন, "ছোটা ভাই হ্যায় মেরা ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আর এই ভিডিয়োটি দেখে জনতা জনার্দনের কী প্রতিক্রিয়া? কেউ বলছেন, "আরে পুরো বোঝা যাচ্ছে সব অভিনয় ৷" আবার কারও মতে, দিদি ভাইকে ঠিক কতটা ভালোবাসে সেটা স্পষ্ট ভিডিয়োতে। পাশপাশি সারার 'ছোটা ভাই হ্যায় মেরা' কথাটিও অনেকের হৃদয় স্পর্শ করে ফেলেছে। তবে কেউ কেউ এও মনে করছেন পর্দার তারকা অভিনেত্রী বাস্তবে খানিকটা 'ওভার অ্যাক্টিং' করে ফেলেছেন।
আরও পড়ুন: জঙ্গলে 'মিতিন মাসি'র শ্যুটিংয়ের ফাঁকে মন্দির দর্শনে কোয়েল, শেয়ার করলেন ভিডিয়ো
কয়েকদিন আগেই একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন, মায়ের কাছে ভাই যেমন ছোটটি রয়ে গিয়েছে আজও তেমনই তার কাছেও ৷ এর আগেও ভাইয়ের সঙ্গে বহুবার ক্যামেরার সামনে এসেছেন 'সিম্বা' খ্য়াত অভিনেত্রী ৷ বর্তমানে তিনি অবশ্য় চর্চায় রয়েছেন তাঁর নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'র জন্য় ৷ এই ছবি ইতিমধ্য়েই বক্স অফিসে বেশ শোরগোল ফেলেছে ৷ ইতিমধ্য়েই 12.69 কোটি টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷ অন্য়দিকে, ইব্রাহিম নিজেও খুব তাড়াতাড়ি আসতে চলেছেন পর্দায় ৷ এই খবর কয়েকদিন আগেই জানিয়েছিলেন তাঁর 'কেয়ারিং' দিদি ৷ তিনি জানান, ভাই ইতিমধ্য়েই বলিউডে তাঁর প্রথম ছবির শ্য়ুটিং শেষ করেছেন ৷