মুম্বই, 3 মার্চ: বিয়ে সারছেন হৃতিক রোশন ও সাবা আজাদ । সেলেব জুটির প্রেম তাঁদের সম্পর্কের শুরুর দিন থেকেই চর্চায় । এবার এক ভাইরাল সোশাল মিডিয়া পোস্টে দাবি করা হল, আগামী সেপ্টেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই হৃতিক-সাবা ৷ প্রসঙ্গত, সুজানের সঙ্গে বিচ্ছেদের পর গ্রিক গডের জীবনে বসন্তের পরশ নিয়ে এসেছেন সাবা । বেশ কয়েকবার তাঁদের একসঙ্গে ক্যামেরার সামনে আসতে দেখা গিয়েছে ৷ এবার সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তত তারকা জুটি (Hrithik Roshan to marry girlfriend Saba Azad)৷
টিনসেল টাউনে ইতিউতি শোনা যাচ্ছে, এবছরই চার হাত এক হবে এই তারকা জুটির ৷ যদিও কোনও তরফে কেউই এখনও এই বিষয়ে মুখ খোলেননি ৷ সম্প্রতি তাঁদের দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে ৷ হৃতিককে বিদায় জানাতেই বিমানবন্দরে এসেছিলেন নায়িকা ৷ গাড়ি থেকে নামার আগে তাঁকে চুম্বনও করেন অভিনেতা ৷ এরপর হৃতিক এবং তাঁর দল এয়ারপোর্টে ঢুকে যান (Hrithik Roshan to Marry Girlfriend Saba Azad in November 2023) ৷
সাবা-হৃতিককে নিয়ে জল্পনা শুরু হয় গত বছর ফেব্রুয়ারি মাসে ৷ এরপর সাবাকে হৃতিকের বাড়ির একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে ৷ এমনকী করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতেও তাঁদের দু'জনকেই একসঙ্গে রেড কার্পেটে দেখা গিয়েছে ৷ আর সেখানেই তাঁদের সম্পর্কে সিলমোহর পড়ে যায় ৷ সাবাকে নিয়ে একসঙ্গে বিদেশেও সময় কাটিয়েছেন হৃতিক ৷ সাবা যে শুধু হৃতিকেরই বেশ ঘনিষ্ঠ তা কিন্তু নয়, বরং তিনি সুজানেরও বেশ কাছের মানুষ ৷
আরও পড়ুন: মাঝরাতে 2 সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করেছে নওয়াজের পরিবার, অভিযোগ আলিয়ার
গতবছর থেকেই ডেটিং করছেন হৃতিক-সাবা ৷ তাঁদের অভিনয়ের কথা বলতে গেলে হৃতিক রোশন আগামীতে পর্দায় ফিরছেন সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ছবির হাত ধরে ৷ অন্যদিকে সাবাকে আগামীতে দেখা যাবে 'সংস অফ প্যারাডাইস'-এ ৷