হায়দরাবাদ, 18 অগস্ট: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা এবং দালকের সলমনের বন্ধুত্বের কথা কারও অজানা নয় ৷ এ বার যখন সামনেই মুক্তি পেতে চলেছে তাঁদের ফিল্ম কিং অফ কোথা এবং কুশি, তখন একে-অপরের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাঁরা যৌথভাবে নিজেদের দুটি ফিল্মেরই প্রচার সারলেন ৷
তাঁদের খোলামেলা কথোপকথের একটি ভিডিয়ো সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ৷ সেখানে তাঁরা তাঁদের ফিল্ম নিয়ে একে-অপরের সঙ্গে আলোচনা করেছেন এবং একে-অপরকে শুভেচ্ছা জানাতে গিয়ে পরস্পরের প্রশংসা করেছেন ৷ তাঁদের প্রাণবন্ত আলাপচারিতার সময় বিজয় মজা করে লাইগারের কথা তুলে ধরেন, যদিও তিনি চতুরভাবে চলচ্চিত্রের নামটি স্পষ্টভাবে উল্লেখ করেননি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
বিজয় কথোপকথনে বলেন, দলকের একটি রোমান্টিক গল্প (সীতা রামম) থেকে একটি অ্যাকশন-প্যাকড ফিল্মে (কিং অফ কোথা) নিজের রূপান্তর ঘটাচ্ছেন । জবাবে, দলকের হাসতে হাতসে বলেন, বিজয় একটি অ্যাকশন ফিল্ম (লাইগার) থেকে রোমান্টিক গল্পে (কুশি) স্থানান্তরিত হয়ে বিপরীত পথ নিচ্ছেন বলে মনে হচ্ছে ।
আরও পড়ুন: এই প্রথম বিজয় সেতুপতির হাত ধরবেন রাম চরণ ? সামনে কোন ছবি ?
কথোপকথনের সময় রসিকতার ছলে বিজয় বলেন, "আমি আশা করি তোমার অ্যাকশন ফিল্ম আমার থেকে ভালো হবে ৷" এই কথা শুনে হেসে ওঠেন দলকের ৷ জবাবে দলকেরও বলেন, "আমি আশা করি তোমার অ্যাকশন ফিল্ম আমার থেকে ভালো হবে ।" দুজনের কৌতুকপূর্ণ আদান-প্রদান অব্যাহত ছিল গোটা কথোপকথনে ৷ বিজয় দলকেরকে জিজ্ঞাসা করেন যে, কিং অফ কোথার সিক্যুয়েল ভাবনায় আছে কি না ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
কিং অফ কোথা হল একটি পিরিয়ড গ্যাংস্টার ফিল্ম, যার পরিচালনা করেছেন নামী চলচ্চিত্র নির্মাতা জোশীর ছেলে অভিলাষ জোশী । এই ছবি দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ ঘটছে অভিলাষের ৷ 24 অগস্ট ওনামের উত্সবের সময় মুক্তি পাবে এই ছবি ৷
এ দিকে, নিন্নু কোরি এবং মাজিলির মতো হিট ফিল্মের জন্য পরিচিত দক্ষ পরিচালক শিব নির্বাণের কুশির জন্যও অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা ৷ 1 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে ৷ এই ছবিতে সামান্থা রুথ প্রভুও অভিনয় করেছেন, যা ভক্তদের মধ্যে প্রত্যাশাকে আরও বাড়িয়ে তুলেছে ।