হায়দরাবাদ, 24 জুন: বিজয় দেবেরাকোণ্ডা-রশ্মিকা মন্দানাকে নিয়ে প্রেমের গুজব আজকের নয় ৷ এর আগে 'গীত গোবিন্দম', 'ডিয়ার কমরেড' ইত্যাদি হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন তাঁরা ৷ তাঁদের অনস্ক্রিন জুটি যেমন চর্চিত তেমনই তাঁদের অফস্ক্রিন জুটি নিয়েও আলোচনা কম হয়নি ৷ যদিও এই তারকা জুটি বারবারই বলেছেন, তাঁরা শুধুই ভীষণ ভালো বন্ধু ৷ তবে তারপরেও তাঁদের নিয়ে চর্চার অন্ত নেই ৷ এমনকী তাঁদের ব্রেকআপের গুজব ছড়িয়েছিল সম্প্রতি ৷ তবে আবারও তাঁদের দেখা গেল একসঙ্গে ৷
এই ভাইরাল ভিডিয়ো সামনে আসার পর অবশ্য তাঁদের ব্রেকআপের গুঞ্জন এখন শান্ত হয়ে গিয়েছে ৷ সাম্প্রতিক এই ভিডিয়োতে দেখা গিয়েছে বিজয়-রশ্মিকা একটি রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া সারছেন ৷ অবশ্য় এক্ষেত্রে রেস্তোরাঁয় যে শুধু তাঁরা দু'জনেই ছিলেন, তা কিন্তু নয় ৷ বিজয়-রশ্মিকার সঙ্গে দেখা গেল তাঁদের ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধবকেও ৷ এই দলে ছিলেন বিজয়ের ছোট ভাই আনন্দও ৷
ভিডিয়োটি শেয়ার করা হয়েছে বিজয়েরই একটি ফ্যান পেজের তরফ থেকে ৷ অনুরাগীরাও ভিডিয়োর কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন তাঁদের নানান মন্তব্যে ৷ কেউ লিখেছেন, "এটা সত্যিই দারুণ ৷ এসব দেখে মনে মনে খুব আনন্দ হচ্ছে ৷" এমনকী বিরুষ্কা, দীপবীর কিংবা রালিয়ার মতো বিজয়-রশ্মিকার নাম কী হতে পারে তাও ভেবে ফেলেছেন অনেকেই ৷ সেকথা উল্লেখ করেই একজন অনুরাগী লিখেছেন, "হে হে ওখানে আমাদের বিরশ-ও রয়েছে দেখছি ৷ সত্য়ি পারফেক্ট জুটি ৷"
আরও পড়ুন: দক্ষিণী সিরিজে আত্মপ্রকাশ করতে চলেছেন টলি অভিনেত্রী নীলাঞ্জনা
অন্যদিকে, অভিনয়ের কথা বলতে গেলে রশ্মিকা মন্দানাকে আগামী দিনে দেখা যাবে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ছবিতে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে রয়েছেন ববি দেওল এবং অনিল কাপুরও ৷ অন্য়দিকে বিজয় এখন ব্যস্ত তাঁর নতুন ছবির কাজ নিয়ে ৷ এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন সামান্থা রুথ প্রভু ৷