ETV Bharat / entertainment

Sam Manekshaw Biopic : 'শ্যাম বাহাদুর' চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ভিকি - Sam Manekshaw Biopic

তাঁর আসন্ন ছবিতে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর চরিত্রে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল ৷ জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক মেঘনা গুলজার পরিচালিত এই ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ভিকি (Vicky Kaushal Preps For Sam Manekshaw )৷

Sam Manekshaw Biopic
'শ্যাম বাহাদুর' চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন পর্দার সর্দার উধম
author img

By

Published : Jun 21, 2022, 5:21 PM IST

মুম্বই, 21 জুন : তাঁর আসন্ন প্রজেক্টে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ'র চরিত্রে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল, বহুদিন আগেই সে খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা নিজেই ৷ 1971 সালের ভারত-পাক যুদ্ধে শ্যাম বাহাদুর নামে পরিচিত মানেকশ'র বীরগাথা আজও ভারতীয় সেনাকে অনুপ্রেরণা দেয় ৷ তাঁর জীবন কাহিনি নিয়ে গড়ে উঠেছে এই ছবিটি ৷ জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ভিকি (Vicky Kaushal Preps For Sam Manekshaw)৷

ইনস্টা হ্যান্ডেলে সম্প্রতি 'শ্যাম বাহাদুর' ছবির চিত্রনাট্যের একটি ছবিও শেয়ার করেছেন ভিকি ৷ তার সঙ্গেই ক্যাপশনে তিনি লেখেন, "হেয়ার উই গো...প্রস্তুতি শুরু...৷" শ্য়াম ছিলেন 1971 সালের ভারত-পাক যুদ্ধে দেশের সেনাপ্রধান ৷ তিনিই ছিলেন প্রথম আর্মি অফিসার যাঁকে 'ফিল্ড মার্শাল' পদে উন্নীত করা হয় ৷ ব্লকবাস্টার হিট 'রাজি' ছবির পর এই ছবির হাত ধরে দ্বিতীয়বার মেঘনার সঙ্গে কাজ করতে চলেছেন ভিকি ৷

Sam Manekshaw Biopic
তাঁর আসন্ন ছবিতে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর চরিত্রে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল

আরও পড়ুন : 'নাগার বিরুদ্ধে গুজব রটাচ্ছেন তিনি', খবর চোখে পরতেই বিস্ফোরক সামান্থা

এই ছবিতে ভিকির সঙ্গে পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে সানায়া মালহোত্রাকে ৷ তিনি অভিনয় করবেন শ্যামের স্ত্রী সিলুর চরিত্রে ৷ ছবিতে থাকছেন অভিনেত্রী ফতিমা শেখ সানাও ৷ তাঁকে দেখা যাবে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে ৷ তবে ছবিটি কবে পর্দায় আসতে চলেছে, নির্মাতারা সে ব্যাপারে অবশ্য় এখনও কিছু জানায়নি ৷

মুম্বই, 21 জুন : তাঁর আসন্ন প্রজেক্টে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ'র চরিত্রে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল, বহুদিন আগেই সে খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা নিজেই ৷ 1971 সালের ভারত-পাক যুদ্ধে শ্যাম বাহাদুর নামে পরিচিত মানেকশ'র বীরগাথা আজও ভারতীয় সেনাকে অনুপ্রেরণা দেয় ৷ তাঁর জীবন কাহিনি নিয়ে গড়ে উঠেছে এই ছবিটি ৷ জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ভিকি (Vicky Kaushal Preps For Sam Manekshaw)৷

ইনস্টা হ্যান্ডেলে সম্প্রতি 'শ্যাম বাহাদুর' ছবির চিত্রনাট্যের একটি ছবিও শেয়ার করেছেন ভিকি ৷ তার সঙ্গেই ক্যাপশনে তিনি লেখেন, "হেয়ার উই গো...প্রস্তুতি শুরু...৷" শ্য়াম ছিলেন 1971 সালের ভারত-পাক যুদ্ধে দেশের সেনাপ্রধান ৷ তিনিই ছিলেন প্রথম আর্মি অফিসার যাঁকে 'ফিল্ড মার্শাল' পদে উন্নীত করা হয় ৷ ব্লকবাস্টার হিট 'রাজি' ছবির পর এই ছবির হাত ধরে দ্বিতীয়বার মেঘনার সঙ্গে কাজ করতে চলেছেন ভিকি ৷

Sam Manekshaw Biopic
তাঁর আসন্ন ছবিতে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর চরিত্রে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল

আরও পড়ুন : 'নাগার বিরুদ্ধে গুজব রটাচ্ছেন তিনি', খবর চোখে পরতেই বিস্ফোরক সামান্থা

এই ছবিতে ভিকির সঙ্গে পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে সানায়া মালহোত্রাকে ৷ তিনি অভিনয় করবেন শ্যামের স্ত্রী সিলুর চরিত্রে ৷ ছবিতে থাকছেন অভিনেত্রী ফতিমা শেখ সানাও ৷ তাঁকে দেখা যাবে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে ৷ তবে ছবিটি কবে পর্দায় আসতে চলেছে, নির্মাতারা সে ব্যাপারে অবশ্য় এখনও কিছু জানায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.