মুম্বই, 8 অগস্ট: ফিল্ড মার্শাল শ্য়াম বাহাদুর মানেকশ'র বায়োপিকের জন্য শ্যুটিং শুরু করলেন ভিকি কৌশল (Vicky Kaushal begins Sam Bahadur shoot)৷ সোমবার দলের সঙ্গে শ্যুটিংপর্বে যোগ দেন তিনি ৷ 1971 সালের ভারত-পাক যুদ্ধে বড় ভূমিকা নিয়েছিলেন মানেকশ ৷ যুদ্ধে বীরত্বের জন্যই তাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় ৷ আর্মি জীবনে মোট পাঁচটি যুদ্ধ লড়েছেন তিনি ৷
ছবির শ্যুটিং শুরুর অনুষ্ঠানে এই নিয়ে বলতে গিয়ে ক্য়াটরিনার বেটারহাফ বলেন, "আমি খুবই সৌভাগ্যবান যে, এমন একজন রিয়েল লাইফ হিরো এবং দেশপ্রেমিকের চরিত্রে অভিনয় করতে পারছি ৷ যিনি তাঁর অবদানের জন্য আমাদের দেশে এখনও স্মরণীয় এবং সবার প্রিয়।" সোমবার ভিকি অনুরাগীদের জন্য আরেকটি সুখবর দিয়েছেন নির্মাতারা ৷ কারণ প্রকাশ করা হয়েছে এই শ্যুটিংয়ের পর্দার পিছনের একটি ভিডিয়ো ৷
ভিডিয়োটি-তে একদিকে যেমন আভাস মিলেছে ভিকির প্রথম লুক কেমন হতে চলেছে তার, তেমনই আবার আভাস মিলেছে সানিয়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখের লুকের আভাসও ৷ 'দঙ্গল' স্টার ফতিমা শেখ সানাকে এখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে আর অন্য শানায়া মালহোত্রাকে দেখা যাবে শ্যাম বাহাদুরের স্ত্রী'র চরিত্রে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: 'কভি ঈদ কভি দিওয়ালি' থেকে সরানো হল শেহনাজকে! সলমনকে ফলো করা বন্ধ করলেন অভিনেত্রী
এই কাজ শুরু করতে পেরে উচ্ছ্বসিত পরিচালক মেঘনা গুলজার বলেন, "অবশেষে, বহু বছর ধরে বিস্তৃত গবেষণা, লেখালেখি, চিন্তাভাবনা এবং কঠোর প্রস্তুতির পর, 'শ্যাম বাহাদুর'-এর কাজ শুরু হল ৷" তিনি এও জানান, ভিতরে ভিতরে ভীষণ উত্তেজিত শুধু এই ভেবে যে, শ্য়াম বাহাদুরের অনুপ্রেরণাময় কাহিনি আমি বলার সুযোগ পাচ্ছি ৷ ছবিটি আগামী বছর পর্দায় আসতে চলেছে ৷