ETV Bharat / entertainment

Vicky and Katrina: হাতে হাত রেখে বিমানবন্দরে ক্যামেরাবন্দি ভি-ক্যাট, কোথায় চললেন তারকা দম্পতি? - Vicky Kaushal and Katrina Kaif at Mumbai airport

আমেরিকায় প্রায় 15 দিনের ছুটি কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন ভি-ক্যাট ৷ ক্যাটের জন্মদিনের ঠিক আগে ফের একবার ছুটির মেজাজে বিমানবন্দরে ধরা দিলেন দুই তারকা।

Vicky and Katrina
মুম্বই বিমানবন্দরে ভি ক্যাট
author img

By

Published : Jul 15, 2023, 11:45 AM IST

Updated : Jul 15, 2023, 12:15 PM IST

মুম্বই, 15 জুলাই: বলিউডের তারকা জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে চর্চা নতুন নয় ৷ এবার মুম্বই বিমানবন্দরে ফের একবার একসঙ্গে ক্যামেরাবন্দি ভি-ক্যাট ৷ সম্প্রতি আমেরিকা থেকে প্রায় 15 দিনের ছুটি কাটিয়ে দেশে ফিরেছিলেন তারকা জুটি ৷ শনিবার আরও একবার তাঁদের দেখা গেল ছুটির মেজাজে ৷ ক্যাটরিনার জন্মদিনের ঠিক আগে তাঁদের আবার দেখা গেল মুম্বই বিমান বন্দরে ৷ তারকা দম্পতি কোথায় রওনা দিলেন তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে তাঁদের এয়ারপোর্ট লুক আবারও নজর কাড়ল অনুরাগীদের ৷

পাপারাৎজিদের ক্য়ামেরায় রোম্যান্টিক মেজাজেই ধরা পড়লেন ভি-ক্যাট ৷ দু'জনে হাতে হাত রেখেই পোজ দেন অনুরাগীদের ৷ ক্যাটরিনার পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের রাফেল টপ ৷ আর সঙ্গে ছিল রিপড ডেনিম জিনস এবং মানানসই সানগ্লাস ৷ অন্য়দিকে, ভিকির পরনে ছিল নীল ট্র্যাক প্যান্ট আর সাদা টি-শার্ট ৷ এর সঙ্গে কালো হুডি আর মাথায় স্টাইলিশ টুপি যে তাঁর লুকটিকে আরও স্পোর্টি আর আকর্ষণীয় করে তুলেছে তা বলাই বাহুল্য ৷ ভিকির চোখেও এদিন ছিল কালো সানগ্লাস ৷ পায়ে সাদা স্নিকার্স ৷

ভিকিকে শেষ দেখা গিয়েছে লক্ষণ উতেকরের 'জরা হাটকে জরা বাঁচকে' ছবিতে ৷ বক্স অফিসে বিপুল সাফল্য় ছবিটি ৷ হিট থেকে সুপারহিটের তকমাও পেয়ে গিয়েছে এই রম-কম ৷ ভিকির সঙ্গে ছবিতে জুটি বেঁধেছিলেন সারা আলি খান ৷ মধ্যবিত্ত পরিবারের এই কাহিনি ভীষণ মন ছুঁয়েছিল দর্শকের ৷ বিশ্বব্যাপী আয়ের হিসেব দেখতে হলে 100 কোটিরও বেশি আয় করেছে এই ছবি ৷ অন্তত এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে ৷

আরও পড়ুন: বন্ধ ঘর থেকে উদ্ধার অভিনেতার মৃতদেহ, তদন্তে পুলিশ

অন্যদিকে ক্যাটরিনা কাইফ এখন অপেক্ষায় রয়েছেন তাঁর নতুন ছবি 'টাইগার 3'-এর জন্য ৷ সলমন খানের সঙ্গে তাঁর জুটি দেখার জন্য় রীতিমতো মুখিয়ে রয়েছেন সকলে ৷ আগামী 10 নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এছাড়া পরিচালক আলি আব্বাস জাফরের ছবিতেও কাজ করার কথা রয়েছে তাঁর ৷

মুম্বই, 15 জুলাই: বলিউডের তারকা জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে চর্চা নতুন নয় ৷ এবার মুম্বই বিমানবন্দরে ফের একবার একসঙ্গে ক্যামেরাবন্দি ভি-ক্যাট ৷ সম্প্রতি আমেরিকা থেকে প্রায় 15 দিনের ছুটি কাটিয়ে দেশে ফিরেছিলেন তারকা জুটি ৷ শনিবার আরও একবার তাঁদের দেখা গেল ছুটির মেজাজে ৷ ক্যাটরিনার জন্মদিনের ঠিক আগে তাঁদের আবার দেখা গেল মুম্বই বিমান বন্দরে ৷ তারকা দম্পতি কোথায় রওনা দিলেন তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে তাঁদের এয়ারপোর্ট লুক আবারও নজর কাড়ল অনুরাগীদের ৷

পাপারাৎজিদের ক্য়ামেরায় রোম্যান্টিক মেজাজেই ধরা পড়লেন ভি-ক্যাট ৷ দু'জনে হাতে হাত রেখেই পোজ দেন অনুরাগীদের ৷ ক্যাটরিনার পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের রাফেল টপ ৷ আর সঙ্গে ছিল রিপড ডেনিম জিনস এবং মানানসই সানগ্লাস ৷ অন্য়দিকে, ভিকির পরনে ছিল নীল ট্র্যাক প্যান্ট আর সাদা টি-শার্ট ৷ এর সঙ্গে কালো হুডি আর মাথায় স্টাইলিশ টুপি যে তাঁর লুকটিকে আরও স্পোর্টি আর আকর্ষণীয় করে তুলেছে তা বলাই বাহুল্য ৷ ভিকির চোখেও এদিন ছিল কালো সানগ্লাস ৷ পায়ে সাদা স্নিকার্স ৷

ভিকিকে শেষ দেখা গিয়েছে লক্ষণ উতেকরের 'জরা হাটকে জরা বাঁচকে' ছবিতে ৷ বক্স অফিসে বিপুল সাফল্য় ছবিটি ৷ হিট থেকে সুপারহিটের তকমাও পেয়ে গিয়েছে এই রম-কম ৷ ভিকির সঙ্গে ছবিতে জুটি বেঁধেছিলেন সারা আলি খান ৷ মধ্যবিত্ত পরিবারের এই কাহিনি ভীষণ মন ছুঁয়েছিল দর্শকের ৷ বিশ্বব্যাপী আয়ের হিসেব দেখতে হলে 100 কোটিরও বেশি আয় করেছে এই ছবি ৷ অন্তত এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে ৷

আরও পড়ুন: বন্ধ ঘর থেকে উদ্ধার অভিনেতার মৃতদেহ, তদন্তে পুলিশ

অন্যদিকে ক্যাটরিনা কাইফ এখন অপেক্ষায় রয়েছেন তাঁর নতুন ছবি 'টাইগার 3'-এর জন্য ৷ সলমন খানের সঙ্গে তাঁর জুটি দেখার জন্য় রীতিমতো মুখিয়ে রয়েছেন সকলে ৷ আগামী 10 নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এছাড়া পরিচালক আলি আব্বাস জাফরের ছবিতেও কাজ করার কথা রয়েছে তাঁর ৷

Last Updated : Jul 15, 2023, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.