ETV Bharat / entertainment

VD13 Launched: যাত্রা শুরু ভিডি13-এর, দেবেরকোন্ডা-মৃণালের রসায়ন আশা জাগাচ্ছে ভক্তদের - Mrunal Thakur

মঙ্গলবার হায়দরাবাদে বিজয় দেবেরকোন্ডা এবং মৃণাল ঠাকুর অভিনীত আসন্ন তেলুগু ছবির মহরত অনুষ্ঠান ছিল । মহরতের ছবি দেখে উচ্ছ্বসিত ভক্তরা ৷

VD13 Launched
VD13 Launched
author img

By

Published : Jun 14, 2023, 6:54 PM IST

হায়দরাবাদ, 14 জুন: বিজয় দেবেরকোন্ডা এবং মৃণাল ঠাকুরের আসন্ন তেলুগু ফিল্মের আনুষ্ঠানিক পথ চলা শুরু হল মঙ্গলবার । দিল রাজুর ব্যানার শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস প্রযোজিত পরশুরাম পেটলা পরিচালিত আসন্ন চলচ্চিত্রটির মহরতে ছিল তারকার হাট ৷ নির্মাতারা চলচ্চিত্রটির মহরতের কথা সোশাল মিডিয়ায় ঘোষণা করেছে ৷ অস্থায়ী ভাবে এর নাম রাখা হয়েছে ভিডি13 ।

ভিডি 13-এর নির্মাতারা ছবির মহরতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন ৷ সেখানে ছবির অভিনেতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন । সোশাল মিডিয়ায় নির্মাতারা ভিডি 13 লঞ্চ ইভেন্টের একাধিক ছবি শেয়ার করেছেন । মৃণালও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটির লঞ্চের দুরন্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ।

সীতা রামমের অভিনেতা বলেছেন যে, তিনি বিজয় এবং শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত । ভিডি13-এর মহরত অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে মৃণাল লিখেছেন, "একটি খুব উত্তেজনাপূর্ণ যাত্রার প্রথম ধাপ...প্রথমবার শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের সঙ্গে কাজ করছি এবং দেবেরকোন্ডার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত । শুটিং শুরু হওয়ার জন্য অপেক্ষায় আছি ।"

আরও পড়ুন: রোদ্দুরে খালি গায়ে ওয়ার্ক আউট, হৃত্বিকের ছবিতে আগুন ইন্টারনেটে

মৃণালের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে ভক্তরা বিজয়ের সঙ্গে তাঁর ছবিগুলি দেখে তাঁদের রসায়ন আন্দাজ করতে পেরেছেন ৷ পোস্টটিতে মন্তব্য করে একজন ভক্ত লিখেছেন, "ইয়ে জোড়ি তো হিট হো গি রিলিজ হোনে সে পেহেলে হি ৷" অন্য একজন লিখেছেন, "একসঙ্গে ভালো দেখাচ্ছে ।" একজন ভক্ত দাবি করেছেন যে, মৃণাল এবং বিজয়ের ঝলমলে রসায়ন গীত গোবিন্দমের রেকর্ড ভেঙে দেবে ।

আসন্ন ছবিতে বিজয় দ্বিতীয়বার পরশুরামের সঙ্গে জুটি বাঁধছেন । এই জুটি এর আগে 2018 সালে গীত গোবিন্দমের মতো দারুণ হিট ফিল্ম উপহার দিয়েছে ৷ সেখানে প্রধান ভূমিকায় ছিলেন রশ্মিকা মন্দানাও । সামান্থা রুথ প্রভুর সঙ্গে কুশি নিয়েও আসছেন বিজয় ৷ আর গৌতম তিননানুরি পরিচালিত ভিডি12 তৈরি হচ্ছে ৷ এই ছবিতে শ্রীলীলাও প্রধান চরিত্রে অভিনয় করছেন ।

হায়দরাবাদ, 14 জুন: বিজয় দেবেরকোন্ডা এবং মৃণাল ঠাকুরের আসন্ন তেলুগু ফিল্মের আনুষ্ঠানিক পথ চলা শুরু হল মঙ্গলবার । দিল রাজুর ব্যানার শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস প্রযোজিত পরশুরাম পেটলা পরিচালিত আসন্ন চলচ্চিত্রটির মহরতে ছিল তারকার হাট ৷ নির্মাতারা চলচ্চিত্রটির মহরতের কথা সোশাল মিডিয়ায় ঘোষণা করেছে ৷ অস্থায়ী ভাবে এর নাম রাখা হয়েছে ভিডি13 ।

ভিডি 13-এর নির্মাতারা ছবির মহরতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন ৷ সেখানে ছবির অভিনেতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন । সোশাল মিডিয়ায় নির্মাতারা ভিডি 13 লঞ্চ ইভেন্টের একাধিক ছবি শেয়ার করেছেন । মৃণালও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটির লঞ্চের দুরন্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ।

সীতা রামমের অভিনেতা বলেছেন যে, তিনি বিজয় এবং শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত । ভিডি13-এর মহরত অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে মৃণাল লিখেছেন, "একটি খুব উত্তেজনাপূর্ণ যাত্রার প্রথম ধাপ...প্রথমবার শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের সঙ্গে কাজ করছি এবং দেবেরকোন্ডার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত । শুটিং শুরু হওয়ার জন্য অপেক্ষায় আছি ।"

আরও পড়ুন: রোদ্দুরে খালি গায়ে ওয়ার্ক আউট, হৃত্বিকের ছবিতে আগুন ইন্টারনেটে

মৃণালের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে ভক্তরা বিজয়ের সঙ্গে তাঁর ছবিগুলি দেখে তাঁদের রসায়ন আন্দাজ করতে পেরেছেন ৷ পোস্টটিতে মন্তব্য করে একজন ভক্ত লিখেছেন, "ইয়ে জোড়ি তো হিট হো গি রিলিজ হোনে সে পেহেলে হি ৷" অন্য একজন লিখেছেন, "একসঙ্গে ভালো দেখাচ্ছে ।" একজন ভক্ত দাবি করেছেন যে, মৃণাল এবং বিজয়ের ঝলমলে রসায়ন গীত গোবিন্দমের রেকর্ড ভেঙে দেবে ।

আসন্ন ছবিতে বিজয় দ্বিতীয়বার পরশুরামের সঙ্গে জুটি বাঁধছেন । এই জুটি এর আগে 2018 সালে গীত গোবিন্দমের মতো দারুণ হিট ফিল্ম উপহার দিয়েছে ৷ সেখানে প্রধান ভূমিকায় ছিলেন রশ্মিকা মন্দানাও । সামান্থা রুথ প্রভুর সঙ্গে কুশি নিয়েও আসছেন বিজয় ৷ আর গৌতম তিননানুরি পরিচালিত ভিডি12 তৈরি হচ্ছে ৷ এই ছবিতে শ্রীলীলাও প্রধান চরিত্রে অভিনয় করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.