ETV Bharat / entertainment

পরিচালক করণ জোহরের বিরুদ্ধে ঘরে ভাঙার অভিযোগ বরুণের, খোলাসা 'কফি উইথ করণ' শোয়ে - স্টুডেন্ট অফ দ্য ইয়ার

Koffee With Karan: এবারের কফি কাউচে করণ জোহরের স্টুডেন্টরা ৷ হাসি-ঠাট্টায় করণের বিরুদ্ধে ঘর ভাঙার অভিযোগ বরুণের ৷

Koffee With Karan
'কফি উইথ করণ' -এ সিদ্ধার্থ-বরুণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 3:04 PM IST

হায়দরাবাদ, 20 নভেম্বর: 11 বছর পিছনে ফিরতে চলেছেন পরিচালক করণ জোহর ৷ নিজেদের স্টুডেন্টদের সঙ্গে ফের একবার ক্লাস করতে বসছেন বলিউড মাস্টার ৷ আসলে এবার কফি কাউচে বসতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান ৷ 'কফি উইথ করণ' সিজন-8-এর নতুন প্রোমো দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷

2013 সালে প্রথমবার কফি উইথ করণ-এ প্রথমবার সিড-বরুণের সঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ভাটকে ৷ তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর ৷ নিজের হাতে তৈরি করা স্টুডেন্টদের এই বছর কফির শোয়ে হাজির করছেন করণ ৷

ইন্সটাগ্রামে করণ জোহর ভিডিয়ো প্রোমো শেয়ার করেছেন ৷ আপকামিং শো নিয়ে তিনি লিখেছেন, "দ্য বয়েস আর ব্যাক ৷ পাগলাপনা, ভালোবাসার ঝড় দেখার জন্য অপেক্ষা করুন ৷" প্রোমোতে সিদ্ধার্থ-বরুণের আড্ডা দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে 2011 সালে যখন বলিউড ইন্ডাষ্ট্রিতে পা রাখেন এই দুই তারকা ৷

করণ জোহরের পরিচালনায় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে দর্শকমনে জায়গা করে নেয় দুই তারকা ৷ তারপর অনেক বাধা পেড়িয়ে আজ তাঁরা বলিউডের অন্যতম সফল নায়কের জায়গায় পৌঁছেছেন ৷ স্বভাবতই সেই জার্নি উঠে আসবে আলোচনায় ৷ করণকে বলতে শোনা যায়, মাই নেম ইজ খান শুটিংয়ের সময়ে লস অ্যাঞ্জেলসে কেমন মজা করেছিলেন সিড-বরুণ ৷ এরপরেই বরুণ মজার ছলে করণকে বাবা ডেভিড ধাওয়ানের একটি ছবির চরিত্রের উদাহরণ টেনে আনেন ৷ যেখানে তিনি জানান, সেই চরিত্রের নাম ছিল শাদিরাম ঘর জোড়ে কিন্তু করণ ঘর তোড়ে ৷

উল্লেখ্য, বরুণ-সিদ্ধার্থ ছাড়াও 'কফি উইথ করণ' শোয়ে আসতে চলেছেন জাহ্নবী কাপুর, কাজল, রানি মুখোপাধ্যায়, অজয় দেবগণ, রোহিত শেট্টি, ভিকি কৌশল ৷

আরও পড়ুন:

1. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি

2. বিশ্বকাপ হারায় মন ভাঙার দাওয়াই খুঁজতে জিমে কঠোর পরিশ্রম ভিকির

3. বিশ্বকাপ ফাইনালে হার, কোহলিকে জড়িয়ে ধরে 'বিরাট' সান্ত্বনা অনুষ্কার

হায়দরাবাদ, 20 নভেম্বর: 11 বছর পিছনে ফিরতে চলেছেন পরিচালক করণ জোহর ৷ নিজেদের স্টুডেন্টদের সঙ্গে ফের একবার ক্লাস করতে বসছেন বলিউড মাস্টার ৷ আসলে এবার কফি কাউচে বসতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান ৷ 'কফি উইথ করণ' সিজন-8-এর নতুন প্রোমো দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷

2013 সালে প্রথমবার কফি উইথ করণ-এ প্রথমবার সিড-বরুণের সঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ভাটকে ৷ তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর ৷ নিজের হাতে তৈরি করা স্টুডেন্টদের এই বছর কফির শোয়ে হাজির করছেন করণ ৷

ইন্সটাগ্রামে করণ জোহর ভিডিয়ো প্রোমো শেয়ার করেছেন ৷ আপকামিং শো নিয়ে তিনি লিখেছেন, "দ্য বয়েস আর ব্যাক ৷ পাগলাপনা, ভালোবাসার ঝড় দেখার জন্য অপেক্ষা করুন ৷" প্রোমোতে সিদ্ধার্থ-বরুণের আড্ডা দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে 2011 সালে যখন বলিউড ইন্ডাষ্ট্রিতে পা রাখেন এই দুই তারকা ৷

করণ জোহরের পরিচালনায় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে দর্শকমনে জায়গা করে নেয় দুই তারকা ৷ তারপর অনেক বাধা পেড়িয়ে আজ তাঁরা বলিউডের অন্যতম সফল নায়কের জায়গায় পৌঁছেছেন ৷ স্বভাবতই সেই জার্নি উঠে আসবে আলোচনায় ৷ করণকে বলতে শোনা যায়, মাই নেম ইজ খান শুটিংয়ের সময়ে লস অ্যাঞ্জেলসে কেমন মজা করেছিলেন সিড-বরুণ ৷ এরপরেই বরুণ মজার ছলে করণকে বাবা ডেভিড ধাওয়ানের একটি ছবির চরিত্রের উদাহরণ টেনে আনেন ৷ যেখানে তিনি জানান, সেই চরিত্রের নাম ছিল শাদিরাম ঘর জোড়ে কিন্তু করণ ঘর তোড়ে ৷

উল্লেখ্য, বরুণ-সিদ্ধার্থ ছাড়াও 'কফি উইথ করণ' শোয়ে আসতে চলেছেন জাহ্নবী কাপুর, কাজল, রানি মুখোপাধ্যায়, অজয় দেবগণ, রোহিত শেট্টি, ভিকি কৌশল ৷

আরও পড়ুন:

1. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি

2. বিশ্বকাপ হারায় মন ভাঙার দাওয়াই খুঁজতে জিমে কঠোর পরিশ্রম ভিকির

3. বিশ্বকাপ ফাইনালে হার, কোহলিকে জড়িয়ে ধরে 'বিরাট' সান্ত্বনা অনুষ্কার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.