ETV Bharat / entertainment

Usha Uthup on Dev: গান নয়, দেবের ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন 'পপ কুইন' ঊষা উত্থুপ - গান প্রকাশে দেবকে নিয়ে মনের কথা শেয়ার ঊষার

30 সেপ্টেম্বর বড় পর্দায় আসছে দেব প্রযোজিত পথিকৃত বসু পরিচালিত বাংলা ছবি 'কাছের মানুষ' (Kacher Manush)। আগেই হাজির হয়েছে এই ছবির ট্রেলার। এবার হাজির হল ছবির প্রথম গান। সুরকার ঊষা উত্থুপ (Usha Uthup) ৷ 'কাছের মানুষ'- এর গান প্রকাশে এসে দেবকে নিয়ে কী মনের কথা শেয়ার করলেন? জানালেন ইটিভি ভারতকে (Usha Uthup on Kacher Manush Movie) ৷

Usha Uthup on Dev
দেবের ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন পপ কুইন ঊষা উত্থুপ
author img

By

Published : Sep 2, 2022, 10:09 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: আসছে 'কাছের মানুষ' (Kacher Manush) ৷ আর 'কাছের মানুষ'-এর ট্রেলার লঞ্চও (Kacher Manush Trailer Launch) হয়ে গিয়েছে গত 26 অগস্ট ৷ আর সেই অনুষ্ঠানে জমিয়ে কোমর দুলিয়েছিলেন বুম্বাদা, দেব, ঈশা ও সুস্মিতা ৷ আর শুক্রবার মুক্তি পেল ছবির প্রথম গান ৷ 'চুম্বক মন' শীর্ষক গানটি গেয়েছেন 'পপ কুইন' ঊষা উত্থুপ।

গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব (Dev), সংগীত শিল্পী ঊষা উত্থুপ (Kacher Manush), ঈশা সাহাও (Isha Saha) ৷ ছিলেন ইটিভি ভারতের প্রতিনিধিও ৷ এদিন পপ কুইন ইটিভি ভারতকে জানান দেবকে নিয়ে মনের কথা ৷ গান নয়, তিনি অভিনয় করতে চেয়েছিলেন দেবের ছবিতে। অন্যদিকে, ছবির অভিনেতা দেব উত্তরে কী বললেন ? দেব, পপ কুইনের কথা রেখে জানান, তাঁকে নিজের প্রযোজনা সংস্থার কোনও ছবিতে নিশ্চয়ই অভিনয় করাবেন।

Usha Uthup on Dev
গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, সংগীত শিল্পী ঊষা উত্থুপ, ঈশা সাহাও

তিনি আরও জানান, আমি কথা দিয়েছি দিদিকে দিয়ে অভিনয় করাব। কথা দিয়েছি মানেই এমন একজন মানুষকে আমি যে কোনও চরিত্রে জোর করে ব্যবহার করতে চাই না। যে চরিত্র ওনার জন্য ফিট হবে আমি সেরকম চরিত্রের খোঁজ পেলেই দিদিকে বলব। তার আগে নয়। দেবের প্রশংসায় এদিন পঞ্চমুখ পপ কুইনও। ফের তিনি বলেন, "দেব ইজ আ লাভলি বয়। আমি একবার এক পুজোর অনুষ্ঠানে গিয়ে ওর ছেঁড়া জিন্স সেলাই করে দিয়েছিলাম। আমি ওর প্রযোজিত ছবিতে অভিনয় করতে চাই। তা সে পরিচারিকার চরিত্র হোক বা ওর পিসি, মাসি কিংবা মায়ের চরিত্র।" দেবও রাজি হন। কথা দেন তাঁর জন্য পারফেক্ট কোনও চরিত্র পেলে তিনি নিশ্চয়ই কাস্ট করবেন ঊষা দিদিকে দিয়ে।

আরও পড়ুন: ঢাকের তালে ধুনুচি নাচ অভিনেতাদের, কাছের মানুষের ট্রেলার লঞ্চে আগাম শারদীয়া

কলকাতা, 2 সেপ্টেম্বর: আসছে 'কাছের মানুষ' (Kacher Manush) ৷ আর 'কাছের মানুষ'-এর ট্রেলার লঞ্চও (Kacher Manush Trailer Launch) হয়ে গিয়েছে গত 26 অগস্ট ৷ আর সেই অনুষ্ঠানে জমিয়ে কোমর দুলিয়েছিলেন বুম্বাদা, দেব, ঈশা ও সুস্মিতা ৷ আর শুক্রবার মুক্তি পেল ছবির প্রথম গান ৷ 'চুম্বক মন' শীর্ষক গানটি গেয়েছেন 'পপ কুইন' ঊষা উত্থুপ।

গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব (Dev), সংগীত শিল্পী ঊষা উত্থুপ (Kacher Manush), ঈশা সাহাও (Isha Saha) ৷ ছিলেন ইটিভি ভারতের প্রতিনিধিও ৷ এদিন পপ কুইন ইটিভি ভারতকে জানান দেবকে নিয়ে মনের কথা ৷ গান নয়, তিনি অভিনয় করতে চেয়েছিলেন দেবের ছবিতে। অন্যদিকে, ছবির অভিনেতা দেব উত্তরে কী বললেন ? দেব, পপ কুইনের কথা রেখে জানান, তাঁকে নিজের প্রযোজনা সংস্থার কোনও ছবিতে নিশ্চয়ই অভিনয় করাবেন।

Usha Uthup on Dev
গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, সংগীত শিল্পী ঊষা উত্থুপ, ঈশা সাহাও

তিনি আরও জানান, আমি কথা দিয়েছি দিদিকে দিয়ে অভিনয় করাব। কথা দিয়েছি মানেই এমন একজন মানুষকে আমি যে কোনও চরিত্রে জোর করে ব্যবহার করতে চাই না। যে চরিত্র ওনার জন্য ফিট হবে আমি সেরকম চরিত্রের খোঁজ পেলেই দিদিকে বলব। তার আগে নয়। দেবের প্রশংসায় এদিন পঞ্চমুখ পপ কুইনও। ফের তিনি বলেন, "দেব ইজ আ লাভলি বয়। আমি একবার এক পুজোর অনুষ্ঠানে গিয়ে ওর ছেঁড়া জিন্স সেলাই করে দিয়েছিলাম। আমি ওর প্রযোজিত ছবিতে অভিনয় করতে চাই। তা সে পরিচারিকার চরিত্র হোক বা ওর পিসি, মাসি কিংবা মায়ের চরিত্র।" দেবও রাজি হন। কথা দেন তাঁর জন্য পারফেক্ট কোনও চরিত্র পেলে তিনি নিশ্চয়ই কাস্ট করবেন ঊষা দিদিকে দিয়ে।

আরও পড়ুন: ঢাকের তালে ধুনুচি নাচ অভিনেতাদের, কাছের মানুষের ট্রেলার লঞ্চে আগাম শারদীয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.