ETV Bharat / entertainment

Urvashi mom Post on Pant: 'চিন্তা করোনা বেটা', ঋষভকে নিয়ে পোস্ট করে ট্রলের জেরে তা মুছে ফেললেন ঊর্বশীর মা - ঋষভকে নিয়ে পোস্ট করে ছবি মুছলেন ঊর্বশীর মা

ঋষভকে নিয়ে পোস্ট করে ট্রলের শিকার হন ঊর্বশীর মা মীরা রাউতেলা ৷ তিনি পোস্ট করেছিলেন কোকিলাবেন হাসপাতালের একটি ছবি ৷ সেখানে পন্ত ৷ বিতর্কের জেরে সেই পোস্ট মুছে ফেললেন ঊর্বশীর মা(Urvashi mom Post on Pant ) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 10, 2023, 12:21 PM IST

মুম্বই, 10 জানুয়ারি: আকস্মিক গাড়ি দুর্ঘটনার জেরে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত বর্তমানে ভর্তি রয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ৷ সম্প্রতি হাঁটুতে একটি অপারেশনও করাতে হয়েছে তাঁর ৷ এর আগেই এই নিয়ে বেশকিছু রহস্য়ময় পোস্ট করেছেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা ৷ আদতে তাঁদের সম্পর্ক ঠিক কী রকম তা সোশাল মিডিয়ায় এখন আর অপরিচিত নয় ৷ এমনকী ঊর্বশীর মাও এর আগে পন্থের আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন ৷ সোমবারও এমন একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি (Urvashis mom deletes the post after sharing the photo of hospital where Rishabh is admitted)৷

Urvashi mom Post on Pant
ঋষভকে নিয়ে পোস্ট করে ভীষণভাবে ট্রলের শিকার হন ঊর্বশীর মা মীরা রাউতেলা

ইনস্টাগ্রাম পোস্টে কোকিলাবেন হাসপাতালের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, 'সবকিছু ঠিক হয়ে যাবে ৷ চিন্তা কোরো না বেটা ৷' এই পোস্টটি সামনে আসার পর থেকেই নেটিজেনরা পুরো বিষয়টি নিয়ে ট্রোলিং শুরু করেন ৷ একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন,'হোয়াটসঅ্যাপ কল করেও তো এই কথাটা বলা যায় ৷' এর উত্তর দিয়েছিলেন ঊর্বশীর মা মীরা ৷'

আরও পড়ুন: মুক্তি পেল 'পাঠান' ছবির ট্রেলার, উৎসাহিত কিং খানের ভক্তরা

এই ধরনের ট্রলিং শুরু হওয়ার পরেই ইনস্টা পোস্টটি মুছে দেন মীরা (Urvashi mom Post on Pant)৷ তবে এর আগেও তিনি ঋষভের জন্য আরোগ্য কামনা করেছিলেন(Urvashi mom deletes the post on Pant) ৷ ঊর্বশীর সঙ্গে ঋষভের সম্পর্কের রসায়ন সকলেরই জানা ৷ এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ঊর্বশী রাউতেলার সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল 2018 সালে ৷ এরপর বেশ কয়েকবার প্রকাশ্যে দু'জনকে দেখতেও পাওয়া যায় ৷ আর তারপর গুঞ্জন শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে ৷ যদিও এই সমস্ত চর্চায় জল ঢেলে দিয়েছিলেন ঋষভ নিজেই ৷ 2019 সালে পন্ত তাঁর বান্ধবী ঈশা নেগির সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন ৷

মুম্বই, 10 জানুয়ারি: আকস্মিক গাড়ি দুর্ঘটনার জেরে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত বর্তমানে ভর্তি রয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ৷ সম্প্রতি হাঁটুতে একটি অপারেশনও করাতে হয়েছে তাঁর ৷ এর আগেই এই নিয়ে বেশকিছু রহস্য়ময় পোস্ট করেছেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা ৷ আদতে তাঁদের সম্পর্ক ঠিক কী রকম তা সোশাল মিডিয়ায় এখন আর অপরিচিত নয় ৷ এমনকী ঊর্বশীর মাও এর আগে পন্থের আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন ৷ সোমবারও এমন একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি (Urvashis mom deletes the post after sharing the photo of hospital where Rishabh is admitted)৷

Urvashi mom Post on Pant
ঋষভকে নিয়ে পোস্ট করে ভীষণভাবে ট্রলের শিকার হন ঊর্বশীর মা মীরা রাউতেলা

ইনস্টাগ্রাম পোস্টে কোকিলাবেন হাসপাতালের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, 'সবকিছু ঠিক হয়ে যাবে ৷ চিন্তা কোরো না বেটা ৷' এই পোস্টটি সামনে আসার পর থেকেই নেটিজেনরা পুরো বিষয়টি নিয়ে ট্রোলিং শুরু করেন ৷ একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন,'হোয়াটসঅ্যাপ কল করেও তো এই কথাটা বলা যায় ৷' এর উত্তর দিয়েছিলেন ঊর্বশীর মা মীরা ৷'

আরও পড়ুন: মুক্তি পেল 'পাঠান' ছবির ট্রেলার, উৎসাহিত কিং খানের ভক্তরা

এই ধরনের ট্রলিং শুরু হওয়ার পরেই ইনস্টা পোস্টটি মুছে দেন মীরা (Urvashi mom Post on Pant)৷ তবে এর আগেও তিনি ঋষভের জন্য আরোগ্য কামনা করেছিলেন(Urvashi mom deletes the post on Pant) ৷ ঊর্বশীর সঙ্গে ঋষভের সম্পর্কের রসায়ন সকলেরই জানা ৷ এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ঊর্বশী রাউতেলার সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল 2018 সালে ৷ এরপর বেশ কয়েকবার প্রকাশ্যে দু'জনকে দেখতেও পাওয়া যায় ৷ আর তারপর গুঞ্জন শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে ৷ যদিও এই সমস্ত চর্চায় জল ঢেলে দিয়েছিলেন ঋষভ নিজেই ৷ 2019 সালে পন্ত তাঁর বান্ধবী ঈশা নেগির সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.