হায়দরাবাদ, 4 মে: নতুন নতুন বিতর্কের জেরে প্রায়শই চর্চায় উঠে আসেন ঊর্বশী রাউতেলা ৷ ঋষভ পন্থকে কেন্দ্র করে তো বটেই, সম্প্রতি পাক ক্রিকেটার নাসিমকে কেন্দ্র করেও তিনি উঠে এসেছেন চর্চার তুঙ্গে ৷ অবশেষে এবার অনুরাগীদের সত্যিই একটি খুশির খবর দিলেন ঊর্বশী ৷ তাঁর নতুন কাজের খবর এদিন সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী ৷
বৃহস্পতিবার অভিনেত্রী শেয়ার করেছেন তাঁর নতুন ছবির প্রথম লুক ৷ ছবিতে তাঁর যে অবতার ধরা পড়েছে তা দেখে মনে হয়েছে ঊর্বশীকে হয়তো দেখা যাবে কোনও শিক্ষিকার চরিত্রে ৷ কারণ ছবিতে তাঁর চুল বাঁধা হয়েছে একেবারে আটপৌড়ে স্টাইলে ৷ এমনকী তাঁর শাড়ি পড়ার ধরনটিও একেবারে ঘরোয়া ৷ তাঁর বাম হাতে ধরা রয়েছে একটি খাতা আর অন্য় হাতে রয়েছে একটি পেন ৷ ঊর্বশীর এই নতুন লুক দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরাও ৷ কেউ কেউ আবার ট্রলিংও করছেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
যদিও এই আসন্ন এই ছবির নাম বা পরিচালকের নাম কিছুই ঘোষণা করেননি এই বিতর্কিত অভিনেত্রী ৷ জানা যায়নি কার বিপরীতে তাঁকে পর্দায় দেখা যাবে এই ছবিতে ৷ শুধুমাত্র ছবির ক্য়াপশনে তিনি লিখেছেন, "আমি আমার পরবর্তী ছবি নিয়ে কাজ করছি ৷" ঊর্বশী সাধারণত যে কোনও পোস্টেই একটু রহস্য় বজায় রাখতে ভালোবাসেন ৷ ঠিক যেমন কয়েকদিন আগেই একটি ছবি পোস্ট করে তিনি লিখছেন, "তু হাঁ কর ইয়া না কর তু হ্যায়..." কিন্তু এই বিখ্য়াত গানের লাইনটি কারও উদ্দেশ্য়ে লেখা না কি এমনিই তিনি এই লাইনটি ব্যবহার করেছেন ক্যাপশনে তা নিয়ে কোনওকিছুই জানাননি তিনি ৷
ঊর্বশীর অভিনয় নিয়ে কথা বলতে গেলে, তিনি ছবিতে অভিষেক করেন 'সিং সাব দি গ্রেট' ছবির হাত ধরে ৷ এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সানি দেওল ৷ এরপর তাঁকে বিভিন্ন মিউজিক ভিডিয়োতেও কাজ করতে দেখা গিয়েছে ৷ তাঁকে শেষবার দেখা গিয়েছে 'এজেন্ট'-এর 'ওয়াইল্ড শালা' গানে ৷
আরও পড়ুূন: কেরালা স্টোরি নিয়ে বিতর্কের মাঝে ভিডিয়ো পোস্টে কী বার্তা দিলেন রহমান ?