ETV Bharat / entertainment

Abhishek Chatterjee Demise : বারবার উঠেছে অভিযোগের আঙুল, তবু এক্কেবারে চুপ পর্দার রোম্যান্টিক দাদা-দিদি - Rituparna Sengupta on Abhishek Chatterjee

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডাস্ট্রির দুই বিশেষ দাদা দিদির অবস্থান নিয়ে (Abhishek Chatterjee Demise) ৷ কিন্তু বারবার অভিযোগের আঙুল উঠলেও মুখে টুঁ শব্দ নেই রোম্যান্টিক জুটির ৷

Controversy After Abhishek Demise
অভিষেকের মৃত্যুর পর বারবার উঠছে অভিযোগের আঙুল, তবু এক্কেবারে চুপ পর্দার রোম্যান্টিক দাদা-দিদি
author img

By

Published : Apr 7, 2022, 10:58 AM IST

কলকাতা, 7 এপ্রিল: অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে তাঁকে ঘিরে নানা আলাপ আলোচনায় মুখর সোশ্যাল মিডিয়া । অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হলেও তাঁকে ঘিরে নানাবিধ গুজব, পালটা বক্তব্যের ঝড় থামছে না । কেউ লিখছেন তাঁর পরিবারকে অর্থসাহায্য দিয়েছেন ইন্ডাস্ট্রির দাদা দিদিরা । কেউ বা বলছেন ইন্ডাস্ট্রির একসময়ের রোম্যান্টিক এবং অ্যাকশন হিরো নাকি লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে সংসার চালাতেন ।

এই সব মন্তব্য চোখে পড়তেই তা নস্যাৎ করে পালটা জবাবে সোশ্যালে মুখ খোলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় । তিনি স্পষ্ট জানান, "যাঁরা সৌজন্যমূলক শোকবার্তা দিতে আসেননি তাঁদের কাছ থেকে আমি টাকা নেব? অভিষেক তাঁর পরিবারের জন্য যথেষ্ট টাকাপয়সা রেখে গিয়েছেন এবং আমিও প্রতিষ্ঠিত । সুতরাং সাহায্যের দরকার নেই আমাদের ।"

Controversy After Abhishek Demise
বিতর্ক নিয়ে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত কিছু বলতে চান না বলে জানান তাঁর আপ্ত সহায়ক

অভিষেক চট্টোপাধ্যায় নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন ইন্ডাস্ট্রির দুই দাদা-দিদির জন্য তাঁর কাজ কমে গিয়েছিল । এই নিয়েও কম লেখালিখি হয়নি । তাঁদের বিরুদ্ধে নানা সময়ে সরব হয়েছেন আরও অনেকেই । কিন্তু বিষয় হল, এই ব্যাপারে দাদা-দিদি নামাঙ্কিত দুই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী এক্কেবারে চুপ । মুখ খুলছেন না কেউই । এই সব খবর কি তাঁদের কাছে পৌঁছচ্ছে না? উত্তর তাঁদের কাছেই আছে । এই ব্যাপারে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত কিছু বলতে চান না বলে জানান তাঁর আপ্ত সহায়ক । একইভাবে কোথাও মুখ খুলতে দেখা যায়নি ইন্ডাস্ট্রির বুম্বাদাকেও । দুজনেই সহকর্মীর আকষ্মিক মৃত্যুতে ব্যথিত । ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়, "অভিমান না মিটিয়েই চলে গেল।..."(Rituparna Sengupta on Abhishek Chatterjee)

Controversy After Abhishek Demise
মুখ খুলতে দেখা যায়নি ইন্ডাস্ট্রির বুম্বাদাকেও

আরও পড়ুন : এক কোটির অডির মালিক হলেন 'বিগ বস' চ্যাম্পিয়ন তেজস্বী

পরিসংখ্যান বলে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিতে বাংলা ছবি হয়েছে ৪৯ টি । ওদিকে প্রসেনজিৎ এবং রচনা বন্দ্যোপাধ্যায় জুটিতে রয়েছে ৪০ টি ছবি । প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিতে মূলত বাংলা ছবি এসেছে ১৯৯৬ থেকে ২০০২ সাল অবধি । এরপর ১৩-১৪ বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা । এরপর ২০১৬ তে দুজনে ফের জুটি বাঁধেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'প্রাক্তন'-এ । ফের দুজনের জুটি বাঁধার খবরও জানা গিয়েছে ।

কলকাতা, 7 এপ্রিল: অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে তাঁকে ঘিরে নানা আলাপ আলোচনায় মুখর সোশ্যাল মিডিয়া । অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হলেও তাঁকে ঘিরে নানাবিধ গুজব, পালটা বক্তব্যের ঝড় থামছে না । কেউ লিখছেন তাঁর পরিবারকে অর্থসাহায্য দিয়েছেন ইন্ডাস্ট্রির দাদা দিদিরা । কেউ বা বলছেন ইন্ডাস্ট্রির একসময়ের রোম্যান্টিক এবং অ্যাকশন হিরো নাকি লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে সংসার চালাতেন ।

এই সব মন্তব্য চোখে পড়তেই তা নস্যাৎ করে পালটা জবাবে সোশ্যালে মুখ খোলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় । তিনি স্পষ্ট জানান, "যাঁরা সৌজন্যমূলক শোকবার্তা দিতে আসেননি তাঁদের কাছ থেকে আমি টাকা নেব? অভিষেক তাঁর পরিবারের জন্য যথেষ্ট টাকাপয়সা রেখে গিয়েছেন এবং আমিও প্রতিষ্ঠিত । সুতরাং সাহায্যের দরকার নেই আমাদের ।"

Controversy After Abhishek Demise
বিতর্ক নিয়ে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত কিছু বলতে চান না বলে জানান তাঁর আপ্ত সহায়ক

অভিষেক চট্টোপাধ্যায় নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন ইন্ডাস্ট্রির দুই দাদা-দিদির জন্য তাঁর কাজ কমে গিয়েছিল । এই নিয়েও কম লেখালিখি হয়নি । তাঁদের বিরুদ্ধে নানা সময়ে সরব হয়েছেন আরও অনেকেই । কিন্তু বিষয় হল, এই ব্যাপারে দাদা-দিদি নামাঙ্কিত দুই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী এক্কেবারে চুপ । মুখ খুলছেন না কেউই । এই সব খবর কি তাঁদের কাছে পৌঁছচ্ছে না? উত্তর তাঁদের কাছেই আছে । এই ব্যাপারে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত কিছু বলতে চান না বলে জানান তাঁর আপ্ত সহায়ক । একইভাবে কোথাও মুখ খুলতে দেখা যায়নি ইন্ডাস্ট্রির বুম্বাদাকেও । দুজনেই সহকর্মীর আকষ্মিক মৃত্যুতে ব্যথিত । ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়, "অভিমান না মিটিয়েই চলে গেল।..."(Rituparna Sengupta on Abhishek Chatterjee)

Controversy After Abhishek Demise
মুখ খুলতে দেখা যায়নি ইন্ডাস্ট্রির বুম্বাদাকেও

আরও পড়ুন : এক কোটির অডির মালিক হলেন 'বিগ বস' চ্যাম্পিয়ন তেজস্বী

পরিসংখ্যান বলে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিতে বাংলা ছবি হয়েছে ৪৯ টি । ওদিকে প্রসেনজিৎ এবং রচনা বন্দ্যোপাধ্যায় জুটিতে রয়েছে ৪০ টি ছবি । প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিতে মূলত বাংলা ছবি এসেছে ১৯৯৬ থেকে ২০০২ সাল অবধি । এরপর ১৩-১৪ বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা । এরপর ২০১৬ তে দুজনে ফের জুটি বাঁধেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'প্রাক্তন'-এ । ফের দুজনের জুটি বাঁধার খবরও জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.