কলকাতা, 7 এপ্রিল: অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে তাঁকে ঘিরে নানা আলাপ আলোচনায় মুখর সোশ্যাল মিডিয়া । অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হলেও তাঁকে ঘিরে নানাবিধ গুজব, পালটা বক্তব্যের ঝড় থামছে না । কেউ লিখছেন তাঁর পরিবারকে অর্থসাহায্য দিয়েছেন ইন্ডাস্ট্রির দাদা দিদিরা । কেউ বা বলছেন ইন্ডাস্ট্রির একসময়ের রোম্যান্টিক এবং অ্যাকশন হিরো নাকি লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে সংসার চালাতেন ।
এই সব মন্তব্য চোখে পড়তেই তা নস্যাৎ করে পালটা জবাবে সোশ্যালে মুখ খোলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় । তিনি স্পষ্ট জানান, "যাঁরা সৌজন্যমূলক শোকবার্তা দিতে আসেননি তাঁদের কাছ থেকে আমি টাকা নেব? অভিষেক তাঁর পরিবারের জন্য যথেষ্ট টাকাপয়সা রেখে গিয়েছেন এবং আমিও প্রতিষ্ঠিত । সুতরাং সাহায্যের দরকার নেই আমাদের ।"
অভিষেক চট্টোপাধ্যায় নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন ইন্ডাস্ট্রির দুই দাদা-দিদির জন্য তাঁর কাজ কমে গিয়েছিল । এই নিয়েও কম লেখালিখি হয়নি । তাঁদের বিরুদ্ধে নানা সময়ে সরব হয়েছেন আরও অনেকেই । কিন্তু বিষয় হল, এই ব্যাপারে দাদা-দিদি নামাঙ্কিত দুই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী এক্কেবারে চুপ । মুখ খুলছেন না কেউই । এই সব খবর কি তাঁদের কাছে পৌঁছচ্ছে না? উত্তর তাঁদের কাছেই আছে । এই ব্যাপারে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত কিছু বলতে চান না বলে জানান তাঁর আপ্ত সহায়ক । একইভাবে কোথাও মুখ খুলতে দেখা যায়নি ইন্ডাস্ট্রির বুম্বাদাকেও । দুজনেই সহকর্মীর আকষ্মিক মৃত্যুতে ব্যথিত । ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়, "অভিমান না মিটিয়েই চলে গেল।..."(Rituparna Sengupta on Abhishek Chatterjee)
আরও পড়ুন : এক কোটির অডির মালিক হলেন 'বিগ বস' চ্যাম্পিয়ন তেজস্বী
পরিসংখ্যান বলে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিতে বাংলা ছবি হয়েছে ৪৯ টি । ওদিকে প্রসেনজিৎ এবং রচনা বন্দ্যোপাধ্যায় জুটিতে রয়েছে ৪০ টি ছবি । প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিতে মূলত বাংলা ছবি এসেছে ১৯৯৬ থেকে ২০০২ সাল অবধি । এরপর ১৩-১৪ বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা । এরপর ২০১৬ তে দুজনে ফের জুটি বাঁধেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'প্রাক্তন'-এ । ফের দুজনের জুটি বাঁধার খবরও জানা গিয়েছে ।