কলকাতা, 25 জানুয়ারি: মুক্তি পেল শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' (Pathaan Released)৷ এই ছবির হাত ধরে চার বছর পর বড় পর্দায় ফিরলেন বলিউডের 'বাদশা' তথা 'কিং খান'। স্বাভাবিকভাবেই ছবি ঘিরে ভক্তদের উল্লাস আকাশছোঁয়া । সাধারণ মানুষের পাশাপাশি একই রকমের উন্মাদনা রয়েছে তারকাদের মধ্যেও । কেউ প্রথম দিনেই দেখে ফেলেছেন পছন্দের অভিনেতার ছবি 'পাঠান'। কেউ আবার দেখবেন কাল বা পরশু কিংবা দিন সাতেকের মধ্যে (Tolly Reacts to Pathaan)।
পাঠান নিয়ে কথা হচ্ছিল অভিনেতা রাজদীপ গুপ্ত, ঊষসী রায়, স্বস্তিকা দত্ত এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছবিটির প্রশংসায় পঞ্চমুখ অনেক অভিনেতাই ৷ এসআরকে আসলে 'স্টার অফ দ্য স্টারস'। তাই তাঁকে নিয়ে উন্মাদনা থাকবে তা বলাই বাহুল্য ৷ অনেকে এমন কথাও লিখেছেন যে 'পাঠান' নাকি তাঁদের দেখা শাহরুখের সেরা ছবি । অভিনেত্রী স্বস্তিকা দত্তর কথায়, "এখনও দেখে উঠতে পারিনি ৷ তবে দেখে নেব খুব তাড়াতাড়ি । অবশ্য, আমি জন আব্রাহামের জন্য আরও বেশি করে দেখব এই ছবি ।" তবে পাঠানের পাশাপাশি দর্শকদের বাংলা ছবি দেখারও আহ্বান জানিয়েছেন তিনি ৷ স্বস্তিকার কথায়, "শুধু পাঠান নয়, দেখতে হবে আমাদের বাংলা ছবিও ।"
আরও পড়ুন: 'পাঠান' জ্বরে তেতে উঠেছে কলকাতা থেকে পেরু
অভিনেত্রী ঊষসী রায় বলেন, "আমি খুব বড় ফ্যান (শাহরুখের)। আজ এখানে দাঁড়িয়েই আছি ওঁর ফ্যান বলে ।" অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের কথায়, "যখন অভিনয় করতে এলাম তখন সবাই বলতে শুরু করল, ও কি শাহরুখ খান হতে চায় ? অর্থাৎ এই নামটা শুধু একজন অভিনেতার নয় । একটা তুলনার নাম । এতদিন পর ওঁর ছবি আসছে বড় পর্দায় ৷ দেখতে তো হবেই ।" অভিনেতা রাজদীপ গুপ্ত বললেন, "জানি না আগামী চার পাঁচদিনে টিকিট জোগাড় করতে পারব কি না । পারলে দেখে নেব । যেদিন সুযোগ পাব সেদিনই দেখব পাঠান ।"
প্রসঙ্গত, প্রথম দিনেই প্রায় 50 কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খুলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের 'পাঠান' ৷ আগামী সাতদিনে ব্যবসা কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর থাকবে সিনেপ্রেমীদের ।