ETV Bharat / entertainment

Ranbir-Shraddha New Film: কী নাম রণবীর-শ্রদ্ধার নতুন ছবির? জানালেন লভ রঞ্জন - Ranbir Shraddha film is Coming Soon

অবশেষে সামনে এল পরিচালক লভ রঞ্জনের নতুন ছবির নাম ৷ রণবীর-শ্রদ্ধা জুটির এই নতুন ছবি নিয়ে ইতিমধ্য়েই আগ্রহ তু্ঙ্গে উঠেছিল ৷ জানানো হয়েছে ছবির নাম হতে চলেছে 'তু ঝুঠি ম্যায় মক্কার' (Ranbir-Shraddha New Film)৷

Ranbir Shraddha film is Coming Soon
কী নাম রণবীর-শ্রদ্ধার নতুন ছবির? জানালেন লভ রঞ্জন
author img

By

Published : Dec 14, 2022, 3:28 PM IST

মুম্বই, 14 ডিসেম্বর: সামনে এল পরিচালক লভ রঞ্জনের নতুন ছবির নাম ৷ রণবীর-শ্রদ্ধা জুটির এই নতুন ছবি নিয়ে ইতিমধ্য়েই আগ্রহ তুঙ্গে ৷ গতকালই নির্মাতারা ছবির নামের আদ্যাক্ষরগুলি সোশাল মিডিয়ায় পোস্ট করেন এবং জানান আজই ছবির নাম সামনে আনতে চলেছেন তাঁরা ৷ বুধবার নির্মাতা পোস্ট করলেন একটি অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ পোস্টের ক্য়াপশনে তাঁরা লেখেন, "এবং শিরোনামটি হল....দেখুন এখানে...৷" রণবীর ফ্য়ানেদের মাঝে এখন রীতিমতো ভাইরাল (Title of Ranbir Shraddha film revealed) ৷

ভিডিয়োতে জানানো হয়েছে ছবির নাম হতে চলেছে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ৷ 42 সেকেন্ডের এই ভিডিয়োতে একটি অদ্ভুত জগতের আভাস দেন নির্মাতারা ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন সুরকার প্রীতম বন্দ্যোপাধ্যায় ৷ গানের লিরিকের দায়িত্বে রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। তাঁর একটি গানের মধ্য়ে দিয়েই সামনে এসেছে ছবির নাম (Luv Ranjan Film with Ranbir Shraddha) ৷

আগামী বছরের 8 মার্চ হোলিতে ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে (Ranbir Shraddha film is Coming Soon)। ছবি প্রযোজনা করেছে লভ ফিল্মস এবং অঙ্কুর গর্গ ৷ আর উপস্থাপনা করেছেন গুলশান কুমার এবং টি-সিরিজের ভূষণ কুমার। 'পেয়ার কা পঞ্চনামা' এবং 'সোনু কে টিট্টু কি সুইটি'-র মতো ছবির পরিচালনার জন্য়ই পরিচিত লভ রঞ্জন ৷ এই ছবিটিও যে রোম্যান্টিক হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ থাকবে সুন্দর কমেডির বহরও ৷

আরও পড়ুন: আরএসএস নিয়ে বিতর্কিত মন্তব্য, জাভেদ আখতারের বিরুদ্ধে সমন জারি

রণবীরের হাতে এখনও বেশ কয়েকটি ছবি রয়েছে ৷ এই বছর তাঁর 'শামশেরা' সাফল্য না-পেলেও দর্শকদের মন জয় করে নিতে পেরেছিল 'ব্রহ্মাস্ত্র' ৷ আগামীতে লভ রঞ্জনের এই ছবি ছাড়াও 'অ্যানিম্যাল' ছবিতে রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বাঁধবেন তিনি ৷

মুম্বই, 14 ডিসেম্বর: সামনে এল পরিচালক লভ রঞ্জনের নতুন ছবির নাম ৷ রণবীর-শ্রদ্ধা জুটির এই নতুন ছবি নিয়ে ইতিমধ্য়েই আগ্রহ তুঙ্গে ৷ গতকালই নির্মাতারা ছবির নামের আদ্যাক্ষরগুলি সোশাল মিডিয়ায় পোস্ট করেন এবং জানান আজই ছবির নাম সামনে আনতে চলেছেন তাঁরা ৷ বুধবার নির্মাতা পোস্ট করলেন একটি অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ পোস্টের ক্য়াপশনে তাঁরা লেখেন, "এবং শিরোনামটি হল....দেখুন এখানে...৷" রণবীর ফ্য়ানেদের মাঝে এখন রীতিমতো ভাইরাল (Title of Ranbir Shraddha film revealed) ৷

ভিডিয়োতে জানানো হয়েছে ছবির নাম হতে চলেছে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ৷ 42 সেকেন্ডের এই ভিডিয়োতে একটি অদ্ভুত জগতের আভাস দেন নির্মাতারা ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন সুরকার প্রীতম বন্দ্যোপাধ্যায় ৷ গানের লিরিকের দায়িত্বে রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। তাঁর একটি গানের মধ্য়ে দিয়েই সামনে এসেছে ছবির নাম (Luv Ranjan Film with Ranbir Shraddha) ৷

আগামী বছরের 8 মার্চ হোলিতে ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে (Ranbir Shraddha film is Coming Soon)। ছবি প্রযোজনা করেছে লভ ফিল্মস এবং অঙ্কুর গর্গ ৷ আর উপস্থাপনা করেছেন গুলশান কুমার এবং টি-সিরিজের ভূষণ কুমার। 'পেয়ার কা পঞ্চনামা' এবং 'সোনু কে টিট্টু কি সুইটি'-র মতো ছবির পরিচালনার জন্য়ই পরিচিত লভ রঞ্জন ৷ এই ছবিটিও যে রোম্যান্টিক হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ থাকবে সুন্দর কমেডির বহরও ৷

আরও পড়ুন: আরএসএস নিয়ে বিতর্কিত মন্তব্য, জাভেদ আখতারের বিরুদ্ধে সমন জারি

রণবীরের হাতে এখনও বেশ কয়েকটি ছবি রয়েছে ৷ এই বছর তাঁর 'শামশেরা' সাফল্য না-পেলেও দর্শকদের মন জয় করে নিতে পেরেছিল 'ব্রহ্মাস্ত্র' ৷ আগামীতে লভ রঞ্জনের এই ছবি ছাড়াও 'অ্যানিম্যাল' ছবিতে রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বাঁধবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.