হায়দরাবাদ, 19 অক্টোবর: মুক্তির অপেক্ষায় 'গণপথ' ৷ অ্যাকশনে ভরপুর এই ছবিতে কৃতি শ্যানন ও অমিতাভ বচ্চনের সঙ্গে সায়েন্স-ফিকশন ছবিতে দেখা যাবে টাইগারকে ৷ তবে বৃহস্পতিবার অভিনেতা দিলেন নতুন চমক ৷ রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সদস্য হতে চলেছেন তিনি অর্থাৎ, টাইগার শ্রফ ৷ প্রকাশ্যে চরিত্রের নয়া ঝলক ৷ নতুন পুলিশ চরিত্রকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক রোহিত ৷
এদিন পরিচালক নিজের সোশাল মিডিয়ায় টাইগারের ছবি শেয়ার করেছেন ৷ লিখেছেন, "স্পেশাল টাস্ক ফোর্স অফিসার এসিপি সত্য-ও আসছে ৷ সত্যের মতো অমর ৷ টাইগার তোমাকে স্বাগত আমাদের স্কোয়াডে ৷" অভিনেতা টাইগার শ্রফ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "এসিপি সত্য রিপোর্টিং অন ডিউটি সিংঘম স্যার ৷" টাইগারের লুক একবারে চমকে দেওয়ার মতো ৷ রণবীর সিং তথা সিম্বা মন্তব্য করেছেন, "লেটস গেট ইট ব্রু ৷ এটাই গর্জন করার সময় ৷" তিনিও ছবি শেয়ার করে লিখেছেন, "সে সত্য, সে অমর ৷ স্পেশাল টাস্ক ফোর্স অফিসার রিপোর্টিং ফর ডিউটি ৷ দ্য স্পেশাল ওয়ান ৷ টাইগার দ্য (ফেনম) শ্রফ ৷"
ছবিতে টাইগারের শরীরী ভাষা ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ পিছনে জ্বলছে আগুন, সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে টাইগার ৷ নতুন এই স্কোয়াডে স্বাগত জানিয়েছেন অভিনেতা অজয় দেবগণও ৷ তিনি লিখেছেন, "আমাদের এই স্কোয়াড আরও শক্তিশালী হচ্ছে ৷ তোমাকে টিমে স্বাগত এসিপি সত্য ৷"
রোহিত শেট্টি পরিচালিত কপ ইউনিভার্সের পরবর্তী ছবি হতে চলেছে 'সিংঘম এগেইন' ৷ এর আগে লেডি সিংঘম তথা দীপিকা পাড়ুকোনের ছবি শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে ৷ ছবির দেখে মনে করা হচ্ছে টাইগার শ্রফ 'সূর্যবংশী' সিনেমার গল্প আগামিদিনে পর্দায় এগিয়ে নিয়ে যাবেন ৷ অন্যদিকে, কিছুদিন আগেই রামোজি ফিল্ম সিটিতে ছবির শুটিং সেরে গিয়েছেন করিনা কাপুর খান, অজয় দেবগণ ও অক্ষয় কুমার ৷
আরও পড়ুন: মেট্রো বন্দি আলিয়া-রণবীর, কী চাইছেন 'জওয়ান' শাহরুখ