ETV Bharat / entertainment

The Night Manager Part II Trailer: বাঘের ঘরেই ঘোগের বাসা, মুক্তি পেল 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' সিরিজের ট্রেলার - The Night Manager Part II Trailer

মুক্তি পেল অনিল-আদিত্য-শাশ্বতর 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' সিরিজের ট্রেলার ৷ 30 জুন মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷

The Night Manager Part II Trailer
দ্য নাইট ম্যানেজার পার্ট 2 সিরিজের ট্রেলার মুক্তি
author img

By

Published : Jun 5, 2023, 3:47 PM IST

মুম্বই, 5 জুন: মুক্তি পেল 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' সিরিজের ট্রেলার ৷ কয়েক মাস আগেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল এই রোমাঞ্চকর সিরিজের প্রথম অধ্যায় ৷ ভক্তরা দিন গুনছিলেন এই গল্পের পরবর্তী অধ্যায়ের জন্য় ৷ এবার অপেক্ষার অবসান হতে চলেছে ৷ সোমবার সিরিজের যে ট্রেলার রিলিজ করেছেন নির্মাতারা তা দেখেই মনে হচ্ছে 'হাইলি সাসপিসিয়াস' হতে চলেছে এই নতুন অধ্যায় ৷

কারণ এবার শত্রুর ঘরে ঢুকে তার সঙ্গে কোলাকুলি করতে দেখা যাবে শানকে ৷ গল্পের যে ঝলক ট্রেলারে সামনে এসেছে তাতে দেখা যায় প্রাক্তন ইন্টিলিজেন্স অফিসার শান সেনগুপ্ত এবার নিজের পরিচয় দিয়েছে একজন নাইট ম্যানেজার হিসাবে ৷ তাকে বিশ্বাস করে নিজের দলের একজন সদস্য হিসাবে মেনে নিয়েছে শেলি ৷ অনিল কাপুর অর্থাৎ শেলি শুরুতে শানকে বিশ্বাস করছিল ঠিকই তবে পরে যখন তাদের সমস্ত পরিকল্পনা একের পর এক ফাঁস হতে শুরু করে তার সন্দেহ গিয়ে পড়ে শানের ওপর ৷ কী হবে আগামীতে জানতে হলে দেখতে হবে 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' ৷

ট্রেলারে একবারই দেখা গিয়েছে বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায়কে ৷ পরপর বেশকিছু বলিউডি কাজ করে ফেলা এই অভিনেতাকে এবার দেখা গিয়েছে বেশ অন্যরকম অবতারে ৷ তাঁর পরনে সাদা ব্লেজার ৷ মেজাজেও রয়েছে দৃঢ়তার পরিচয় ৷ 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' স্ট্রিমিং শুরু হতে চলেছে 30 জুন ৷

আরও পড়ুন: প্রয়াত বিগ বির 'অনস্ক্রিন মা' সুলোচনা লতকর, চলে গেলেন কোলালামও

সিরিজে অনিল কাপুর, অদিত্য রায় কাপুর এবং শাশ্বত চট্টোপাধ্যায় তো রয়েছেনই তাঁদের সঙ্গেই রয়েছেন তিলোত্তমা সোম, শোভিতা ধুলিপালা এবং রবি বেহলের মতো বেশকিছু চেনা মুখ ৷ এই সিরিজটির পরিচালনা করছেন সন্দীপ মোদি ৷ আদতে জন ক্যারির লেখা 'দ্য নাইট ম্যানেজার' উপন্যাস থেকেই প্রথম তৈরি হয় একটি হলিউড সিরিজ ৷ তারপর তারই হিন্দি রিমেক হিসাবে মুক্তি পেয়েছিল 'দ্য নাইট ম্যানেজার' -এর প্রথম অধ্য়ায় ৷ যা বিপুল জনপ্রিয়তা পায় অনুরাগী মহলে ৷

মুম্বই, 5 জুন: মুক্তি পেল 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' সিরিজের ট্রেলার ৷ কয়েক মাস আগেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল এই রোমাঞ্চকর সিরিজের প্রথম অধ্যায় ৷ ভক্তরা দিন গুনছিলেন এই গল্পের পরবর্তী অধ্যায়ের জন্য় ৷ এবার অপেক্ষার অবসান হতে চলেছে ৷ সোমবার সিরিজের যে ট্রেলার রিলিজ করেছেন নির্মাতারা তা দেখেই মনে হচ্ছে 'হাইলি সাসপিসিয়াস' হতে চলেছে এই নতুন অধ্যায় ৷

কারণ এবার শত্রুর ঘরে ঢুকে তার সঙ্গে কোলাকুলি করতে দেখা যাবে শানকে ৷ গল্পের যে ঝলক ট্রেলারে সামনে এসেছে তাতে দেখা যায় প্রাক্তন ইন্টিলিজেন্স অফিসার শান সেনগুপ্ত এবার নিজের পরিচয় দিয়েছে একজন নাইট ম্যানেজার হিসাবে ৷ তাকে বিশ্বাস করে নিজের দলের একজন সদস্য হিসাবে মেনে নিয়েছে শেলি ৷ অনিল কাপুর অর্থাৎ শেলি শুরুতে শানকে বিশ্বাস করছিল ঠিকই তবে পরে যখন তাদের সমস্ত পরিকল্পনা একের পর এক ফাঁস হতে শুরু করে তার সন্দেহ গিয়ে পড়ে শানের ওপর ৷ কী হবে আগামীতে জানতে হলে দেখতে হবে 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' ৷

ট্রেলারে একবারই দেখা গিয়েছে বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায়কে ৷ পরপর বেশকিছু বলিউডি কাজ করে ফেলা এই অভিনেতাকে এবার দেখা গিয়েছে বেশ অন্যরকম অবতারে ৷ তাঁর পরনে সাদা ব্লেজার ৷ মেজাজেও রয়েছে দৃঢ়তার পরিচয় ৷ 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' স্ট্রিমিং শুরু হতে চলেছে 30 জুন ৷

আরও পড়ুন: প্রয়াত বিগ বির 'অনস্ক্রিন মা' সুলোচনা লতকর, চলে গেলেন কোলালামও

সিরিজে অনিল কাপুর, অদিত্য রায় কাপুর এবং শাশ্বত চট্টোপাধ্যায় তো রয়েছেনই তাঁদের সঙ্গেই রয়েছেন তিলোত্তমা সোম, শোভিতা ধুলিপালা এবং রবি বেহলের মতো বেশকিছু চেনা মুখ ৷ এই সিরিজটির পরিচালনা করছেন সন্দীপ মোদি ৷ আদতে জন ক্যারির লেখা 'দ্য নাইট ম্যানেজার' উপন্যাস থেকেই প্রথম তৈরি হয় একটি হলিউড সিরিজ ৷ তারপর তারই হিন্দি রিমেক হিসাবে মুক্তি পেয়েছিল 'দ্য নাইট ম্যানেজার' -এর প্রথম অধ্য়ায় ৷ যা বিপুল জনপ্রিয়তা পায় অনুরাগী মহলে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.