ETV Bharat / entertainment

Swara Bhasker: কন্যাসন্তানের জন্ম দিলেন স্বরা, সোশাল মিডিয়া পোস্টে জানালেন অভিনেত্রী নিজেই - অভিনেত্রী স্বরা ভাস্কর

23 সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ মা হওয়ার দু'দিন পর নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে সুখবর দিলেন ৷

Etv Bharat
সদ্যজাত মেয়েকে নিয়ে স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 8:53 PM IST

Updated : Sep 25, 2023, 10:06 PM IST

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ 23 সেপ্টেম্বর মা হয়েছেন তিনি ৷ তবে সন্তান জন্মের সুখবর তিনি সকলের সঙ্গে ভাগ করে নিলেন দু'দিন পর ৷ সোমবার সন্ধেয় সোশাল মিডিয়ায় স্বামী ফাহাদ আহমেদ ও সদ্যজাত কন্যার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তিনি ৷ ছবি শেয়ার করে খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি ৷

সোমবার সোশাল মিডিয়ায় এই সুখবরটি পোস্ট করেন অভিনেত্রী ৷ তিনি লেখেন,"আমাদের মেয়ে রাবিয়া 23 সেপ্টেম্বর 2023-এ পৃথিবীর আলো দেখেছে ৷ আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ ৷ এটা একটা সম্পূর্ণ নতুন পৃথিবী ৷" যদিও মেয়ের নাম প্রকাশ্যে আনলেও তার মুখ দেখাননি স্বরা ৷ অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলির একটিতেও রাবিয়ার মুখ দেখা যাচ্ছে না ৷ তবে সদ্যজাতকে ঘিরে ফাহাদ ও স্বরা যে কতটা খুশি সেটা ছবিতেই স্পষ্ট ৷

চলতি বছরেরই জানুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ এরপর 6 মাস যেতে না যেতেই জুন মাসে মাতৃত্বের ঘোষণা করেন অভিনেত্রী ৷ ফাহাদের সঙ্গে গোলাপি রঙের পোশাকে পোস্টানো ছবিতেই অনুরাগীরা বুঝে যান যে তাঁর মা হওয়ার সময় আর বেশি দূরে নেই ৷ এরপর অগস্টে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন স্বরা ৷ যেখানে দেখা গিয়েছে ফাহাদ তাঁর প্রিয় পোষ্য বিড়াল গালিবকে আদর করছেন ৷

  • A prayer heard, a blessing granted, a song whispered, a mystic truth..
    Our baby girl Raabiyaa was born on 23 Sept. 2023 ♥️
    With grateful and happy hearts we thank you for your love.
    It’s a whole new world 🤗✨@FahadZirarAhmad pic.twitter.com/uT7DbvgUXp

    — Swara Bhasker (@ReallySwara) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই পোস্টের সঙ্গে স্বরা লেখেন,"ফাহাদ বাবা হওয়ার পর যা যা কর্তব্য পালন করবে তার কিছুটা গালিবের উপরেই অনুশীলন করে রাখছে ৷" তারপর 23 সেপ্টেম্বর ফুটফুটে মেয়ের জন্ম দিলেন স্বরা ৷ আর সন্তান জন্মের দু'দিন পরই সেই কথা নিজেই জানালেন অভিনেত্রী তথা নতুন মা স্বরা ভাস্কর ৷

আরও পড়ুন : বিয়ের ছ'মাসেই স্পষ্ট বেবি বাম্প, মাতৃত্বের ঘোষণা করলেন বি-টাউন ডিভা

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ 23 সেপ্টেম্বর মা হয়েছেন তিনি ৷ তবে সন্তান জন্মের সুখবর তিনি সকলের সঙ্গে ভাগ করে নিলেন দু'দিন পর ৷ সোমবার সন্ধেয় সোশাল মিডিয়ায় স্বামী ফাহাদ আহমেদ ও সদ্যজাত কন্যার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তিনি ৷ ছবি শেয়ার করে খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি ৷

সোমবার সোশাল মিডিয়ায় এই সুখবরটি পোস্ট করেন অভিনেত্রী ৷ তিনি লেখেন,"আমাদের মেয়ে রাবিয়া 23 সেপ্টেম্বর 2023-এ পৃথিবীর আলো দেখেছে ৷ আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ ৷ এটা একটা সম্পূর্ণ নতুন পৃথিবী ৷" যদিও মেয়ের নাম প্রকাশ্যে আনলেও তার মুখ দেখাননি স্বরা ৷ অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলির একটিতেও রাবিয়ার মুখ দেখা যাচ্ছে না ৷ তবে সদ্যজাতকে ঘিরে ফাহাদ ও স্বরা যে কতটা খুশি সেটা ছবিতেই স্পষ্ট ৷

চলতি বছরেরই জানুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ এরপর 6 মাস যেতে না যেতেই জুন মাসে মাতৃত্বের ঘোষণা করেন অভিনেত্রী ৷ ফাহাদের সঙ্গে গোলাপি রঙের পোশাকে পোস্টানো ছবিতেই অনুরাগীরা বুঝে যান যে তাঁর মা হওয়ার সময় আর বেশি দূরে নেই ৷ এরপর অগস্টে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন স্বরা ৷ যেখানে দেখা গিয়েছে ফাহাদ তাঁর প্রিয় পোষ্য বিড়াল গালিবকে আদর করছেন ৷

  • A prayer heard, a blessing granted, a song whispered, a mystic truth..
    Our baby girl Raabiyaa was born on 23 Sept. 2023 ♥️
    With grateful and happy hearts we thank you for your love.
    It’s a whole new world 🤗✨@FahadZirarAhmad pic.twitter.com/uT7DbvgUXp

    — Swara Bhasker (@ReallySwara) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই পোস্টের সঙ্গে স্বরা লেখেন,"ফাহাদ বাবা হওয়ার পর যা যা কর্তব্য পালন করবে তার কিছুটা গালিবের উপরেই অনুশীলন করে রাখছে ৷" তারপর 23 সেপ্টেম্বর ফুটফুটে মেয়ের জন্ম দিলেন স্বরা ৷ আর সন্তান জন্মের দু'দিন পরই সেই কথা নিজেই জানালেন অভিনেত্রী তথা নতুন মা স্বরা ভাস্কর ৷

আরও পড়ুন : বিয়ের ছ'মাসেই স্পষ্ট বেবি বাম্প, মাতৃত্বের ঘোষণা করলেন বি-টাউন ডিভা

Last Updated : Sep 25, 2023, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.