ETV Bharat / entertainment

Swara Fahad Wedding: লাগলো মেহেন্দির রং, বাজল রোম্যান্টিক সুর, সাতপাকে বাঁধা পড়তে তৈরি স্বরা-ফাহাদ - Swara Fahad mehendi and sangeet Ceremony

শুরু হয়ে গেল স্বরা-ফাহাদের প্রাক বিবাহের অনুুষ্ঠান ৷ মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠানের বিভিন্ন ছবি এবং ভিডিয়ো শেয়ার করলেন স্বরা নিজেই (Swara Fahad mehendi and sangeet Ceremony)৷

শুরু হয়ে গেল স্বরা ফাহাদের প্রাক বিবাহের অনুুষ্ঠান
author img

By

Published : Mar 13, 2023, 8:33 PM IST

হায়দরাবাদ, 13 মার্চ: শুরু হয়ে গেল অভিনেত্রী স্বরা ভাস্করের প্রি-ওয়েডিং সেরিমনি ৷ রবিবার সম্পন্ন হল মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান ৷ আইন অনুসারে স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন আগেই ৷ বাকি ছিল সামাজিক আচার মেনে একে অপরকে আপন করে নেওয়া ৷ শুরু হয়ে গেল সেই অনুষ্ঠানও ৷ অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বেশকিছু ছবি শেয়ার করেছেন তাঁর ভক্তদের জন্য় ৷ তার মধ্য়ে যেমন রয়েছে হাত জোড়া মেহেন্দির ছবি ৷ তেমনই রয়েছে তারকা জুটির গায়ে হলুদের ছবিও ৷

Swara Fahad Wedding
ফাহাদের সঙ্গে নিজেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী

মেহেন্দির অনুষ্ঠানে স্বরাকে দেখা গিয়েছে কমলা রঙের আনারকলিতে ৷ তাঁর মাথায় ছিল বিয়ের সাজের উপযুক্ত লম্বা টিকলি আর কানে লম্বা ঝুমকো কানের দুল ৷ অন্য়দিকে ফাহাদের সাজও ছিল বেশ নজর কাড়া ৷ ফাহাদকে এদিন দেখা গেল হালকা নীল কুর্তা আর সাদা পাজমায় ৷ তার ওপরেই তিনি চড়িয়েছিলেন সাদা ওভারকোট ৷ তাঁদের মেহেন্দি অনুষ্ঠানের ছবি বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের (Swara Fahad mehendi and sangeet Ceremony)৷

Swara Fahad Wedding
দেখুন সঙ্গীত অনুষ্ঠানের কিছু ঝলক

শুধু ছবি নয় মেহেন্দি অনুষ্ঠানের ভিডিয়োও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তার কোনওটিতে স্বরাকে দেখা গিয়েছে নাচে মেতে উঠতে কোথাও আবার দেখা গিয়েছে মেহেন্দিতে রাঙানো হচ্ছে তাঁর হাত ৷ কোথাও আবার দেখা গিয়েছে নায়িকা তাঁর প্রিয় মানুষটির সঙ্গে একসঙ্গে চাট খাচ্ছেন ৷ সন্ধ্যায় সঙ্গীতের জন্য় সবুজ লেহেঙ্গাই বেছে নিয়েছিলেন স্বরা ৷ অন্যদিকে ফাহাদকেও দেখা গিয়ছে ম্যাচিং পোশাকে ৷ সবুজ রং-এর কুর্তা এবং পাজামাতেই নিজেকে সাজিয়েছেন তিনিও ৷

Swara Fahad Wedding
স্বরার হাতে লাগলো মেহেন্দির ছোঁয়া

আরও পড়ুন: 'নাতু নাতু'র অস্কার জয়ে উচ্ছ্বসিত রাম চরণ ও জুনিয়র এনটিআর, সবাইকে জানালেন কৃতজ্ঞতা

ফাহাদ আহমেদ এবং স্বরা ভাস্করের চারহাত এক হয় বাবা মায়ের উপস্থিতিতেই ৷ তবে 6 জানুয়ারি এই আইনি বিবাহের কথা অবশ্য় আর কেউ জানতে পারেনি ৷ স্বরা পুরো বিষয়টি সকলের সামনে প্রকাশ করেন গত 16 ফেব্রুয়ারি ৷ এই খবর জানানোর সঙ্গে সঙ্গে অভিনেত্রী এও জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি সামাজিক রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা ৷

হায়দরাবাদ, 13 মার্চ: শুরু হয়ে গেল অভিনেত্রী স্বরা ভাস্করের প্রি-ওয়েডিং সেরিমনি ৷ রবিবার সম্পন্ন হল মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান ৷ আইন অনুসারে স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন আগেই ৷ বাকি ছিল সামাজিক আচার মেনে একে অপরকে আপন করে নেওয়া ৷ শুরু হয়ে গেল সেই অনুষ্ঠানও ৷ অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বেশকিছু ছবি শেয়ার করেছেন তাঁর ভক্তদের জন্য় ৷ তার মধ্য়ে যেমন রয়েছে হাত জোড়া মেহেন্দির ছবি ৷ তেমনই রয়েছে তারকা জুটির গায়ে হলুদের ছবিও ৷

Swara Fahad Wedding
ফাহাদের সঙ্গে নিজেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী

মেহেন্দির অনুষ্ঠানে স্বরাকে দেখা গিয়েছে কমলা রঙের আনারকলিতে ৷ তাঁর মাথায় ছিল বিয়ের সাজের উপযুক্ত লম্বা টিকলি আর কানে লম্বা ঝুমকো কানের দুল ৷ অন্য়দিকে ফাহাদের সাজও ছিল বেশ নজর কাড়া ৷ ফাহাদকে এদিন দেখা গেল হালকা নীল কুর্তা আর সাদা পাজমায় ৷ তার ওপরেই তিনি চড়িয়েছিলেন সাদা ওভারকোট ৷ তাঁদের মেহেন্দি অনুষ্ঠানের ছবি বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের (Swara Fahad mehendi and sangeet Ceremony)৷

Swara Fahad Wedding
দেখুন সঙ্গীত অনুষ্ঠানের কিছু ঝলক

শুধু ছবি নয় মেহেন্দি অনুষ্ঠানের ভিডিয়োও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তার কোনওটিতে স্বরাকে দেখা গিয়েছে নাচে মেতে উঠতে কোথাও আবার দেখা গিয়েছে মেহেন্দিতে রাঙানো হচ্ছে তাঁর হাত ৷ কোথাও আবার দেখা গিয়েছে নায়িকা তাঁর প্রিয় মানুষটির সঙ্গে একসঙ্গে চাট খাচ্ছেন ৷ সন্ধ্যায় সঙ্গীতের জন্য় সবুজ লেহেঙ্গাই বেছে নিয়েছিলেন স্বরা ৷ অন্যদিকে ফাহাদকেও দেখা গিয়ছে ম্যাচিং পোশাকে ৷ সবুজ রং-এর কুর্তা এবং পাজামাতেই নিজেকে সাজিয়েছেন তিনিও ৷

Swara Fahad Wedding
স্বরার হাতে লাগলো মেহেন্দির ছোঁয়া

আরও পড়ুন: 'নাতু নাতু'র অস্কার জয়ে উচ্ছ্বসিত রাম চরণ ও জুনিয়র এনটিআর, সবাইকে জানালেন কৃতজ্ঞতা

ফাহাদ আহমেদ এবং স্বরা ভাস্করের চারহাত এক হয় বাবা মায়ের উপস্থিতিতেই ৷ তবে 6 জানুয়ারি এই আইনি বিবাহের কথা অবশ্য় আর কেউ জানতে পারেনি ৷ স্বরা পুরো বিষয়টি সকলের সামনে প্রকাশ করেন গত 16 ফেব্রুয়ারি ৷ এই খবর জানানোর সঙ্গে সঙ্গে অভিনেত্রী এও জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি সামাজিক রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.