নয়াদিল্লি, 18 মে: 'দ্য কেরালা স্টোরি' নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ পশ্চিমবঙ্গে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি সম্প্রচারে নিষেধাজ্ঞার উপরে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বৃহস্পতিবার জানিয়েছেন, সরকারের দায়িত্ব রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করা ৷ তাছাড়া সিবিএফসি'র তরফ থেকেও এই ছবিকে সার্টিফিকেট দেওয়া হয়েছে ৷ কোনও খারাপ ছবি কখনোই বক্সঅফিসে ভালো ফল করতে পারে না ৷ জনসাধারণের অসহিষ্ণুতার কথা বলে আইনি ব্যবহার করা যাবে না এক্ষেত্রে। তাহলে সমস্ত চলচ্চিত্রর ক্ষেত্রেই এই সমস্যা তৈরি হবে ৷ বৃহস্পতিবার ডিওয়াই চন্দ্রচূড়, পিএস নরসিমা এবং জেবি পার্দিওয়ালার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷
প্রসঙ্গত, 8 মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'দ্য কেরালা স্টোরি' সিনেমা নিয়ে আপত্তি জানান ৷ তিনি অভিযোগ করেন, একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করে দেখানোর জন্য বিজেপির মদতে এই ধরনের সিনেমা তৈরি করা হচ্ছে ৷ এ প্রসঙ্গে 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার উদাহরণ টানেন মুখ্যমন্ত্রী ৷ মমতার এই মন্তব্যের পরেই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে বলা হয়, 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটি দেখানে রাজ্যের আইনশৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাই সিনেমাটির প্রদর্শন বন্ধ করা হয় রাজ্যে ৷
-
Supreme Court takes on record the assurance of Tamil Nadu that there is no direct or indirect ban on the film 'The Kerala Story'. Supreme Court directs adequate security should be provided in every cinema hall & requisite arrangements shall be made to ensure the safety of… https://t.co/udcR1yNOjm
— ANI (@ANI) May 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Supreme Court takes on record the assurance of Tamil Nadu that there is no direct or indirect ban on the film 'The Kerala Story'. Supreme Court directs adequate security should be provided in every cinema hall & requisite arrangements shall be made to ensure the safety of… https://t.co/udcR1yNOjm
— ANI (@ANI) May 18, 2023Supreme Court takes on record the assurance of Tamil Nadu that there is no direct or indirect ban on the film 'The Kerala Story'. Supreme Court directs adequate security should be provided in every cinema hall & requisite arrangements shall be made to ensure the safety of… https://t.co/udcR1yNOjm
— ANI (@ANI) May 18, 2023
এরই প্রতিবাদে রাজ্যে বিজেপির তরফ থেকে প্রতিবাদ মিছিলও করা হয় ৷ পাশাপাশি এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা ৷ এরপরেই 12 মে পশ্চিমবঙ্গ সরকারকে ছবি ব্যান করার পরিপ্রেক্ষিতে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি রাজ্যে সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করায়, তামিলনাড়ুকেও নোটিশ জারি করেছিল সুপ্রিম কোর্ট ৷ এরপর রাজ্যের তরফে সেই নোটিশের উত্তর দেওয়া হয়েছিল ৷ তবে শেষরক্ষা হল না ৷ শীর্ষ আদালতে ধাক্কা খেল এ রাজ্যের সরকার ৷
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, " পশ্চিমবঙ্গে এই ছবির ওপরে নিষেধাজ্ঞা কার্যকর নয় ৷ ছবি নিয়ে বাংলায় যে নির্দেশ জারি করা হয়েছিল, তাতে স্থগিতাদেশ দেওয়া হল ৷" ছবি নির্মাতারা প্রাথমিক ভাবে দাবি করেছিলেন, কেরালায় 32 হাজার মহিলা বা মেয়েদের জোর করে ধর্মান্তকরণ করে জঙ্গি সংগঠনে যোগ দিতে বাধ্য করা হয়েছিল ৷ কিন্তু এই সংখ্যা ঘিরে শুরু হয় বিতর্ক ৷ পরবর্তী সময়ে চাপে পড়ে পিছু হঠতে বাধ্য হন ছবির নির্মাতারা ৷ সংখ্যাটা 32 হাজার থেকে নেমে দাঁড়ায় মাত্র তিনে ৷ সেই পরিপ্রেক্ষিতে, এই গোটা বিষয় নিয়ে যে অস্বচ্ছ ধারণা তৈরি হয়েছে তা দূর করতেই ছবি নির্মাতাদের 'প্রপার ডিসক্লেইমার' দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
-
SC stays West Bengal govt ban on 'The Kerala Story', asks makers to add disclaimer
— ANI Digital (@ani_digital) May 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/aUBYyZH6Tp#TheKeralaStory #SupremeCourt #WestBengal pic.twitter.com/0SRWU78LvI
">SC stays West Bengal govt ban on 'The Kerala Story', asks makers to add disclaimer
— ANI Digital (@ani_digital) May 18, 2023
Read @ANI Story | https://t.co/aUBYyZH6Tp#TheKeralaStory #SupremeCourt #WestBengal pic.twitter.com/0SRWU78LvISC stays West Bengal govt ban on 'The Kerala Story', asks makers to add disclaimer
— ANI Digital (@ani_digital) May 18, 2023
Read @ANI Story | https://t.co/aUBYyZH6Tp#TheKeralaStory #SupremeCourt #WestBengal pic.twitter.com/0SRWU78LvI
আরও পড়ুন: মমতার সঙ্গে 'সব মিটে গেলেও' দ্য কেরালা স্টোরি নিয়ে অবস্থান বদলাচ্ছেন না শুভাপ্রসন্ন
উল্লেখ্য, দ্য কেরালা স্টোরি' নিয়ে দেশে কোথাও সেভাবে অশান্তির খবর সামনে আসেনি ৷ বরং, এই ছবি তরতরিয়ে বাড়িয়েছে বক্সঅফিস কালেকশন ৷ প্রায় 150 কোটি টাকার বেশি ব্যবসা করেছে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি ৷ আদাহ শর্মা অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 5 মে ৷ মাত্র ন'দিনের মাথাতেই 'দ্য কেরালা স্টোরি' ঢুকে পড়েছিল 100 কোটির ক্লাবে ৷