হায়দরাবাদ, 6 অগস্ট: মুক্তির অপেক্ষায় বহু প্রতীক্ষীত 'গদর 2: দ্য কথা কন্টিনিউস' ৷ জোর কদমে চলছে ছবির প্রচার ৷ দুই দেশের কাঁটাতার আটকে রাখতে পারে না ভালোবাসাকে ৷ সেই বার্তাই ছিল এই ছবির মূল উপজীব্য ৷ ফলে ছবির প্রচারে বাদ পড়েনি সীমান্তও ৷ সানি দেওল ও আমিশা পাটেল 'গদর 2' ছবির প্রচারে উপস্থিত হয়েছিলেন অমৃতসরের আটারি-ওয়াঘা সীমান্তে ৷ ভারতীয় সেনাদের সঙ্গে নিয়ে সেখানে নাচে-গানে জমজমাট ছিল ছবির প্রচার ৷ মুগ্ধ হয়ে দেখলেন উপস্থিত দর্শকরা ৷
22 বছর সেলুলয়েডের পর্দায় ফিরে এসেছে সেই সময় ঝড় তোলা হিট জুটি ৷ তারা সিং ও সাকিনা ৷ 2001 সালের মেগাব্লাস্টার ছবি 'গদর- এক প্রেম কথা' সাড়া ফেলে দিয়েছিল বক্সঅফিসে ৷ ছবির চিত্রনাট্য, অভিনয়, গান ও অ্যাকশন এককথায় ছিল অনবদ্য ৷ ছবির সংলাপ ও গান ফিরেছে লোকের মুখে মুখে ৷ সেই জুটি আরও একবার হাজির ম্যাজিক তৈরি করতে ৷
উৎকর্ষ শর্মা পরিচালিত 'গদর 2'-এর ট্রেলার ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে ৷ 11 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই দিন সানি দেওল ও আমিশা পটেল ছবির প্রচারে সীমান্তে এসে বেশ কিছুক্ষণ সময় কাটান ৷ তাঁদের সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ ৷ গদর-এর জনপ্রিয় গান উর যা কালে কৌয়ে- গানে ভাঙড়া নাচেন সানি-আমিশা ৷ শুধু তাই নয়, দর্শকদের মনোরঞ্জনের জন্য উদিত নারায়ণ এই ছবির জনপ্রিয় ম্যায় নিকলা গাড্ডি লেকে গানে দর্শকদের মন জয় করে নেন ৷
পাশাপাশি, সানির মুখে শোনা গিয়েছে ছবির জনপ্রিয় সংলাপ, "হিন্দুস্তান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্যায় অউর জিন্দাবাদ রহেগা ৷" এরপর অনুষ্ঠানের মধ্য দিয়েই সানি ও আমিশা কথা বলেন ভারতীয় সেনাদের সঙ্গেও ৷ এমনকী, সানি দেওলকে দেখা গিয়েছে, সীমান্তের 102 নম্বর পিলারের কাছে গিয়ে পাকিস্তানি অনুরাগীদের সঙ্গে কথা বলতে ৷ এরপর এই জুটি অংশগ্রহণ করেন সেনা জওয়ানদের প্যারেডে ৷
আরও পড়ুন: মা হলেন ইলিয়ানা, প্রকাশ করলেন সন্তানের নাম ও ছবি
ছবির প্রচারে এই দিন আমিশা পাটেলকে দেখা গিয়েছে নীল রঙের সালোয়ার কামিজে ৷ সঙ্গে মানানসই চুড়ি, কানে দুল, মাথায় টিকা, গলায় হার ৷ অন্যদিকে, সানিকে দেখা গিয়েছে হলুদ রঙের কুর্তায় ৷ সঙ্গে ম্যাচিং অলিভ গ্রিন পাগড়িতে ৷ সোশাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করেছেন দুই তারকা, যা ইতিমধ্যেই ভাইরাল ৷