হায়দরাবাদ, 18 মার্চ: বাবুরাও, শ্যাম আর রাজু, 11 বছর পর ফের বড়পর্দায় আসছেন 'হেরাফেরি' করতে ৷ কিন্তু এতগুলো বছর পেরিয়ে 'হেরাফেরি' নিয়ে ভয় পাচ্ছেন 'শ্যাম' ওরফে সুনীল শেট্টি ৷ 2000 সালে প্রথম মুক্তি পায় প্রিয়দর্শন পরিচালিত 'হেরাফেরি' (Hera Pheri) ৷ পর্দায় অক্ষয় কুমার (Akshay Kumar), সুনীল শেট্টি (Suniel Shetty), ও পরেশ রাওয়ালের (Paresh Rawal) কমেডি দর্শকদের পেটে খিল ধরিয়েছিল (superhit comedy drama) ৷ সেই ধারা অব্যহত রেখেই 2006 সালে মুক্তি পায় 'ফির হেরাফেরি' (Phir Hera Pheri) ৷ দীর্ঘ 17 বছর পর বড় পর্দায় সেই কমেডি ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক প্রিয়দর্শন (Upcoming comedy film Hera Pheri 3) ৷ ছবির ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকরা রয়েছেন অধীর অপেক্ষায় ৷
'হেরাফেরি' ছাড়া বলিউডের অনেক ছবিতেই একসঙ্গে জুটি বেঁধেছিলেন এই তিন অভিনেতা ৷ তবে 'হেরাফেরি' তাঁদের কেমিষ্ট্রি ভুলতে দেয়নি সিনেপ্রেমীদের ৷ এবার অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, 2006-এ যেখানে 'ফির হেরাফেরি'-র গল্প শেষ হয়েছিল, 17 বছর পার করেই কী সেই কাহিনী শুরু হবে ?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে, সুনীল শেট্টি (Suniel Shetty) জবাবে 'হ্যাঁ' ও 'না' দুটোই বলেছেন ৷ তিনি জানান, ছবির চরিত্র একই থাকার কারণে, গল্পকে 17 বছর এগিয়ে নিয়ে যাওয়ার দরকার পড়ে না ৷ চিত্রনাট্য দারুণ ৷ আর এবার এই ত্রয়ীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের বাবা ওরফে সঞ্জয় দত্ত ৷ ফলে একটা দমদার হাসির ছবি পেতে চলেছেন দর্শক, তা বলাই বাহুল্য ৷ এরপরেই অভিনেতা সুনীল শেট্টি নিজের উদ্বিগ্ন হওয়ার কথা জানিয়েছন ৷
আরও পড়ুন: 'ভিড়' ছবির প্রচারে সোদপুরে হাজির রাজকুমার রাও
'হেরাফেরি থ্রি' (Hera Pheri 3)- নিয়ে সুনীল যতটা আনন্দিত ততটাই ফ্র্যাঞ্চাইজির সাফল্য বজায় রাখা নিয়ে চিন্তা করছেন ৷ তিনি সাক্ষাৎকারে বলেন, "এত বছর পর হেরিফেরি-র সেই নস্টালজিয়াকে ধরে রাখাটাই আসল ব্যাপার ৷ যদি আমরা সততার সঙ্গে কাজ করি এবং সেই সততা বজায় রাখি, দর্শক তাহলে ছবিটিকে আগের মতোই ভালবাসবে ৷ তাই আমি এই ছবির শুটিংয়ের অপেক্ষায় রয়েছি ৷" উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝি সময়ে শুটিং ফ্লোরে পা রাখবেন প্রিয়দর্শনের 'শ্যাম' ওরফে সুনীল শেট্টি ৷