হায়দরাবাদ, 19 এপ্রিল: মা গৌরী খানের বইয়ের ফটোশুট থেকে সুহানা খানের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে । এর আগে, তাঁর সুপারস্টার বাবা শাহরুখ খান, মা গৌরী এবং ভাই আরিয়ান ও আবরামের সঙ্গে সুহানার সপরিবার ছবি চমকে দিয়েছিল ভক্তদের । সাম্প্রতিক ছবিগুলিতে সুহানাকে তাঁর মায়ের সঙ্গে পোজ দিতেও দেখা গিয়েছে ৷ যা প্রশংসা কুড়িয়েছে নেট নাগরিকদের ৷
শীঘ্রই জোয়া আখতারের নেটফ্লিক্স ছবিতে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটতে চলেছে সুহানা খানের ৷ তার আগে ইনস্টাগ্রামে মঙ্গলবার একটি ফ্যান পেজে সুহানার ছবি শেয়ার করা হয়েছে ৷ সেই ছবিতে একটি সাদা ক্রপ টপ এবং নীল জিন্সে দেখা গিয়েছে শাহরুখ-কন্যাকে ৷ গৌরীর ডিজাইন করা একটি জমকালো ঘরে বিছানায় শুয়ে পোজ দিয়েছেন তিনি ৷ সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করা দুটি ছবির মধ্যে একটি সাদা-কালো ৷ সেখানে সুহানা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন । গ্ল্যামারাস মেকআপ আর পনিটেলে মোহময়ী দেখাচ্ছে সুহানা খানকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবি পোস্ট হওয়ার পর থেকেই কমেন্ট সেকশন বানভাসি করেছেন অনুরাগীরা ৷ একের পর এক পড়েছে লাল হৃদয় ও আগুনের ইমোজি । শাহরুখ খানের একটি গানের কথা উল্লেখ করে একজন ব্যবহারকারী লিখেছেন, "তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যায়ার হোতা হ্যায় দিওয়ানা সনম, আব ইয়াহাঁ সে কাহাঁ জায়ে হাম, তেরি বাহোঁ মে মর যায়ে হাম ।" অন্য একজন লিখেছেন, "বাহ, চমৎকার ছবি ।" আর একজনের কথায়, "আপনাকে গর্জিয়াস লাগছে !"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এ ছাড়াও, সুহানার পাশাপাশি গৌরীর পোজ দেওয়ার একটি ছবিও অনলাইনে প্রকাশিত হয়েছে । ছবিতে গৌরীকে বিছানায় বসা সুহানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে । গৌরীর পরনে রয়েছে পোলকা-ডট টপ এবং কালো প্যান্ট ৷ সুহানা পরেছেন কালো টপ এবং মেটালিক স্কার্ট ।
কর্মক্ষেত্রে, সুহানা এ বছর জোয়া আখতার পরিচালিত দ্য আর্চিসে ডেবিউ করতে চলেছেন ৷ বলিউডে আত্মপ্রকাশের আগে কসমেটিক ব্র্যান্ড মেবিলিনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন সুহানা খান।
আরও পড়ুন: আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, অভিনন্দন শাহরুখের