মুম্বই, 15 মে: তিনি অমিতাভ বচ্চন । তিনি ভারতীয় সিনে দুনিয়ার সবচেয়ে বড় তারকা। আবেগ-অনুভূতির প্রকাশে তাঁর জুড়ি মেলা শুধু কঠিন নয় অসম্ভবও বটে। কিন্তু সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে তাঁর চরিত্রের কয়েকটি বিশেষ দিক উঠে আসে বারবার। হাসিখুশি, প্রাণবন্ত এবং চিকন মেজাজের শাহেনশাকেই দেখতে অভ্যস্ত নেট বিশ্ব। কয়েকদিন আগে টুইটারের কর্ণধার ইলন মাস্ককে নিয়ে করা তাঁর ব্যঙ্গাত্মক পোস্ট রীতিমতো শোরগোল ফেলেছিল ৷ তবে তাঁর নতুন পোস্টটিও একইভাবে সাড়া জাগালো সোশালে ৷
রবিবার ফ্যানেদের সঙ্গে একটি দারুণ ঘটনার কথা শেয়ার করে নিয়েছেন অভিনেতা ৷ এদিন তিনি যে ছবিটি শেয়ার করেছেন তাতে তাঁকে দেখা গিয়েছে একজন অচেনা ব্যক্তির বাইকের পিছনে বসে সফর করতে ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনা বেশ অবাক করেছে অনেককেই ৷ জনবহুল রাস্তার তাঁর মতো সুপারস্টার এভাবে সফর করবেন তা কল্পনা করাও কঠিন ৷ এই ধরনের দৃশ্য শুধু সিনেমাতেই সম্ভব।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে এর কারণটা অবশ্য় নিজেই জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "আমাকে কাজের জায়গায় সময়মতো পৌঁছে দেওয়ার জন্য় তোমায় ধন্যবাদ ৷ আমি সত্যিই কৃতজ্ঞ ৷ হলুদ শার্ট আর হলুদ টুপির মালিক (সেই ব্যক্তিকে এভাবেই বর্ণনা করেছেন অমিতাভ) আমায় ট্রাফিক জ্যামের জটিল জট কাটিয়ে দ্রুত পৌঁছে দিয়েছে। তাঁকে ধন্য়বাদ জানাই ৷"
অমিতাভকে দেখা গিয়েছে একেবারে স্পোর্টি পোশাকে ৷ গায়ে কালো টি শার্ট, নীল ট্রাউজার আর ব্রাউন ওয়েস্ট কোর্টে তিনি রীতিমতো নজর কেড়েছেন অনুরাগীদের ৷ তাঁকে আগামী দিনে পর্দায় দেখা যাবে প্রভাস এবং দীপিকার সঙ্গে স্ক্রিনশেয়ার করতে ৷ নাগ অশ্বিন পরিচালিত এই ছবির নাম 'প্রজেক্ট কে' ৷ অন্যদিকে আবার ঋভু দাশগুপ্তর একটি ছবির কাজও রয়েছে তাঁর হাতে ৷ এই কোর্ট রুম ড্রামাটির নাম 'সেকশন 84' ৷
আরও পড়ুন: মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, সামনে এল 'পালান' সিনেমার পোস্টার