ETV Bharat / entertainment

James Cameron Praises RRR: 'দু'বার আরআরআর দেখেছি', ক্যামেরনের মুখে শুনতেই ক্লাউড নাইনে রাজামৌলি - দুবার আরআরআর দেখেছেন ক্যামেরন

দু'বার 'আরআরআর' ছবিটি দেখেছেন অবতার সিরিজের পরিচালক জেমস ক্যামেরন (James Cameron watches RRR twice) ৷ তিনি ছবিটি দেখিয়েছেন তাঁর স্ত্রী'কেও ৷ ক্যামেরনের কাছে ছবি নিয়ে তাঁর মতামত জানার পর উচ্ছ্বসিত রাজামৌলি ৷

Etv Bharat
দু'বার 'আরআরআর' ছবিটি দেখেছেন অবতার সিরিজের পরিচালক জেমস ক্যামেরন
author img

By

Published : Jan 16, 2023, 2:51 PM IST

ওয়াশিংটন, 16 জানুয়ারি: বিশ্বমঞ্চে ফের সফল পরিচালক এসএস রাজামৌলির ছবি 'আরআরআর' ৷ সম্প্রতি 28তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড-এর মঞ্চে সেরা বিদেশী ভাষার ছবি হিসাবে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি ৷ একইসঙ্গে এই ছবি প্রশংসা কুড়োলো অবতার সিরিজের পরিচালক জেমস ক্যামেরনের থেকেও ৷ সোমবার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্যামেরনের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে রাজামৌলি জানান, অবতার সিরিজের পরিচালক দু'বার এই ছবি দেখেছেন ৷ শুধু তাই নয়, তিনি তাঁর স্ত্রীকেও এই ছবি দেখিয়েছেন (James Cameron watches RRR twice) ৷

সোমবার জেমস ক্যামেরনের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন আরআরআর দেখেছেন ৷ তাঁর এই ছবিটি এতটাই ভালো লেগেছে যে তিনি তাঁর স্ত্রী সুজিকেও ছবিটি দেখার কথা বলেন এবং তাঁর সঙ্গে বসে আবার ছবিটি দেখেন ৷ স্যার আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আপনি 10 মিনিট ধরে ছবিটি নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং ছবিটি বিশ্লেষণ করেছেন ৷ ঠিক যেমন আপনি বলেছেন, আজ বোধহয় আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ ৷ আপনাদের দু'জনকে অসংখ্য় ধন্যবাদ(SS Rajamouli on James Cameron watching RRR twice) ৷"

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত 28তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড সেরিমনিতে শুধু যে আরআরআর সেরা বিদেশী ভাষার ছবি পুরস্কার জিতে নিয়েছে তা নয় ৷ একইসঙ্গে আরও একটি পালক যোগ হয়েছে এমএম কীরাবাণীর মুকুটে ৷ তাঁর তৈরি 'নাতু নাতু' গানটি আবারও সেরা গানের পুরস্কার জিতে নিয়েছে ৷ রাজামৌলির ছবিকে লড়াই করতে হয়েছিল 'ডিসিশন টু লিভ', 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', 'ক্লোজ', 'আর্জেন্টিনা, 1985'-এর মতো ছবির সঙ্গে ৷

আরও পড়ুন: রামোজি রাওকে ধন্যবাদ জানালেন এমএম কীরাবাণী

যদিও সেরা ভিএফএক্স বিভাগে রাজামৌলির ছবিকে হার মানতে হয়েছে সেই 'অবতার: দ্য় ওয়ে অফ ওয়াটার' ছবির কাছেই (Rajamouli James Cameron at Critics Choice Awards) ৷ অর্থাৎ ক্যামেরনের ছবিই এখানে 'আরআরআর'-কে পিছনে ফেলে জিতে নিয়েছে সেরার পুরস্কার ৷ তবে মানতেই হবে সারা বিশ্ব জুড়ে রাজামৌলির এই ছবি যে সম্মান লাভ করেছে তা অনবদ্য ৷

ওয়াশিংটন, 16 জানুয়ারি: বিশ্বমঞ্চে ফের সফল পরিচালক এসএস রাজামৌলির ছবি 'আরআরআর' ৷ সম্প্রতি 28তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড-এর মঞ্চে সেরা বিদেশী ভাষার ছবি হিসাবে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি ৷ একইসঙ্গে এই ছবি প্রশংসা কুড়োলো অবতার সিরিজের পরিচালক জেমস ক্যামেরনের থেকেও ৷ সোমবার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্যামেরনের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে রাজামৌলি জানান, অবতার সিরিজের পরিচালক দু'বার এই ছবি দেখেছেন ৷ শুধু তাই নয়, তিনি তাঁর স্ত্রীকেও এই ছবি দেখিয়েছেন (James Cameron watches RRR twice) ৷

সোমবার জেমস ক্যামেরনের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন আরআরআর দেখেছেন ৷ তাঁর এই ছবিটি এতটাই ভালো লেগেছে যে তিনি তাঁর স্ত্রী সুজিকেও ছবিটি দেখার কথা বলেন এবং তাঁর সঙ্গে বসে আবার ছবিটি দেখেন ৷ স্যার আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আপনি 10 মিনিট ধরে ছবিটি নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং ছবিটি বিশ্লেষণ করেছেন ৷ ঠিক যেমন আপনি বলেছেন, আজ বোধহয় আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ ৷ আপনাদের দু'জনকে অসংখ্য় ধন্যবাদ(SS Rajamouli on James Cameron watching RRR twice) ৷"

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত 28তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড সেরিমনিতে শুধু যে আরআরআর সেরা বিদেশী ভাষার ছবি পুরস্কার জিতে নিয়েছে তা নয় ৷ একইসঙ্গে আরও একটি পালক যোগ হয়েছে এমএম কীরাবাণীর মুকুটে ৷ তাঁর তৈরি 'নাতু নাতু' গানটি আবারও সেরা গানের পুরস্কার জিতে নিয়েছে ৷ রাজামৌলির ছবিকে লড়াই করতে হয়েছিল 'ডিসিশন টু লিভ', 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', 'ক্লোজ', 'আর্জেন্টিনা, 1985'-এর মতো ছবির সঙ্গে ৷

আরও পড়ুন: রামোজি রাওকে ধন্যবাদ জানালেন এমএম কীরাবাণী

যদিও সেরা ভিএফএক্স বিভাগে রাজামৌলির ছবিকে হার মানতে হয়েছে সেই 'অবতার: দ্য় ওয়ে অফ ওয়াটার' ছবির কাছেই (Rajamouli James Cameron at Critics Choice Awards) ৷ অর্থাৎ ক্যামেরনের ছবিই এখানে 'আরআরআর'-কে পিছনে ফেলে জিতে নিয়েছে সেরার পুরস্কার ৷ তবে মানতেই হবে সারা বিশ্ব জুড়ে রাজামৌলির এই ছবি যে সম্মান লাভ করেছে তা অনবদ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.