ETV Bharat / entertainment

SS Rajamouli on Hollywood Debut: হলিউডে পা রাখবেন রাজামৌলি? কী উত্তর দিলেন পরিচালক?

এবার কি হলিউডে পা রাখবেন রাজামৌলি? প্রশ্নের উত্তরে পরিচালক জানালেন, তিনি সবসময় পরীক্ষা নিরীক্ষার জন্য তৈরি (SS Rajamouli on Hollywood debut)৷

author img

By

Published : Jan 18, 2023, 3:05 PM IST

SS Rajamouli on Hollywood Debut
এবার কী হলিউডে পা রাখবেন রাজামৌলি

হায়দরাবাদ, 18 জানুয়ারি: এই মুহূর্তে তাঁর 'আরআরআর' ছবির জন্য সারা বিশ্বের দরবারে প্রশংসা কুড়োচ্ছেন এসএস রাজামৌলি ৷ চলচ্চিত্র জগতে যে কোনও পরিচালকই চান জীবনে একবার অন্তত হলিউডি ছবি পরিচালনা করতে ৷ ব্যতিক্রম নন রাজামৌলিও ৷ নিজেই জানালেন তিনি হলিউডের জন্য় নিশ্চয় কাজ করতে চান ৷ যদিও 'আরআরআর' সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রেও পুরস্কার লাভ করেছে এবং সমালোচকদেরও মন জিতে নিয়েছে । তবে এহেন রাজামৌলির পক্ষেও হলিউডে পা রাখা সহজ নয় ৷

সম্প্রতি একটি মার্কিন সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে রাজামৌলি অবশ্য় জানিয়েছেন তিনি সবসময় নতুন নতুন পরীক্ষা নীরিক্ষা করতে প্রস্তুত ৷ তাঁর কথায়, "আমি মনে করি হলিউডের জন্য় একটি ছবি তৈরি করা যে কোনও পরিচালকের স্বপ্ন ৷ আমিও এর ব্যতিক্রম নই ৷ আমি সবসময় পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসি (SS Rajamouli on Hollywood Debut) ৷" 'মগধীরা', 'আরআরআর', বাহুবলি সিরিজের পরিচালক জানান, তাঁর একটু 'বিভ্রান্তি' রয়েছে ৷ কারণ তিনি তেলেগু ছবিতে কাজ করার সময় যে সৃজনশীল স্বাধীনতা পান তা তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ (SS Rajamouli on His New Work) ৷

তিনি বলেন, "ভারতে আমিই হলাম ডিক্টেটর (আমার ছবিতে আমিই শেষ কথা) ৷ কেউ আমাকে বলতে পারে না কীভাবে ছবি বানাতে হবে ৷" তবে হলিউডে যদি তিনি কাজ করেন তবে তা কারও সহযোগী হয়েই শুরু করবেন তিনি এমনটাই জানিয়েছেন পরিচালক ৷ তিনি বলেন, "খুব সম্ভবত, আমার প্রথম পদক্ষেপ হবে কারও সঙ্গে সহযোগিতা করা ৷"

আরও পড়ুন: একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের দেহ উদ্ধার

ইতিমধ্যেই বিদেশের মাটিতে বিজয় পতাকা উড়িয়েছে রাজামৌলির 'আরআরআর' (SS Rajamouli at Critics Choice Awards)৷ দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরী সীতারাম রাজু এবং কোমরাম ভীমের স্বাধীনতা সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি এই কাহিনি 28তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড সেরিমনিতে সেরা বিদেশী ভাষার ছবি হিসাবে পুরস্কার জিতে নিয়েছে ৷ শুধু তাই নয় গোল্ডেন গ্লোব পুরস্কারের মঞ্চেও প্রথম এশিয় গান হিসাবে সেরার শিরোপা জিতেছে এই ছবিরই গান 'নাতু নাতু' ৷ তাই সব মিলিয়ে বিদেশে যথেষ্ট সাড়া ফেলেছে এই ছবি ৷ এবার নিজেই কি বিদেশী ভাষার ছবি তৈরি কাজে হাত দেবেন রাজামৌলি? উত্তর দেবে সময়ই ৷

হায়দরাবাদ, 18 জানুয়ারি: এই মুহূর্তে তাঁর 'আরআরআর' ছবির জন্য সারা বিশ্বের দরবারে প্রশংসা কুড়োচ্ছেন এসএস রাজামৌলি ৷ চলচ্চিত্র জগতে যে কোনও পরিচালকই চান জীবনে একবার অন্তত হলিউডি ছবি পরিচালনা করতে ৷ ব্যতিক্রম নন রাজামৌলিও ৷ নিজেই জানালেন তিনি হলিউডের জন্য় নিশ্চয় কাজ করতে চান ৷ যদিও 'আরআরআর' সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রেও পুরস্কার লাভ করেছে এবং সমালোচকদেরও মন জিতে নিয়েছে । তবে এহেন রাজামৌলির পক্ষেও হলিউডে পা রাখা সহজ নয় ৷

সম্প্রতি একটি মার্কিন সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে রাজামৌলি অবশ্য় জানিয়েছেন তিনি সবসময় নতুন নতুন পরীক্ষা নীরিক্ষা করতে প্রস্তুত ৷ তাঁর কথায়, "আমি মনে করি হলিউডের জন্য় একটি ছবি তৈরি করা যে কোনও পরিচালকের স্বপ্ন ৷ আমিও এর ব্যতিক্রম নই ৷ আমি সবসময় পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসি (SS Rajamouli on Hollywood Debut) ৷" 'মগধীরা', 'আরআরআর', বাহুবলি সিরিজের পরিচালক জানান, তাঁর একটু 'বিভ্রান্তি' রয়েছে ৷ কারণ তিনি তেলেগু ছবিতে কাজ করার সময় যে সৃজনশীল স্বাধীনতা পান তা তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ (SS Rajamouli on His New Work) ৷

তিনি বলেন, "ভারতে আমিই হলাম ডিক্টেটর (আমার ছবিতে আমিই শেষ কথা) ৷ কেউ আমাকে বলতে পারে না কীভাবে ছবি বানাতে হবে ৷" তবে হলিউডে যদি তিনি কাজ করেন তবে তা কারও সহযোগী হয়েই শুরু করবেন তিনি এমনটাই জানিয়েছেন পরিচালক ৷ তিনি বলেন, "খুব সম্ভবত, আমার প্রথম পদক্ষেপ হবে কারও সঙ্গে সহযোগিতা করা ৷"

আরও পড়ুন: একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের দেহ উদ্ধার

ইতিমধ্যেই বিদেশের মাটিতে বিজয় পতাকা উড়িয়েছে রাজামৌলির 'আরআরআর' (SS Rajamouli at Critics Choice Awards)৷ দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরী সীতারাম রাজু এবং কোমরাম ভীমের স্বাধীনতা সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি এই কাহিনি 28তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড সেরিমনিতে সেরা বিদেশী ভাষার ছবি হিসাবে পুরস্কার জিতে নিয়েছে ৷ শুধু তাই নয় গোল্ডেন গ্লোব পুরস্কারের মঞ্চেও প্রথম এশিয় গান হিসাবে সেরার শিরোপা জিতেছে এই ছবিরই গান 'নাতু নাতু' ৷ তাই সব মিলিয়ে বিদেশে যথেষ্ট সাড়া ফেলেছে এই ছবি ৷ এবার নিজেই কি বিদেশী ভাষার ছবি তৈরি কাজে হাত দেবেন রাজামৌলি? উত্তর দেবে সময়ই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.