ETV Bharat / entertainment

Pathaan in 200 cr Club: দু'দিনেই ডাবল সেঞ্চুরি এসআরকের, 200 কোটির ক্লাবে 'পাঠান'

বক্স অফিসে ঝড় তুলে দিল কিং খানের 'পাঠান' ৷ দু'দিনেই বিশ্বব্যাপী 235 কোটি টাকা আয় করল এই ছবি (Pathaan box office collection day 2 )৷

Pathaan in 200 cr Club
দুশো কোটির ক্লাবে পাঠান
author img

By

Published : Jan 27, 2023, 1:17 PM IST

Updated : Jan 27, 2023, 3:34 PM IST

মুম্বই, 26 জানুয়ারি: আলোচনাটা শুরু হয়েছিল ছবির টিজার মুক্তির সময় থেকে । 'পাঠান' বেঁচে আছে নাকি মরে গিয়েছে- কথা উঠেছিল তা নিয়েও। শাহরুখের গলায় শোনা গিয়েছিল প্রথম সংলাপ 'জিন্দা হ্যায়' ৷ জবাব দিয়েছিলেন কিংখান । কিন্তু এই জাবাব শুধু যেন তাঁর ছিল তা নয় । গোটা বলিউডের পক্ষ নিয়েই ব্যাট ধরেছিলেন বাদশা । 'আরআরআর', 'কেজিএফ'-এর বিপুল সফলতার দিনে কেবল 'ব্রহ্মাস্ত্র' আর 'দ্য কাশ্মীর ফাইলস' ছাড়া আর কোনও হিন্দি ছবিই সেভাবে বক্স অফিসে জায়গা করে নিতে পারেনি ৷ এমনকী অক্ষয়, আমিররাও মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছেন ৷ ঠিক সেই সময় জবাব দিলেন 'পাঠান' শাহরুখ খান ৷ দু'দিনেই বিশ্বব্যাপী 235 কোটি টাকার ব্যবসা করল এই ছবি (Pathaan box office collection day 2)৷

  • #Pathaan crosses ₹ 235 Crs Gross at the WW Box office in 2 days..

    — Ramesh Bala (@rameshlaus) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের বিশ্লেষণ অনুযায়ী, ভারতে দ্বিতীয়দিনে মাল্টিপ্লেক্সগুলিতে মোট 31.60 কোটি আয় করেছে এই ছবি ৷ যার মধ্য়ে আইনক্স, সিনেপলিস এবং পিভিআরের আয় অনুযায়ী দ্বিতীয় দিনে বেশ ভালোই ব্যবসা করেছে শাহরুখ-দীপিকা-জনের 'পাঠান' ৷ 'পাঠান'-এর নামে ইতিমধ্য়েই রয়েছে অনেকগুলি রেকর্ড ৷ ছুটির দিনের মুক্তি না-পাওয়ার পরেও এই ছবি প্রথম দিনে সবচেয়ে বেশি টাকা আয় করেছে ৷ সবচেয়ে বেশি হল জুড়ে মুক্তি পেয়েছে এই ছবি ৷ শুধু তাই শাহরুখ, দীপিকা এবং জনের কেরিয়ারে কোনও ছবি প্রথম দিনে এত টাকা আয় করেনি ৷

আরও পড়ুন: পাঠানের কামাল, 32 বছর বাদে কাশ্মীর 'হাউজফুল'
  • #Pathaan out of the world ₹ 70 Crs Nett is expected for Hindi Day 2 in India 🇮🇳

    A never before record by a huge distance..

    Early estimates..

    — Ramesh Bala (@rameshlaus) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চার বছর বাদে এই ছবির হাত ধরে পর্দায় কামব্যাক করলেন এসআরকে ৷ এর আগে আনন্দ এল রাই পরিচালিত 'জিরো' ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে ৷ এই ছবির আয় ছিল মাত্র 88.74 কোটি টাকা ৷ এর আগে 2017 সালে মুক্তি পাওয়া কিং খানের 'জব হ্যারি মেট সেজল'-ও তেমন মন জয় করতে পারেনি তাঁর অনুরাগীদের ৷ মাত্র 62 কোটি টাকা আয় করেই থমকে গিয়েছিল এই ছবির যাত্রা ৷ কিন্তু এবার বনবাস থেকে বড় কামব্যাক কিং খানের ৷ প্রায় চার বছর পর মাঠে নেমেই ঝোড়ো ডবল সেঞ্চুরি হাঁকালেন তিনি ৷ কেউ তাঁর এই ঝড়কে বলছেন 'পাঠান' সুনামি কেউ আবার বলছেন 'কুর্সি কী পেটি বাঁধলো মৌসম বদলে নে বালি হ্যায় ৷'

মুম্বই, 26 জানুয়ারি: আলোচনাটা শুরু হয়েছিল ছবির টিজার মুক্তির সময় থেকে । 'পাঠান' বেঁচে আছে নাকি মরে গিয়েছে- কথা উঠেছিল তা নিয়েও। শাহরুখের গলায় শোনা গিয়েছিল প্রথম সংলাপ 'জিন্দা হ্যায়' ৷ জবাব দিয়েছিলেন কিংখান । কিন্তু এই জাবাব শুধু যেন তাঁর ছিল তা নয় । গোটা বলিউডের পক্ষ নিয়েই ব্যাট ধরেছিলেন বাদশা । 'আরআরআর', 'কেজিএফ'-এর বিপুল সফলতার দিনে কেবল 'ব্রহ্মাস্ত্র' আর 'দ্য কাশ্মীর ফাইলস' ছাড়া আর কোনও হিন্দি ছবিই সেভাবে বক্স অফিসে জায়গা করে নিতে পারেনি ৷ এমনকী অক্ষয়, আমিররাও মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছেন ৷ ঠিক সেই সময় জবাব দিলেন 'পাঠান' শাহরুখ খান ৷ দু'দিনেই বিশ্বব্যাপী 235 কোটি টাকার ব্যবসা করল এই ছবি (Pathaan box office collection day 2)৷

  • #Pathaan crosses ₹ 235 Crs Gross at the WW Box office in 2 days..

    — Ramesh Bala (@rameshlaus) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের বিশ্লেষণ অনুযায়ী, ভারতে দ্বিতীয়দিনে মাল্টিপ্লেক্সগুলিতে মোট 31.60 কোটি আয় করেছে এই ছবি ৷ যার মধ্য়ে আইনক্স, সিনেপলিস এবং পিভিআরের আয় অনুযায়ী দ্বিতীয় দিনে বেশ ভালোই ব্যবসা করেছে শাহরুখ-দীপিকা-জনের 'পাঠান' ৷ 'পাঠান'-এর নামে ইতিমধ্য়েই রয়েছে অনেকগুলি রেকর্ড ৷ ছুটির দিনের মুক্তি না-পাওয়ার পরেও এই ছবি প্রথম দিনে সবচেয়ে বেশি টাকা আয় করেছে ৷ সবচেয়ে বেশি হল জুড়ে মুক্তি পেয়েছে এই ছবি ৷ শুধু তাই শাহরুখ, দীপিকা এবং জনের কেরিয়ারে কোনও ছবি প্রথম দিনে এত টাকা আয় করেনি ৷

আরও পড়ুন: পাঠানের কামাল, 32 বছর বাদে কাশ্মীর 'হাউজফুল'
  • #Pathaan out of the world ₹ 70 Crs Nett is expected for Hindi Day 2 in India 🇮🇳

    A never before record by a huge distance..

    Early estimates..

    — Ramesh Bala (@rameshlaus) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চার বছর বাদে এই ছবির হাত ধরে পর্দায় কামব্যাক করলেন এসআরকে ৷ এর আগে আনন্দ এল রাই পরিচালিত 'জিরো' ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে ৷ এই ছবির আয় ছিল মাত্র 88.74 কোটি টাকা ৷ এর আগে 2017 সালে মুক্তি পাওয়া কিং খানের 'জব হ্যারি মেট সেজল'-ও তেমন মন জয় করতে পারেনি তাঁর অনুরাগীদের ৷ মাত্র 62 কোটি টাকা আয় করেই থমকে গিয়েছিল এই ছবির যাত্রা ৷ কিন্তু এবার বনবাস থেকে বড় কামব্যাক কিং খানের ৷ প্রায় চার বছর পর মাঠে নেমেই ঝোড়ো ডবল সেঞ্চুরি হাঁকালেন তিনি ৷ কেউ তাঁর এই ঝড়কে বলছেন 'পাঠান' সুনামি কেউ আবার বলছেন 'কুর্সি কী পেটি বাঁধলো মৌসম বদলে নে বালি হ্যায় ৷'

Last Updated : Jan 27, 2023, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.