ETV Bharat / entertainment

SRK turns 57: 'কতটা পথ পেরোলে তবে শাহরুখ হওয়া যায়'...সেকেন্ড ইনিংস শুরুর মুখে বলিউডের বাদশাহ - shah rukh khan 57th birthday

আগামী বছর মুক্তি পেতে চলেছে কিং খানের তিন তিনটি ছবি ৷ তার জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা ৷ বেশ বড় বিরতির পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ ৷ ষাটের দিকে আরও এক পা বাড়িয়ে তাঁর এই সেকেন্ড ইনিংস শুরু করবেন বলিউডের বাদশাহ (SRK 57th birthday)৷ তাঁর জন্য় রইল শুভেচ্ছা ৷

SRK turns 57
কতটা পথ পেরোলে তবে শাহরুখ হওয়া যায়...সেকেন্ড ইনিংস শুরুর মুখে বলিউডের বাদশাহ
author img

By

Published : Nov 2, 2022, 12:45 PM IST

হায়দরাবাদ: এমন নয় যে এসআরকে ব্যর্থতা দেখেননি (SRK 57th birthday) ৷ বক্স অফিসে ধারাবাহিক বিপর্যয় শাহরুখ নামক ব্র্যান্ডের গায়েও বড় আঘাত হেনেছে ৷ কয়েক বছর আগেই 'রা ওয়ান', 'জিরো'-র মতো ছবির জন্য যথেষ্ট আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে তাঁকে ৷ কিন্তু তবু প্রায় তিন দশক ধরে রাখা বলিউডের বেতাজ বাদশাহ তিনিই । তিনি আজ পালন করছেন 57তম জন্মদিন ৷

বব ডিলানের 'ব্লোয়িং ইন দ্য উইন্ড' গানের অনুবাদ করতে গিয়ে কবীর সুমন এক সময় লিখেছিলেন, 'কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় ৷' তাঁকে অনুকরণ করে আজ শাহরুখ প্রেমীরা বলতেই পারেন, 'কতটা পথ পেরোলে তবে শাহরুখ হওয়া যায়...' আগামী বছরও মুক্তি পেতে চলেছে কিং খানের তিন তিনটি ছবি ৷ তার জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা ৷

SRK turns 57
তবে আগামী বছর এসআরকের সবচেয়ে বড় বাজি হতে চলেছে রাজকুমার হিরানির 'ডানকি'

গত মাসে আশিতম জন্মদিন উদযাপন করেছিলেন বিগবি ৷ তাঁর জন্মদিনে একটি সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন এসআরকে ৷ সেখানে তিনি বিগ বি-কে একজন মহান মানুষ এবং সুপার হিউম্যান অ্যাখ্যা দিয়ে লিখেছিলেন তাঁর থেকে একটি গুণ তিনি নিয়েছেন তা হলো তাঁর কখনও পিছু না হটার জেদ ৷

প্রায় বছর চারেক কেটে গিয়েছে প্রধান চরিত্রে বড় পর্দায় আসেননি কিং খান ৷ এবার ষাটের দিকে আরও এক পা বাড়িয়ে তাঁর এই সেকেন্ড ইনিংস শুরু করবেন বলিউডের বাদশাহ (SRK second innings) ৷ এর মাঝে 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট', 'লাল সিং চাড্ডা' এবং 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিব'-এ ক্যামিও পারফরম্য়ান্সে তাঁকে দেখা গিয়েছে ঠিকই কিন্তু সেভাবে বড় চরিত্রে তিনি সামনে আসেননি ৷ পরের বছরের শুরুর দিকে কিং খান রূপালি পর্দায় ফিরে আসবেন । প্রযোজনা থেকে অবশ্য় তিনটি ছবির মাধ্যমে কিং খানের 600 কোটিরও বেশি আয় হয়েছে তাঁর । কিন্তু পর্দায় ফেরার জন্য় অবশ্য সুন্দর নতুন ছক তৈরি করেছেন তিনি ৷

SRK turns 57
অরুণ কুমার অ্যাটলির পরিচালনায় আসতে চলেছে এই থ্রিলার ৷

অভিনেতা তাঁর নতুন বছরের প্রথম কাজটিই করেছেন যশ রাজ ফিল্মসের ব্যানারে । একসময় এই সংস্থার হাত ধরেই তিনি সারা দেশ জুড়ে পরিচিত হয়ে উঠেছিলেন স্বপ্ন নগরীর বাজিগর ৷ যশ রাজ ফিল্মস এই ছবির মাধ্য়মে উদযাপন করতে চলেছে তাঁদের পঞ্চাশ তম বার্ষিকী ৷ শাহরুখের এই নতুন ছবির নাম 'পাঠান' ৷

এই ছবির টিজারও মুক্তি পেয়েছে এসআরকের 57তম জন্মদিনে ৷ দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, তিনি দর্শকদের এমন একটি অভিজ্ঞতা দিতে চলেছেন যা অনন্য ৷ হিন্দি, তামিল এবং তেলেগুতে 25 জানুয়ারী, 2023-এ যখন ছবিটি বড় পর্দায় আসতে চলেছে ৷ নতুন বছরে দ্বিতীয় যে ছবিটি রিলিজ হতে চলেছে এসআরকের সেটিও একটি অ্য়াকশন ছবি ৷ নাম 'জওয়ান' ৷ হোম ব্যানার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হাত ধরে আসতে চলেছে এই ছবি ৷ অরুণ কুমার অ্যাটলির পরিচালনায় আসতে চলেছে এই থ্রিলার ৷ এই ছবিতেও অ্যাকশন মুডে দেখা যাবে কিং খানকে ৷ ছবিতে তাঁর নায়িকা হতে চলেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা ৷ আগামী বছর 2 জুন হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

SRK turns 57
অভিনেতা তাঁর নতুন বছরের প্রথম কাজটিই করেছেন যশ রাজ ফিল্মসের ব্যানারে একসময় এই সংস্থার হাত ধরেই তিনি সারা দেশ জুড়ে পরিচিত হয়ে উঠেছিলেন স্বপ্ন নগরীর বাজিগর

আরও পড়ুন: জন্মদিনে ফ্যানেদের 'পাঠান' এর টিজার উপহার কিং খানের

তবে আগামী বছর এসআরকের সবচেয়ে বড় বাজি হতে চলেছে রাজকুমার হিরানির 'ডানকি' ৷ এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নুকে ৷ একটি মনোজ্ঞ ছবি হিসাবে এই ছবি কতখানি মন জয় করে নিতে পারে সেটাই দেখার ৷ আদতে এই প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ তাই তাঁকে এই নতুন অবতারে দেখার জন্য় মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ ইতিমধ্য়ে ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে ৷ মোট তিনটি ছবি নিয়ে নতুন বছরে আসতে চলেছেন এসআরকে ৷ তাঁর ফ্য়ানেরা নিশ্চয়ই চাইবেন বক্স অফিসে হারানো স্থান পুনরুদ্ধার করুন তিনি ৷ দিন আরও একটি সুপার ডুপার হিট ৷

হায়দরাবাদ: এমন নয় যে এসআরকে ব্যর্থতা দেখেননি (SRK 57th birthday) ৷ বক্স অফিসে ধারাবাহিক বিপর্যয় শাহরুখ নামক ব্র্যান্ডের গায়েও বড় আঘাত হেনেছে ৷ কয়েক বছর আগেই 'রা ওয়ান', 'জিরো'-র মতো ছবির জন্য যথেষ্ট আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে তাঁকে ৷ কিন্তু তবু প্রায় তিন দশক ধরে রাখা বলিউডের বেতাজ বাদশাহ তিনিই । তিনি আজ পালন করছেন 57তম জন্মদিন ৷

বব ডিলানের 'ব্লোয়িং ইন দ্য উইন্ড' গানের অনুবাদ করতে গিয়ে কবীর সুমন এক সময় লিখেছিলেন, 'কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় ৷' তাঁকে অনুকরণ করে আজ শাহরুখ প্রেমীরা বলতেই পারেন, 'কতটা পথ পেরোলে তবে শাহরুখ হওয়া যায়...' আগামী বছরও মুক্তি পেতে চলেছে কিং খানের তিন তিনটি ছবি ৷ তার জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা ৷

SRK turns 57
তবে আগামী বছর এসআরকের সবচেয়ে বড় বাজি হতে চলেছে রাজকুমার হিরানির 'ডানকি'

গত মাসে আশিতম জন্মদিন উদযাপন করেছিলেন বিগবি ৷ তাঁর জন্মদিনে একটি সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন এসআরকে ৷ সেখানে তিনি বিগ বি-কে একজন মহান মানুষ এবং সুপার হিউম্যান অ্যাখ্যা দিয়ে লিখেছিলেন তাঁর থেকে একটি গুণ তিনি নিয়েছেন তা হলো তাঁর কখনও পিছু না হটার জেদ ৷

প্রায় বছর চারেক কেটে গিয়েছে প্রধান চরিত্রে বড় পর্দায় আসেননি কিং খান ৷ এবার ষাটের দিকে আরও এক পা বাড়িয়ে তাঁর এই সেকেন্ড ইনিংস শুরু করবেন বলিউডের বাদশাহ (SRK second innings) ৷ এর মাঝে 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট', 'লাল সিং চাড্ডা' এবং 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিব'-এ ক্যামিও পারফরম্য়ান্সে তাঁকে দেখা গিয়েছে ঠিকই কিন্তু সেভাবে বড় চরিত্রে তিনি সামনে আসেননি ৷ পরের বছরের শুরুর দিকে কিং খান রূপালি পর্দায় ফিরে আসবেন । প্রযোজনা থেকে অবশ্য় তিনটি ছবির মাধ্যমে কিং খানের 600 কোটিরও বেশি আয় হয়েছে তাঁর । কিন্তু পর্দায় ফেরার জন্য় অবশ্য সুন্দর নতুন ছক তৈরি করেছেন তিনি ৷

SRK turns 57
অরুণ কুমার অ্যাটলির পরিচালনায় আসতে চলেছে এই থ্রিলার ৷

অভিনেতা তাঁর নতুন বছরের প্রথম কাজটিই করেছেন যশ রাজ ফিল্মসের ব্যানারে । একসময় এই সংস্থার হাত ধরেই তিনি সারা দেশ জুড়ে পরিচিত হয়ে উঠেছিলেন স্বপ্ন নগরীর বাজিগর ৷ যশ রাজ ফিল্মস এই ছবির মাধ্য়মে উদযাপন করতে চলেছে তাঁদের পঞ্চাশ তম বার্ষিকী ৷ শাহরুখের এই নতুন ছবির নাম 'পাঠান' ৷

এই ছবির টিজারও মুক্তি পেয়েছে এসআরকের 57তম জন্মদিনে ৷ দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, তিনি দর্শকদের এমন একটি অভিজ্ঞতা দিতে চলেছেন যা অনন্য ৷ হিন্দি, তামিল এবং তেলেগুতে 25 জানুয়ারী, 2023-এ যখন ছবিটি বড় পর্দায় আসতে চলেছে ৷ নতুন বছরে দ্বিতীয় যে ছবিটি রিলিজ হতে চলেছে এসআরকের সেটিও একটি অ্য়াকশন ছবি ৷ নাম 'জওয়ান' ৷ হোম ব্যানার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হাত ধরে আসতে চলেছে এই ছবি ৷ অরুণ কুমার অ্যাটলির পরিচালনায় আসতে চলেছে এই থ্রিলার ৷ এই ছবিতেও অ্যাকশন মুডে দেখা যাবে কিং খানকে ৷ ছবিতে তাঁর নায়িকা হতে চলেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা ৷ আগামী বছর 2 জুন হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

SRK turns 57
অভিনেতা তাঁর নতুন বছরের প্রথম কাজটিই করেছেন যশ রাজ ফিল্মসের ব্যানারে একসময় এই সংস্থার হাত ধরেই তিনি সারা দেশ জুড়ে পরিচিত হয়ে উঠেছিলেন স্বপ্ন নগরীর বাজিগর

আরও পড়ুন: জন্মদিনে ফ্যানেদের 'পাঠান' এর টিজার উপহার কিং খানের

তবে আগামী বছর এসআরকের সবচেয়ে বড় বাজি হতে চলেছে রাজকুমার হিরানির 'ডানকি' ৷ এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নুকে ৷ একটি মনোজ্ঞ ছবি হিসাবে এই ছবি কতখানি মন জয় করে নিতে পারে সেটাই দেখার ৷ আদতে এই প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ তাই তাঁকে এই নতুন অবতারে দেখার জন্য় মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ ইতিমধ্য়ে ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে ৷ মোট তিনটি ছবি নিয়ে নতুন বছরে আসতে চলেছেন এসআরকে ৷ তাঁর ফ্য়ানেরা নিশ্চয়ই চাইবেন বক্স অফিসে হারানো স্থান পুনরুদ্ধার করুন তিনি ৷ দিন আরও একটি সুপার ডুপার হিট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.