ETV Bharat / entertainment

Jawan BO Collection: 'হার কর জিতনেওয়ালে কো...?' লাগাতার পতনের পর ফের বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে 'জওয়ান' - 750 কোটির দোড়গোড়ায়

SRK Jawan Craze: 'জওয়ান' নিয়ে উন্মাদনা এখনও অব্যহত ৷ ফের তার প্রমাণ মিলল স্যাকনিল্কের বক্স অফিস রিপোর্টে ৷ রিপোর্ট কার্ড বলছে শনিবার আবার ঝড় নিয়ে হাজির হতে চলেছেন এসআরকে ৷ পরপর কয়েকদিন পতনের পর আবার ঘুরে দাঁড়াতে চলেছে তাঁর নতুন ছবি ৷

Jawan BO Collection
আবার বক্স অফিসে রাজ করতে আসছেন শাহরুখ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 12:32 PM IST

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: 'বেকরার করকে হামে ইঁউ না যাইয়ে' কিংবা 'রামাইয়া বস্তাবাইয়া'র মতো পুরোনো গানগুলি অন্যভাবে ব্যবহার করে 'জওয়ান' ছবিতে নতুন মাত্রা যোগ করেছিলেন পরিচালক অ্যাটলি ৷ পূর্বাভাস বলছে, বক্স অফিসে বেশ কয়েকদিন লাগাতার পতনের পর শনিবার আবার ঘুরে দাঁড়াতে পারে এসআরকের ছবি ৷ আর এহেন পরিস্থিতিতে হয়তো বাংলা জানলে একটাই গান গাইতেন শাহরুখ, 'এভাবেও ফিরে আসা যায় ৷' তিনি বারবার প্রমাণ করেছেন একথা ৷

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে নিজেকে আবার যেভাবে তৈরি করেছেন বাদশাহ তা হয়তো তাঁর পক্ষেই সম্ভব ৷ দেশ-বিদেশ মিলিয়ে শনিবার 700 কোটিও ছাড়িয়ে যাবে এই ছবির আয় ৷ শুক্রবার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট যে হিসেবনিকেশ সামনে এনেছে তাতে এখনও পর্যন্ত এই ছবির আয় দাঁড়িয়েছে 696.67 কোটি টাকা ৷ তাই শনিবারের আয় যোগ হলে হয়তো 750 কোটির দোড়গোড়ায় পৌঁছে যাবে 'জওয়ান' ৷

অন্যদিকে শুক্রবার শুধু ভারতে ছবিটি ব্যবসা করেছে প্রায় 21 কোটি টাকা ৷ যার জেরে শুধু ভারতে ছবির মোট আয় দাঁড়িয়েছে 410.88 কোটি টাকা ৷ আর প্রাথমিক অনুমান বলছে শনিবার এই ছবির আয় বেশ খানিকটা বেড়ে যেতে পারে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী আয় দাঁড়াতে পারে 32 কোটি টাকা ৷ অর্থাৎ দ্বিতীয় রবিবারে ভারতের 450 কোটির ক্লাবে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে অ্যাটলি কুমারের এই ছবির সামনে ৷

  • #WATCH | During the post-success event of Film Jawan in Mumbai, Superstar Shah Rukh Khan says, "We started on January 26, Republic Day (with Pathaan), then on Janmashtami we released Jawan, now New Year and Christmas are round the corner, we will release 'Dunki'..." pic.twitter.com/madJwwc25h

    — ANI (@ANI) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পর্দায় শাহরুখ, সামনে অগণিত ভক্ত; প্রেক্ষাগৃহে উঠল 'আজাদি'র স্লোগান

ইতিমধ্যেই ছবির সাকসেস মিটে আরও একটি বড় খবর সামনে এনেছেন শাহরুখ ৷ তিনি জানিয়েছেন বছরের শুরুতে সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল 'পাঠান' ৷ আর জন্মাষ্টমী উপলক্ষ্যে তিনি উপহার দিয়েছেন 'জওয়ান' ছবিটি ৷ আর এখন সকলেই অপেক্ষা করে রয়েছেন তাঁর ডাঙ্কি ছবিটির জন্য ৷ আর এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ক্রিসমাসে ৷ নতুন বছরে আগেই তিনি পর্দায় ফিরবেন রাজকুমার হিরানির হাত ধরে ৷

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: 'বেকরার করকে হামে ইঁউ না যাইয়ে' কিংবা 'রামাইয়া বস্তাবাইয়া'র মতো পুরোনো গানগুলি অন্যভাবে ব্যবহার করে 'জওয়ান' ছবিতে নতুন মাত্রা যোগ করেছিলেন পরিচালক অ্যাটলি ৷ পূর্বাভাস বলছে, বক্স অফিসে বেশ কয়েকদিন লাগাতার পতনের পর শনিবার আবার ঘুরে দাঁড়াতে পারে এসআরকের ছবি ৷ আর এহেন পরিস্থিতিতে হয়তো বাংলা জানলে একটাই গান গাইতেন শাহরুখ, 'এভাবেও ফিরে আসা যায় ৷' তিনি বারবার প্রমাণ করেছেন একথা ৷

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে নিজেকে আবার যেভাবে তৈরি করেছেন বাদশাহ তা হয়তো তাঁর পক্ষেই সম্ভব ৷ দেশ-বিদেশ মিলিয়ে শনিবার 700 কোটিও ছাড়িয়ে যাবে এই ছবির আয় ৷ শুক্রবার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট যে হিসেবনিকেশ সামনে এনেছে তাতে এখনও পর্যন্ত এই ছবির আয় দাঁড়িয়েছে 696.67 কোটি টাকা ৷ তাই শনিবারের আয় যোগ হলে হয়তো 750 কোটির দোড়গোড়ায় পৌঁছে যাবে 'জওয়ান' ৷

অন্যদিকে শুক্রবার শুধু ভারতে ছবিটি ব্যবসা করেছে প্রায় 21 কোটি টাকা ৷ যার জেরে শুধু ভারতে ছবির মোট আয় দাঁড়িয়েছে 410.88 কোটি টাকা ৷ আর প্রাথমিক অনুমান বলছে শনিবার এই ছবির আয় বেশ খানিকটা বেড়ে যেতে পারে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী আয় দাঁড়াতে পারে 32 কোটি টাকা ৷ অর্থাৎ দ্বিতীয় রবিবারে ভারতের 450 কোটির ক্লাবে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে অ্যাটলি কুমারের এই ছবির সামনে ৷

  • #WATCH | During the post-success event of Film Jawan in Mumbai, Superstar Shah Rukh Khan says, "We started on January 26, Republic Day (with Pathaan), then on Janmashtami we released Jawan, now New Year and Christmas are round the corner, we will release 'Dunki'..." pic.twitter.com/madJwwc25h

    — ANI (@ANI) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পর্দায় শাহরুখ, সামনে অগণিত ভক্ত; প্রেক্ষাগৃহে উঠল 'আজাদি'র স্লোগান

ইতিমধ্যেই ছবির সাকসেস মিটে আরও একটি বড় খবর সামনে এনেছেন শাহরুখ ৷ তিনি জানিয়েছেন বছরের শুরুতে সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল 'পাঠান' ৷ আর জন্মাষ্টমী উপলক্ষ্যে তিনি উপহার দিয়েছেন 'জওয়ান' ছবিটি ৷ আর এখন সকলেই অপেক্ষা করে রয়েছেন তাঁর ডাঙ্কি ছবিটির জন্য ৷ আর এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ক্রিসমাসে ৷ নতুন বছরে আগেই তিনি পর্দায় ফিরবেন রাজকুমার হিরানির হাত ধরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.