ETV Bharat / entertainment

New Achievement for SRK : ইলন, বিরাটদের পিছনে ফেলে সেরা একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় 'পাঠান' - 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষে শাহরুখ

শাহরুখের মুকুটে এবার যোগ হল আরও একটি পালক ৷ টুইটার সিইও ইলন মাস্ক, বিরাট কোহলিদের পিছনে ফেলে টাইম ম্য়াগাজিনের সেরা 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষ স্থান দখল করলেন শাহরুখ ৷ তবে এই নির্বাচন করেছেন পাঠকেরা ৷ টাইম ম্যাগাজিন তাঁদের তালিকা প্রকাশ করবে আগামী 13 এপ্রিল ৷

SRK in Time100 List
টাইম ম্য়াগাজিনের সেরা প্রভাবশালী ব্য়ক্তির তালিকায় প্রথম স্থান দখল করলেন শাহরুখ
author img

By

Published : Apr 7, 2023, 2:18 PM IST

Updated : Apr 7, 2023, 2:50 PM IST

হায়দরাবাদ, 7 এপ্রিল: আবার একটি রেকর্ড যুক্ত হল বলিউডের পাঠান-এর নামে ৷ কিং খানের জন্য সত্য়িই 2023 সালের শুরুটা দারুণ হয়েছে ৷ একদিকে যেমন তিনি ফের কামব্যাক করলেন বলিউডের বাদশাহের আসনে তেমনই টাইম ম্যাগাজিনের সেরা 100 জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় লিওনেল মেসি এবং বিরাট কোহলিদেরও পিছনে ফেলে দিলেন এই মুুম্বইকর ৷ শাহরুখ এই তালিকায় রয়েছেন শীর্ষস্থানে ৷ প্রসঙ্গত, এই তালিকা টাইম ম্যাগাজিন প্রকাশ করেনি পুরোটাই হল রিডার্স পোল ৷ অর্থাৎ পাঠকের নির্বাচনে সবচেয়ে এগিয়ে শাহরুখ ৷

টাইম ম্যাগাজিনের এই সেরা 100-এর তালিকায় আরও যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম অস্কার বিজয়ী অভিনেতা মিশেল ইয়োহ, টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস, মেটা সিইও মার্ক জুকারবার্গ, ক্রিকেটার বিরাট কোহলি, টুইটার সিইও ইলন মাস্ক, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মতো বিশ্বের সেরার সেরারা ৷ টাইম ম্যাগাজিনের সূত্রে পাওয়া খবর বলছে, 1.2 মিলিয়ন অর্থাৎ সমগ্র ভোটের প্রায় 4 শতাংশ পেয়ে এই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন এসআরকে ৷

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানি নারীরা ৷ যেভাবে তাঁরা ইসলামি কট্টরবাদী আইনের বিরুদ্ধে লড়াই করেছেন তা দেখেই 3 শতাংশ জনতা তাঁদের ভোট দিয়েছেন ৷ তৃতীয় স্থানে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা ৷ আর চতুর্থ স্থান দখল করেছেন প্রিন্স হ্য়ারি এবং মেগান মার্কলে ৷ টাইম ম্যাগাজিনের এই তালিকায় পঞ্চম স্থান পেয়েছেন আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসি ৷

চুড়ান্ত তালিকা টাইম ম্যাগাজিন প্রকাশ করবে আগামী 13 এপ্রিল ৷ সম্প্রতি শাহরুখ তাঁর শেষ ছবি 'পাঠান'-এর কারণে বিপুল সাফল্য় পেয়েছেন ৷ সারা বিশ্ব জুড়ে এই ছবি আয় করেছে 1050 কোটিরও বেশি ৷ আগামীতে আরও দু'টি গুরুত্বপূর্ণ ছবি রয়েছে শাহরুখের হাতে ৷ তার মধ্য়ে একটি হল 'জওয়ান', যেখানে তাঁকে দেখা যাবে দক্ষিণী নায়িকা নয়নতারার সঙ্গে ৷ আর অপরটি হল 'ডাঙ্কি' ৷

আরও পড়ুন: বক্স অফিসে 60 কোটির দোরগোড়ায় অজয়ের 'ভোলা'

হায়দরাবাদ, 7 এপ্রিল: আবার একটি রেকর্ড যুক্ত হল বলিউডের পাঠান-এর নামে ৷ কিং খানের জন্য সত্য়িই 2023 সালের শুরুটা দারুণ হয়েছে ৷ একদিকে যেমন তিনি ফের কামব্যাক করলেন বলিউডের বাদশাহের আসনে তেমনই টাইম ম্যাগাজিনের সেরা 100 জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় লিওনেল মেসি এবং বিরাট কোহলিদেরও পিছনে ফেলে দিলেন এই মুুম্বইকর ৷ শাহরুখ এই তালিকায় রয়েছেন শীর্ষস্থানে ৷ প্রসঙ্গত, এই তালিকা টাইম ম্যাগাজিন প্রকাশ করেনি পুরোটাই হল রিডার্স পোল ৷ অর্থাৎ পাঠকের নির্বাচনে সবচেয়ে এগিয়ে শাহরুখ ৷

টাইম ম্যাগাজিনের এই সেরা 100-এর তালিকায় আরও যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম অস্কার বিজয়ী অভিনেতা মিশেল ইয়োহ, টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস, মেটা সিইও মার্ক জুকারবার্গ, ক্রিকেটার বিরাট কোহলি, টুইটার সিইও ইলন মাস্ক, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মতো বিশ্বের সেরার সেরারা ৷ টাইম ম্যাগাজিনের সূত্রে পাওয়া খবর বলছে, 1.2 মিলিয়ন অর্থাৎ সমগ্র ভোটের প্রায় 4 শতাংশ পেয়ে এই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন এসআরকে ৷

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানি নারীরা ৷ যেভাবে তাঁরা ইসলামি কট্টরবাদী আইনের বিরুদ্ধে লড়াই করেছেন তা দেখেই 3 শতাংশ জনতা তাঁদের ভোট দিয়েছেন ৷ তৃতীয় স্থানে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা ৷ আর চতুর্থ স্থান দখল করেছেন প্রিন্স হ্য়ারি এবং মেগান মার্কলে ৷ টাইম ম্যাগাজিনের এই তালিকায় পঞ্চম স্থান পেয়েছেন আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসি ৷

চুড়ান্ত তালিকা টাইম ম্যাগাজিন প্রকাশ করবে আগামী 13 এপ্রিল ৷ সম্প্রতি শাহরুখ তাঁর শেষ ছবি 'পাঠান'-এর কারণে বিপুল সাফল্য় পেয়েছেন ৷ সারা বিশ্ব জুড়ে এই ছবি আয় করেছে 1050 কোটিরও বেশি ৷ আগামীতে আরও দু'টি গুরুত্বপূর্ণ ছবি রয়েছে শাহরুখের হাতে ৷ তার মধ্য়ে একটি হল 'জওয়ান', যেখানে তাঁকে দেখা যাবে দক্ষিণী নায়িকা নয়নতারার সঙ্গে ৷ আর অপরটি হল 'ডাঙ্কি' ৷

আরও পড়ুন: বক্স অফিসে 60 কোটির দোরগোড়ায় অজয়ের 'ভোলা'

Last Updated : Apr 7, 2023, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.