ETV Bharat / entertainment

SRK New Film Jawan: 'সুনামি লোডিং', দেড় লক্ষ ছাড়াল শাহরুখের 'জওয়ান' ছবির অগ্রিম বুকিং - জওয়ান

মুক্তির আগেই বিকোল দেড় লক্ষেরও বেশি টিকিট ৷ নতুন রেকর্ড তৈরির পথে হাঁটছে শাহরুখের 'জওয়ান' ৷

SRK New Film Jawan
1.5 লক্ষ টিকিট বিকোলো শাহরুখের জওয়ান ছবির
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 12:59 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: 'জওয়ান' নিয়ে শাহরুখ ফ্যানেদের উন্মাদনা এখন তুঙ্গে ৷ শনিবার অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও বড় রেকর্ড গড়ে ফেলল কিং খানের ছবি ৷ ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে দেড় লক্ষেরও বেশি টিকিট ৷ তাও আবার শুধুমাত্র ন্যাশানাল চেইনে ৷ অর্থাৎ সিনেপলিস, পিভিআর এবং আইনক্স মিলিয়ে দেড় লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে শনিবার সকাল পর্যন্ত ৷ এর আগে প্রথম দিনের অ্যাডভান্স বুকিং থেকেই 32 কোটি টাকা ঘরে তুলে নিয়েছিল কিং খানের 'পাঠান' ৷ নির্মাতারা নিশ্চই আশা করবেন সেই অঙ্ককে ছাপিয়ে যাবে শাহরুখ-অ্যাটলির এই নতুন ছবি ৷

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ আর ট্রেলারটি যে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তার প্রমান রয়েছে ইউটিউবেই ৷ ইতিমধ্য়েই 'জওয়ান' ছবির ঝলক দেখে ফেলেছেন সাড়ে তিন কোটিরও বেশি মানুষ ৷ বোঝাই যায় 'পাঠান'-এর সাফল্যের পর 'জওয়ান' নিয়ে আগ্রহ ঠিক কী রকম ৷

এরই মাঝে অগ্রিম বুকিংয়ের যে রিপোর্ট দিলেন তরণ আদর্শ তাতে তিনি জানান, শনিবার সকাল ন'টা পর্যন্ত যে হিসাব সামনে এসেছে তাতে বিক্রি হয়ে গিয়েছে দেড় লক্ষ টিকট ৷ পিভিআর আর আইনক্স মিলিয়ে বিক্রি হয়েছে 125,000 টিকিট ৷ আর অন্য়দিকে সিনেপলিস থেকেও বিক্রি হয়েছে আরও 25000 ৷ এর আগেই তরণ জানিয়েছিলেন, 'সুনামি লোডিং ৷' বক্স অফিসে 'গদর 2' ছবিটি যেভাবে শোরগোল ফেলেছে তেমনই কি 'জওয়ান'ও শোরগোল ফেলবে উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন: মুক্তির আগেই রেকর্ড তৈরি ! 'জওয়ান' ছবির অ্যাডভান্স বুকিং আকাশছোঁয়া

তবে অ্যাটলি কুমারের এই ছবিতে সব ধরনের মশালাই ব্যবহার হয়েছে ৷ নজরকাড়া সংলাপ, দেশপ্রেম, রোম্যান্স, অ্যাকশন কোনও কিছুই বাদ পড়েনি ৷ অনন্ত ট্রেলার দেখে তাই মনে হয় ৷ এখন সব মিলিয়ে রান্নাটা কেমন করলেন পরিচালক এবং কলাকুশলীরা সেটাই দেখার ৷ সেই উত্তরের জন্য অপেক্ষা করে থাকতেই হবে 7 সেপ্টেম্বর পর্যন্ত ৷

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: 'জওয়ান' নিয়ে শাহরুখ ফ্যানেদের উন্মাদনা এখন তুঙ্গে ৷ শনিবার অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও বড় রেকর্ড গড়ে ফেলল কিং খানের ছবি ৷ ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে দেড় লক্ষেরও বেশি টিকিট ৷ তাও আবার শুধুমাত্র ন্যাশানাল চেইনে ৷ অর্থাৎ সিনেপলিস, পিভিআর এবং আইনক্স মিলিয়ে দেড় লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে শনিবার সকাল পর্যন্ত ৷ এর আগে প্রথম দিনের অ্যাডভান্স বুকিং থেকেই 32 কোটি টাকা ঘরে তুলে নিয়েছিল কিং খানের 'পাঠান' ৷ নির্মাতারা নিশ্চই আশা করবেন সেই অঙ্ককে ছাপিয়ে যাবে শাহরুখ-অ্যাটলির এই নতুন ছবি ৷

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ আর ট্রেলারটি যে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তার প্রমান রয়েছে ইউটিউবেই ৷ ইতিমধ্য়েই 'জওয়ান' ছবির ঝলক দেখে ফেলেছেন সাড়ে তিন কোটিরও বেশি মানুষ ৷ বোঝাই যায় 'পাঠান'-এর সাফল্যের পর 'জওয়ান' নিয়ে আগ্রহ ঠিক কী রকম ৷

এরই মাঝে অগ্রিম বুকিংয়ের যে রিপোর্ট দিলেন তরণ আদর্শ তাতে তিনি জানান, শনিবার সকাল ন'টা পর্যন্ত যে হিসাব সামনে এসেছে তাতে বিক্রি হয়ে গিয়েছে দেড় লক্ষ টিকট ৷ পিভিআর আর আইনক্স মিলিয়ে বিক্রি হয়েছে 125,000 টিকিট ৷ আর অন্য়দিকে সিনেপলিস থেকেও বিক্রি হয়েছে আরও 25000 ৷ এর আগেই তরণ জানিয়েছিলেন, 'সুনামি লোডিং ৷' বক্স অফিসে 'গদর 2' ছবিটি যেভাবে শোরগোল ফেলেছে তেমনই কি 'জওয়ান'ও শোরগোল ফেলবে উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন: মুক্তির আগেই রেকর্ড তৈরি ! 'জওয়ান' ছবির অ্যাডভান্স বুকিং আকাশছোঁয়া

তবে অ্যাটলি কুমারের এই ছবিতে সব ধরনের মশালাই ব্যবহার হয়েছে ৷ নজরকাড়া সংলাপ, দেশপ্রেম, রোম্যান্স, অ্যাকশন কোনও কিছুই বাদ পড়েনি ৷ অনন্ত ট্রেলার দেখে তাই মনে হয় ৷ এখন সব মিলিয়ে রান্নাটা কেমন করলেন পরিচালক এবং কলাকুশলীরা সেটাই দেখার ৷ সেই উত্তরের জন্য অপেক্ষা করে থাকতেই হবে 7 সেপ্টেম্বর পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.