ETV Bharat / entertainment

Sonu Helps Viral Bihari Girl : আর এক পায়ে লাফিয়ে যেতে হবে না স্কুলে, সোনুর থেকে পা পেল ছোট্ট সীমা - Sonu Helps Viral Bihari Girl

একটা পা নেই তাও অদম্য জেদকে সঙ্গী করে একপায়ে লাফিয়ে লাফিয়েই স্কুলে যেত বিহারের ছোট্ট সীমা ৷ এবার তার কাছে কৃত্রিম পা পৌঁছে দিলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood Helps The Viral Bihari Girl With A Prosthetic Leg)৷

Sonu Sood Helps The Viral Bihari Girl With A Prosthetic Leg
আর স্কুলে যেতে হবে না এক পায়ে হেঁটে, সোনুর কাছ থেকে পা পেল ছোট্ট সীমা
author img

By

Published : May 28, 2022, 10:29 AM IST

পাটনা, 28 মে : স্কুল প্রায় এক কিলোমিটার দূরে, তার ওপর একটা পা নেই ৷ কিন্তু অদম্য জেদকে সঙ্গী করে লাফিয়ে লাফিয়ে বন বাদাড় ভেঙে, মাঠ পেরিয়ে স্কুলে যেত বিহারের ছোট্ট সীমা ৷ এমনকী একটা ক্র্যাচও ছিল না তার ৷ মেয়েটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চোখে জল এসে গিয়েছিল নেটিজেনদের ৷ ব্যতিক্রম নন অভিনেতা সোনু সুদও ৷ লকডাউনের সময় থেকেই অভিনেতার ফাউন্ডেশনকে নানা সামাজিক কাজে যোগ দিতে দেখা গিয়েছে ৷ অভিনেতার থেকেও আজ সোনুর বড় পরিচয় সমাজসেবী হিসাবেই ৷ এবার বিহারের সীমার পাশেও দাঁড়ালেন তিনি (Sonu Sood Helps The Viral Bihari Girl With A Prosthetic Leg) ৷

প্রস্থেটিক লেগের দৌলতে এবার দু'পায়ে হেঁটেই স্কুলে যেতে পারবে সীমা ৷ সীমার একপায়ে লাফিয়ে চলার ভাইরাল ভিডিয়োটি নিজেই শেয়ার করেছিলেন অভিনেতা সোনু সুদ ৷ ক্যাপশনেই সুখবরটি দিয়ে তিনি লেখেন, "এখন আর এক নয় দুই পায়ে লাফিয়ে স্কুলে যাবে ও । টিকিট পাঠাচ্ছি, দুই পায়ে হাঁটার সময় এসেছে ৷" দু'বছর আগের একটি দুর্ঘটনায় পা হারিয়েছিল সীমা ৷ তবে তার উদ্যম এতটুকু কমে যায়নি ৷ বরং সব প্রতিবন্ধকতাকে জয় করে একপায়ে লাফিয়ে লাফিয়েই সে পৌঁছে যেত স্কুলে ৷ এই ভিডিয়ো সোশ্যালে ভাইরাল হতেই সীমার লড়াই নজর কাড়ে সকলের ৷

  • अब यह अपने एक नहीं दोनो पैरों पर क़ूद कर स्कूल जाएगी।
    टिकट भेज रहा हूँ, चलिए दोनो पैरों पर चलने का समय आ गया। @SoodFoundation 🇮🇳 https://t.co/0d56m9jMuA

    — sonu sood (@SonuSood) May 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ড্রাগ মামলায় শাহরুখ পুত্রকে ক্লিনচিট এনসিবির

তবে এখন আর ততখানি কষ্ট করতে হবে না ছোট্ট সীমাকে ৷ প্রস্থেটিক লেগ পরিহিত পরিহিত সীমার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইএএস অফিসার আওনিশ শরণও ৷ নেট দুনিয়ার এই ক্ষমতা দেখে মুগ্ধ তিনি ৷ সীমার লড়াইকে তা যেভাবে সকলের কাছে পৌঁছে দিয়েছে তা দেখে তিনি লেখেন, "সোশ্যাল মিডিয়ার এটাই ক্ষমতা ৷"

পাটনা, 28 মে : স্কুল প্রায় এক কিলোমিটার দূরে, তার ওপর একটা পা নেই ৷ কিন্তু অদম্য জেদকে সঙ্গী করে লাফিয়ে লাফিয়ে বন বাদাড় ভেঙে, মাঠ পেরিয়ে স্কুলে যেত বিহারের ছোট্ট সীমা ৷ এমনকী একটা ক্র্যাচও ছিল না তার ৷ মেয়েটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চোখে জল এসে গিয়েছিল নেটিজেনদের ৷ ব্যতিক্রম নন অভিনেতা সোনু সুদও ৷ লকডাউনের সময় থেকেই অভিনেতার ফাউন্ডেশনকে নানা সামাজিক কাজে যোগ দিতে দেখা গিয়েছে ৷ অভিনেতার থেকেও আজ সোনুর বড় পরিচয় সমাজসেবী হিসাবেই ৷ এবার বিহারের সীমার পাশেও দাঁড়ালেন তিনি (Sonu Sood Helps The Viral Bihari Girl With A Prosthetic Leg) ৷

প্রস্থেটিক লেগের দৌলতে এবার দু'পায়ে হেঁটেই স্কুলে যেতে পারবে সীমা ৷ সীমার একপায়ে লাফিয়ে চলার ভাইরাল ভিডিয়োটি নিজেই শেয়ার করেছিলেন অভিনেতা সোনু সুদ ৷ ক্যাপশনেই সুখবরটি দিয়ে তিনি লেখেন, "এখন আর এক নয় দুই পায়ে লাফিয়ে স্কুলে যাবে ও । টিকিট পাঠাচ্ছি, দুই পায়ে হাঁটার সময় এসেছে ৷" দু'বছর আগের একটি দুর্ঘটনায় পা হারিয়েছিল সীমা ৷ তবে তার উদ্যম এতটুকু কমে যায়নি ৷ বরং সব প্রতিবন্ধকতাকে জয় করে একপায়ে লাফিয়ে লাফিয়েই সে পৌঁছে যেত স্কুলে ৷ এই ভিডিয়ো সোশ্যালে ভাইরাল হতেই সীমার লড়াই নজর কাড়ে সকলের ৷

  • अब यह अपने एक नहीं दोनो पैरों पर क़ूद कर स्कूल जाएगी।
    टिकट भेज रहा हूँ, चलिए दोनो पैरों पर चलने का समय आ गया। @SoodFoundation 🇮🇳 https://t.co/0d56m9jMuA

    — sonu sood (@SonuSood) May 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ড্রাগ মামলায় শাহরুখ পুত্রকে ক্লিনচিট এনসিবির

তবে এখন আর ততখানি কষ্ট করতে হবে না ছোট্ট সীমাকে ৷ প্রস্থেটিক লেগ পরিহিত পরিহিত সীমার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইএএস অফিসার আওনিশ শরণও ৷ নেট দুনিয়ার এই ক্ষমতা দেখে মুগ্ধ তিনি ৷ সীমার লড়াইকে তা যেভাবে সকলের কাছে পৌঁছে দিয়েছে তা দেখে তিনি লেখেন, "সোশ্যাল মিডিয়ার এটাই ক্ষমতা ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.