ETV Bharat / entertainment

Sonam Kapoor's 4th anniversary: চতুর্থ বিবাহবার্ষিকীতে ঘনিষ্ঠ ছবিতে আনন্দকে রোম্যান্টিক বার্তা সোনমের - সোনম কাপুরের বিবাহবার্ষিকী

চতুর্থ বিবাহবার্ষিকীতে হাবি আনন্দ আহুজার জন্য রোম্যান্টিক বার্তা পাঠালেন সোনম কাপুর (Sonam Kapoor's 4th anniversary)৷ পোস্ট করলেন তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি (Sonam Kapoor posts lip-lock pic)৷

Sonam Kapoor posts lip-lock pic with Anand Ahuja on 4th anniversary
চতুর্থ বিবাহবার্ষিকীতে ঘনিষ্ঠ ছবিতে আনন্দকে রোম্যান্টিক বার্তা সোনমের
author img

By

Published : May 8, 2022, 4:04 PM IST

মুম্বই, 8 মে: দেখতে দেখতে কেটে গেল চারটে বছর ৷ 2018 সালের 8 মে বিরাট আয়োজনের পঞ্জাবি বিয়েতে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর ও আনন্দ আহুজা (Sonam Kapoor's 4th anniversary)৷ চতুর্থ বিবাহবার্ষিকীতে হাবিকে খোলা চিঠি লিখে রোম্যান্টিক একটি পোস্ট করলেন বলিউডের অভিনেত্রী ৷ সেখানেই তিনি তাঁর ও আনন্দের ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি তুলে ধরেছেন (Sonam Kapoor posts lip-lock pic)৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আনন্দের সঙ্গে তাঁর লিপ-লকের একটি ছবি পোস্ট করেছেন সোনম কাপুর (Sonam Kapoor wishes Anand Ahuja)৷ এ ছাড়াও রয়েছে তাঁদের ডেটিং-এর সময়ে একান্তে কাটানো বিভিন্ন রোম্যান্টিক মুহূর্তের অদেখা ছবি ৷ ক্যাপশনে সোনম লিখেছেন, "হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি আনন্দ আহুজা ৷ আমি বরাবর রোম্যান্টিক আর যত ভালোবাসার গল্প লেখা হয়েছে তার সবগুলোয় বিশ্বাস করি ৷ আমি যে স্বপ্নগুলি দেখেছিলাম, আমার যে সাধ ছিল, সব তুমি পূরণ করে দিয়েছো ৷ বিশ্বের সেরা মানুষটাকে আমাকে দেওয়ার জন্য এই ধরিত্রীকে রোজ ধন্যবাদ জানাই ৷ তোমাকে খুব খুব খুব ভালোবাসি ৷ 6 বছর হয়ে গেল আর এটা অনন্তকাল চলতে থাকবে ৷"

তবে আনন্দও কম রোম্যান্টিক নন ৷ ভালোবাসার ষষ্ঠ বছর ও বিয়ের চতুর্থ বার্ষিকীতে সোনমের গর্ভাবস্থার প্রাথমিক স্তরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রীর হাবি ৷ তিনি লিখেছেন, "গার্লফ্রেন্ড 6 বছরের, স্ত্রী 4 বছরের ৷ আর এই ভিডিয়োটি দেখলেই বুঝবেন, এ বছর মা হতে চলা তাঁর গর্ভাবস্থার প্রথম দিকের দিনগুলি ৷ শুভ বিবাহবার্ষিকী ৷"

আরও পড়ুন: Sonam Kapoor Maternity Shoot :বেবি বাম্পের ছবি দিয়ে ফের নেটিজেনদের মন জিতলেন সোনম

এই ভিডিয়োর পাশাপাশি আনন্দও তাঁর সঙ্গে সোনমের রোম্যান্টিক মুডের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ৷ সেখানে রয়েছে তাঁদের বিয়ের ছবিও ৷

সোনমের মা সুনীতা কাপুর তাঁর মেয়ে-জামাইয়ের মেহেন্দি অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ৷

অগস্ট মাসে প্রথম সন্তান আসতে চলেছে সোনম ও আনন্দের ৷ তাই সবমিলিয়ে এ বারের বিবাহবার্ষিকীটা তাঁদের জন্য খুবই স্পেশাল ৷ শুভেচ্ছা রইল ৷

মুম্বই, 8 মে: দেখতে দেখতে কেটে গেল চারটে বছর ৷ 2018 সালের 8 মে বিরাট আয়োজনের পঞ্জাবি বিয়েতে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর ও আনন্দ আহুজা (Sonam Kapoor's 4th anniversary)৷ চতুর্থ বিবাহবার্ষিকীতে হাবিকে খোলা চিঠি লিখে রোম্যান্টিক একটি পোস্ট করলেন বলিউডের অভিনেত্রী ৷ সেখানেই তিনি তাঁর ও আনন্দের ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি তুলে ধরেছেন (Sonam Kapoor posts lip-lock pic)৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আনন্দের সঙ্গে তাঁর লিপ-লকের একটি ছবি পোস্ট করেছেন সোনম কাপুর (Sonam Kapoor wishes Anand Ahuja)৷ এ ছাড়াও রয়েছে তাঁদের ডেটিং-এর সময়ে একান্তে কাটানো বিভিন্ন রোম্যান্টিক মুহূর্তের অদেখা ছবি ৷ ক্যাপশনে সোনম লিখেছেন, "হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি আনন্দ আহুজা ৷ আমি বরাবর রোম্যান্টিক আর যত ভালোবাসার গল্প লেখা হয়েছে তার সবগুলোয় বিশ্বাস করি ৷ আমি যে স্বপ্নগুলি দেখেছিলাম, আমার যে সাধ ছিল, সব তুমি পূরণ করে দিয়েছো ৷ বিশ্বের সেরা মানুষটাকে আমাকে দেওয়ার জন্য এই ধরিত্রীকে রোজ ধন্যবাদ জানাই ৷ তোমাকে খুব খুব খুব ভালোবাসি ৷ 6 বছর হয়ে গেল আর এটা অনন্তকাল চলতে থাকবে ৷"

তবে আনন্দও কম রোম্যান্টিক নন ৷ ভালোবাসার ষষ্ঠ বছর ও বিয়ের চতুর্থ বার্ষিকীতে সোনমের গর্ভাবস্থার প্রাথমিক স্তরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রীর হাবি ৷ তিনি লিখেছেন, "গার্লফ্রেন্ড 6 বছরের, স্ত্রী 4 বছরের ৷ আর এই ভিডিয়োটি দেখলেই বুঝবেন, এ বছর মা হতে চলা তাঁর গর্ভাবস্থার প্রথম দিকের দিনগুলি ৷ শুভ বিবাহবার্ষিকী ৷"

আরও পড়ুন: Sonam Kapoor Maternity Shoot :বেবি বাম্পের ছবি দিয়ে ফের নেটিজেনদের মন জিতলেন সোনম

এই ভিডিয়োর পাশাপাশি আনন্দও তাঁর সঙ্গে সোনমের রোম্যান্টিক মুডের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ৷ সেখানে রয়েছে তাঁদের বিয়ের ছবিও ৷

সোনমের মা সুনীতা কাপুর তাঁর মেয়ে-জামাইয়ের মেহেন্দি অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ৷

অগস্ট মাসে প্রথম সন্তান আসতে চলেছে সোনম ও আনন্দের ৷ তাই সবমিলিয়ে এ বারের বিবাহবার্ষিকীটা তাঁদের জন্য খুবই স্পেশাল ৷ শুভেচ্ছা রইল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.