ETV Bharat / entertainment

Blind Teaser: বাবার পর ওটিটি'তে পা সোনমেরও, মুক্তি পেল অনিল-তনয়ার 'ব্লাইন্ড' ছবির টিজার - Blind Teaser

বাবার পর ওটিটি পা দিলেন সোনম কাপুরও ৷ মুক্তি পেল অনিল কন্যার 'ব্লাইন্ড' ছবির টিজার ৷

Blind Teaser
মঙ্গলবার মুক্তি পেল ব্লাইন্ড ছবির টিজার
author img

By

Published : Jun 27, 2023, 10:34 PM IST

Updated : Jun 27, 2023, 10:39 PM IST

হায়দরাবাদ, 27 জুন: অভিনয়ে প্রত্যাবর্তন করলেন সোনম কাপুর ৷ যদিও বড় পর্দা নয় অনিল-তনয়া ফিরছেন ওভার দ্য টপ প্ল্যাটফর্মে ৷ মঙ্গলবার মুক্তি পেল সোনম কাপুরের আসন্ন ছবি 'ব্লাইন্ড'-এর টিজার ৷ রোমাঞ্চকর একটি গল্প অবলম্বনে তৈরিটি ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শোমি মাখিজা ৷ 2020 সালে স্কটল্যান্ডে এই ছবির শ্য়ুটিং সম্পন্ন হয়েছে বলে খবর ৷ তারপর থেকেই চলেছে প্রতীক্ষা ৷ আগামী 7 জুলাই জিও সিনেমায় প্রিমিয়ার হতে চলেছে এই ছবিটি ৷

টিজার দেখে স্পষ্ট সোনম এখানে অভিনয় করবেন এক পুলিশ অফিসারের ভূমিকায় ৷ কিন্তু তিনি অন্ধ ৷ শহরে ঘটে চলেছে একের পর এক খুন ৷ সেই সিরিয়াল কিলিংয়ের রহস্য উদঘাটনের দায়িত্বই নিজের কাঁধে তুলে নেন এই অফিসার ৷ তারপর কী হয় তা জানতে হলে দেখতে হবে এই ছবি ৷ তবে এই হত্যাকারীর সঙ্গে যে তাঁর একটা সম্পর্ক তৈরি হতে চলেছে তার আভাস রয়েছে এই টিজারেই ৷

মাতৃত্বের পর স্বাভাবিকভাবেই রূপোলি পর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন সোনম ৷ তাই সোনমের অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁর এই কাজের জন্য ৷ এই ছবিতে সোনম ছাড়াও রয়েছেন পূরব কোহলি, শুভম শ্রফ এবং বিনয় পাঠক ৷ 2019 সালে শেষবার তাঁকে দেখা গিয়েছিল 'দ্য জোয়া ফ্যাকটর' ছবিতে ৷ অন্য়দিকে সোনম কাপুরের ডিজিটাল অভিষেকও হতে চলেছে এই ছবির হাত ধরেই ৷

আরও পড়ুন: এলোকেশি সত্যবতীর চোখে চোখ সত্যান্বেষীর, দুর্গ রহস্যে ব্যোমকেশ-জায়ার প্রথম লুক সামনে আনলেন দেব

সোনমের চরিত্রটি যে এখানে বেশ রোমাঞ্চকর হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ দিনকয়েক আগেই পরিচালক যে সব ছবি শেয়ার করেছিলেন তাতে অভিনেত্রী দেখা গিয়েছিল বন্দুক হাতেও ৷ তাই বোঝা যায় রক্তপাত, খুন, জখম সবই থাকছে ছবিতে ৷ আগামী 7 জুলাই মুক্তি পেতে চলেছে সোনমের 'ব্লাইন্ড' ছবিটি ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জ্যোতি দেশপাণ্ডে ৷ রহস্য-রোমাঞ্চে ভরা এই গল্পটি কতখানি প্রভাব ফেলে দর্শক মনে, সেটাই এখন দেখার ৷

হায়দরাবাদ, 27 জুন: অভিনয়ে প্রত্যাবর্তন করলেন সোনম কাপুর ৷ যদিও বড় পর্দা নয় অনিল-তনয়া ফিরছেন ওভার দ্য টপ প্ল্যাটফর্মে ৷ মঙ্গলবার মুক্তি পেল সোনম কাপুরের আসন্ন ছবি 'ব্লাইন্ড'-এর টিজার ৷ রোমাঞ্চকর একটি গল্প অবলম্বনে তৈরিটি ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শোমি মাখিজা ৷ 2020 সালে স্কটল্যান্ডে এই ছবির শ্য়ুটিং সম্পন্ন হয়েছে বলে খবর ৷ তারপর থেকেই চলেছে প্রতীক্ষা ৷ আগামী 7 জুলাই জিও সিনেমায় প্রিমিয়ার হতে চলেছে এই ছবিটি ৷

টিজার দেখে স্পষ্ট সোনম এখানে অভিনয় করবেন এক পুলিশ অফিসারের ভূমিকায় ৷ কিন্তু তিনি অন্ধ ৷ শহরে ঘটে চলেছে একের পর এক খুন ৷ সেই সিরিয়াল কিলিংয়ের রহস্য উদঘাটনের দায়িত্বই নিজের কাঁধে তুলে নেন এই অফিসার ৷ তারপর কী হয় তা জানতে হলে দেখতে হবে এই ছবি ৷ তবে এই হত্যাকারীর সঙ্গে যে তাঁর একটা সম্পর্ক তৈরি হতে চলেছে তার আভাস রয়েছে এই টিজারেই ৷

মাতৃত্বের পর স্বাভাবিকভাবেই রূপোলি পর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন সোনম ৷ তাই সোনমের অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁর এই কাজের জন্য ৷ এই ছবিতে সোনম ছাড়াও রয়েছেন পূরব কোহলি, শুভম শ্রফ এবং বিনয় পাঠক ৷ 2019 সালে শেষবার তাঁকে দেখা গিয়েছিল 'দ্য জোয়া ফ্যাকটর' ছবিতে ৷ অন্য়দিকে সোনম কাপুরের ডিজিটাল অভিষেকও হতে চলেছে এই ছবির হাত ধরেই ৷

আরও পড়ুন: এলোকেশি সত্যবতীর চোখে চোখ সত্যান্বেষীর, দুর্গ রহস্যে ব্যোমকেশ-জায়ার প্রথম লুক সামনে আনলেন দেব

সোনমের চরিত্রটি যে এখানে বেশ রোমাঞ্চকর হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ দিনকয়েক আগেই পরিচালক যে সব ছবি শেয়ার করেছিলেন তাতে অভিনেত্রী দেখা গিয়েছিল বন্দুক হাতেও ৷ তাই বোঝা যায় রক্তপাত, খুন, জখম সবই থাকছে ছবিতে ৷ আগামী 7 জুলাই মুক্তি পেতে চলেছে সোনমের 'ব্লাইন্ড' ছবিটি ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জ্যোতি দেশপাণ্ডে ৷ রহস্য-রোমাঞ্চে ভরা এই গল্পটি কতখানি প্রভাব ফেলে দর্শক মনে, সেটাই এখন দেখার ৷

Last Updated : Jun 27, 2023, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.