ETV Bharat / entertainment

Sonam Anand First Baby পুত্রসন্তানের জন্ম দিলেন সোনম, কাপুর পরিবারে খুশির হাওয়া - Sonam Anand First Baby

শনিবার পুত্র সন্তানের জননী হলেন অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor and Anand Ahuja become parents)৷ 2018 সালের 8 মে বিরাট আয়োজনের পঞ্জাবি বিয়েতে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর ও আনন্দ আহুজা ৷ ঠিক চার বছরের মাথায় ঘরে নতুন সদস্য়কে আহ্বান জানালেন তাঁরা (Sonam Kapoor delivers baby boy)৷

Sonam Kapoor and Anand Ahuja become parents
পুত্র সন্তানের জননী হলেন অনিল কন্যা সোনম
author img

By

Published : Aug 20, 2022, 4:51 PM IST

Updated : Aug 20, 2022, 5:13 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: শনিবার পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী সোনম কাপুর (Sonam Anand First Baby)৷ সোনমের মা সুনীতা কাপুর বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বলিউডের তারকা মহল শুভেচ্ছা জানাচ্ছে সোনম কাপুর এবং আনন্দ আহুজাকে (Sonam Kapoor and Anand Ahuja become parents)৷ বর্ষীয়ান অভিনেত্রী তথা রণবীর কাপুরের মা নীতু কাপুর এদিন সোনম এবং আনন্দের একটি অফিসিয়াল স্টেটমেন্ট শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷

বিবৃতিতে লেখা হয়েছে,"20.8.22, আজ আমরা হৃদয়ের সমস্ত ভালবাসা দিয়ে আমাদের শিশুপুত্রকে এই দুনিয়ায় স্বাগত জানাচ্ছি ৷ ডাক্তার, নার্স, বন্ধুবান্ধব এবং পরিবারের সকলকে ধন্যবাদ যারা এই যাত্রায় আমাদের সমর্থন করেছেন। এটা একটা শুরু কিন্তু আমরা জানি আমাদের জীবন চিরতরে পরিবর্তিত হয়ে গেল-সোনম এবং আনন্দ (Sonam Kapoor and Anand Ahuja First Baby)।"

2018 সালের 8 মে বিরাট আয়োজনের পঞ্জাবি বিয়েতে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর ও আনন্দ আহুজা ৷ ঠিক চার বছরের মাথায় ঘরে নতুন সদস্য়কে আহ্বান জানালেন তাঁরা (Sonam Kapoor delivers baby boy) ৷

Sonam Anand First Baby
শনিবার পুত্র সন্তানের জননী হলেন অভিনেত্রী সোনম কাপুর

আরও পড়ুন: আলিবাগের নতুন বাংলোয় গৃহপ্রবেশ রণবীর দীপিকার

গত 21 মার্চ মা হওয়ার কথা ঘোষণা করে সোনম লিখেছিলেন, "চার হাত, তোমাকে যতটা সম্ভব সুন্দরভাবে বড় করে তুলতে ৷ দু‘টি হৃদয়, যা তোমার সঙ্গে একাত্ম হয়ে স্পন্দিত হবে সর্বদা সব পথের প্রতিটি পদক্ষেপে ৷ একটি পরিবার যা তোমাকে ভালবাসা এবং সমর্থনে ভরিয়ে দেবে ৷ তোমার আসার জন্য আর ধৈর্য্য ধরতে পারছি না ৷" এবার পূর্ণ হল সোনমের এই অপেক্ষা ৷ অবশেষে জুনিয়র আহুজা পা রাখছে সোনমের বাড়িতে ৷ আর অন্যদিকে দাদু হচ্ছেন বলিউডের চির তরুণ নায়ক অনিল কাপুর ৷

নয়াদিল্লি, 20 অগস্ট: শনিবার পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী সোনম কাপুর (Sonam Anand First Baby)৷ সোনমের মা সুনীতা কাপুর বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বলিউডের তারকা মহল শুভেচ্ছা জানাচ্ছে সোনম কাপুর এবং আনন্দ আহুজাকে (Sonam Kapoor and Anand Ahuja become parents)৷ বর্ষীয়ান অভিনেত্রী তথা রণবীর কাপুরের মা নীতু কাপুর এদিন সোনম এবং আনন্দের একটি অফিসিয়াল স্টেটমেন্ট শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷

বিবৃতিতে লেখা হয়েছে,"20.8.22, আজ আমরা হৃদয়ের সমস্ত ভালবাসা দিয়ে আমাদের শিশুপুত্রকে এই দুনিয়ায় স্বাগত জানাচ্ছি ৷ ডাক্তার, নার্স, বন্ধুবান্ধব এবং পরিবারের সকলকে ধন্যবাদ যারা এই যাত্রায় আমাদের সমর্থন করেছেন। এটা একটা শুরু কিন্তু আমরা জানি আমাদের জীবন চিরতরে পরিবর্তিত হয়ে গেল-সোনম এবং আনন্দ (Sonam Kapoor and Anand Ahuja First Baby)।"

2018 সালের 8 মে বিরাট আয়োজনের পঞ্জাবি বিয়েতে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর ও আনন্দ আহুজা ৷ ঠিক চার বছরের মাথায় ঘরে নতুন সদস্য়কে আহ্বান জানালেন তাঁরা (Sonam Kapoor delivers baby boy) ৷

Sonam Anand First Baby
শনিবার পুত্র সন্তানের জননী হলেন অভিনেত্রী সোনম কাপুর

আরও পড়ুন: আলিবাগের নতুন বাংলোয় গৃহপ্রবেশ রণবীর দীপিকার

গত 21 মার্চ মা হওয়ার কথা ঘোষণা করে সোনম লিখেছিলেন, "চার হাত, তোমাকে যতটা সম্ভব সুন্দরভাবে বড় করে তুলতে ৷ দু‘টি হৃদয়, যা তোমার সঙ্গে একাত্ম হয়ে স্পন্দিত হবে সর্বদা সব পথের প্রতিটি পদক্ষেপে ৷ একটি পরিবার যা তোমাকে ভালবাসা এবং সমর্থনে ভরিয়ে দেবে ৷ তোমার আসার জন্য আর ধৈর্য্য ধরতে পারছি না ৷" এবার পূর্ণ হল সোনমের এই অপেক্ষা ৷ অবশেষে জুনিয়র আহুজা পা রাখছে সোনমের বাড়িতে ৷ আর অন্যদিকে দাদু হচ্ছেন বলিউডের চির তরুণ নায়ক অনিল কাপুর ৷

Last Updated : Aug 20, 2022, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.