মুম্বই, 3 মে: ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ৷ 12 মে আমাজন প্রাইম ভিডিয়োতে আসতে চলেছে 'দাহাড়' ৷ এই ওয়েব সিরিজে সোনাক্ষীকে দেখা যাবে 'লেডি দাবাং' রূপে ৷ মহিলা পুলিশ অফিসারের চরিত্রে এই কাহিনিতে এক নতুন স্বাদ আনতে চলেছেন নায়িকা ৷ বুধবার মুক্তি পেল এই সিরিজের ট্রেলার ৷
কাহিনির যে ঝলক সামনে এসেছে তাতে দেখা যায় একের পর মহিলা খুনে জেরবারে পুলিশ মহল ৷ গল্পের পটভূমি রাজস্থানের একটি পরিচিত এলাকা ৷ সেখানে কিছু শৌচালয়ের ভিতর থেকে উদ্ধার হতে থাকে একের পর এক লাশ ৷ সিরিয়াল কিলিংয়ের এই ঘটনার তদন্তেই নিয়ে আসা হয় সোনাক্ষীকে ৷ আর তার সন্দেহ গিয়ে পড়ে এক অধ্যাপকের দিকে ৷ এই অধ্যাপক সমাজে বেশ পরিচিত মুখ ৷ স্ত্রী পুত্র নিয়ে তিনি থাকেন ৷ ছাত্রীদের মধ্য়েও তিনি বেশ জনপ্রিয় ৷ কিন্তু তিনিই কি আসল খুনি? সোনাক্ষী কি পারবেন এই সমস্য়ার সমাধান করতে?
এই সিরিজে একেবারে অন্য় অবতারে সামনে আসতে চলেছেন শত্রুঘ্ন ৷ ট্রেলারে এও দেখা গিয়েছে তাঁকে কেউ কেউ রাগানোর চেষ্টা করেছেন 'লেডি সিংহম' বলে ৷ অর্থাৎ পর্দার নায়ক নায়িকা থেকে বাস্তবের রক্ত মাংসের নায়িকা হিসাবেই সোনাক্ষীকে তুলে ধরতে চেয়েছেন নির্মাতারা ৷ আগেই এই সিরিজের প্রিমিয়ার হয়েছিল বার্লিনেল 2023-এর আসরে ৷ সোনাক্ষী এর আগে প্রশংসা কুড়িয়েছেন তাঁর 'ডাবল এক্সএল' ছবির জন্য় ৷ এবার তাঁর 'দাহাড়' কতটা প্রভাব ফেলতে পারে অনুরাগীদের মননে, সেটাই দেখার ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
উত্তর মিলবে চলতি মাসের 12 তারিখ থেকে ৷ সোনাক্ষীর সঙ্গে সিরিজে অভিনয় করেছেন বিজয় বর্মা, সোহম শাহ, গুলশন দেবাইয়ার মতো আরও অনেক পরিচিত মুখ ৷ সিরিজের প্রযোজনার দায়িত্বে রয়েছ টাইগার বেবি ফিল্মস এবং এক্সেল এন্টারটেইনমেন্ট ৷ আর পরিচালনার দায়িত্বে রয়েছেন রিমা কাগতি এবং রুচিকা ওবেরয় ৷
আরও পড়ুন: মেট গালায় ঝড় তুলে দেশে ফিরলেন আলিয়া ভাট