ETV Bharat / entertainment

Soham on Ayaansh: 'এই তো সেদিন এলি...', আয়াংশের জন্মদিনে মাতলেন সোহম - Soham on Ayaansh

আয়াংশের সাত বছরের জন্মদিন নিয়ে মেতে উঠলেন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ শেয়ার করলেন পুরোনো ছবি, ডুব দিলেন স্মৃতিতে ৷

Soham on Ayaansh
আয়াংশের জন্মদিন নিয়ে আবেগে ভাসলেন সোহম
author img

By

Published : Jul 14, 2023, 6:29 PM IST

কলকাতা, 14 জুলাই: সন্তানের জন্মদিন উদযাপন নিয়ে মেতে উঠলেন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ আজ থেকে ঠিক সাত বছর আগে আয়াংশের জন্ম হয় ৷ সেই পুরোনো দিনের স্মৃতিতেই ডুব দিলেন এই অভিনেতা ৷ সোহম এদিন শেয়ার করেছেন প্রথম প্রথম সন্তানকে কাছে পাওয়ার মুহূর্তটি ৷ একইসঙ্গে আজকের একটি ছবিও শেয়ার করেছেন বিধায়ক তথা অভিনেতা ৷

শুক্রবার ছবিগুলি শেয়ার করে ক্যাপশানে তিনি লেখেন, "এই তো সেদিন এলি আমার জীবনের সবচেয়ে অমূল্য উপহার হয়ে ৷ দেখতে দেখতে সাত বছর কেটে গেল ৷ ভগবানের কাছে প্রার্থনা করি আগামী সাত জন্ম তুই আমারই থাক ৷ ভগবান তোর জীবনকে আনন্দে ভরিয়ে দিক ৷ শুভ জন্মদিন ডন আয়াংশ ৷" ছেলেকে ডন বলেই ডাকেন অভিনেতা ৷ প্রায়ই আয়াংশের সঙ্গে খেলাধুলার নানা ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ গত রবিবারেও বাবা ছেলের ফুটবল খেলার ভিডিয়ো দেখে বেশ মজা পেয়েছিলেন নেটিজেনরা ৷

স্ত্রী তনয়া পাল ছিলেন সোহমের স্কুলের বান্ধবী ৷ প্রায় 6 বছর বছর ধরে প্রেম করার পর 2012 সালে সাত পাকে বাঁধা পড়েন সোহম-তনয়া ৷ প্রায়শই পরিবারের সঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে ৷ সোহম বাবা হন 2016 সালে ৷ অভিনয় এবং রাজনীতির পাশাপাশি একজন ফ্যামিলি ম্যান হিসাবে পরিচিত এই নায়ক ৷

আরও পড়ুন: 'তোমার উত্তরাধিকার বহন করতে পেরে গর্বিত', দাদুর জন্মদিনে আবেগে ভাসলেন হৃতিক

তাঁকে বড় পর্দায় বারবার দেখা গিয়েছে নয়া নয়া অবতারে ৷ কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল সোহমের ছবি 'লাল সুটকেসটা দেখেছেন' ৷ সায়নী ঘোষের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছিলেন অভিনেতা ৷ অন্যদিকে আড্ডা টাইমসেও সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ওটিটি প্রজেক্ট 'ভুতচক্র প্রাইভেট লিমিটেড' ৷ এই ছবিটি অবশ্য বড় পর্দায় মুক্তি পেয়েছিল আগেই ৷ তবে চলতি মাসেই হয়ে গেল ছবির ডিজিটাল প্রিমিয়ার ৷

কলকাতা, 14 জুলাই: সন্তানের জন্মদিন উদযাপন নিয়ে মেতে উঠলেন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ আজ থেকে ঠিক সাত বছর আগে আয়াংশের জন্ম হয় ৷ সেই পুরোনো দিনের স্মৃতিতেই ডুব দিলেন এই অভিনেতা ৷ সোহম এদিন শেয়ার করেছেন প্রথম প্রথম সন্তানকে কাছে পাওয়ার মুহূর্তটি ৷ একইসঙ্গে আজকের একটি ছবিও শেয়ার করেছেন বিধায়ক তথা অভিনেতা ৷

শুক্রবার ছবিগুলি শেয়ার করে ক্যাপশানে তিনি লেখেন, "এই তো সেদিন এলি আমার জীবনের সবচেয়ে অমূল্য উপহার হয়ে ৷ দেখতে দেখতে সাত বছর কেটে গেল ৷ ভগবানের কাছে প্রার্থনা করি আগামী সাত জন্ম তুই আমারই থাক ৷ ভগবান তোর জীবনকে আনন্দে ভরিয়ে দিক ৷ শুভ জন্মদিন ডন আয়াংশ ৷" ছেলেকে ডন বলেই ডাকেন অভিনেতা ৷ প্রায়ই আয়াংশের সঙ্গে খেলাধুলার নানা ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ গত রবিবারেও বাবা ছেলের ফুটবল খেলার ভিডিয়ো দেখে বেশ মজা পেয়েছিলেন নেটিজেনরা ৷

স্ত্রী তনয়া পাল ছিলেন সোহমের স্কুলের বান্ধবী ৷ প্রায় 6 বছর বছর ধরে প্রেম করার পর 2012 সালে সাত পাকে বাঁধা পড়েন সোহম-তনয়া ৷ প্রায়শই পরিবারের সঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে ৷ সোহম বাবা হন 2016 সালে ৷ অভিনয় এবং রাজনীতির পাশাপাশি একজন ফ্যামিলি ম্যান হিসাবে পরিচিত এই নায়ক ৷

আরও পড়ুন: 'তোমার উত্তরাধিকার বহন করতে পেরে গর্বিত', দাদুর জন্মদিনে আবেগে ভাসলেন হৃতিক

তাঁকে বড় পর্দায় বারবার দেখা গিয়েছে নয়া নয়া অবতারে ৷ কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল সোহমের ছবি 'লাল সুটকেসটা দেখেছেন' ৷ সায়নী ঘোষের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছিলেন অভিনেতা ৷ অন্যদিকে আড্ডা টাইমসেও সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ওটিটি প্রজেক্ট 'ভুতচক্র প্রাইভেট লিমিটেড' ৷ এই ছবিটি অবশ্য বড় পর্দায় মুক্তি পেয়েছিল আগেই ৷ তবে চলতি মাসেই হয়ে গেল ছবির ডিজিটাল প্রিমিয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.