কলকাতা, 17 মে : সপ্তম 'বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল'-এ মনোনীত হয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছোট ছবি 'সোচ'(Indira Dhar Mukherjee Short Film Soch)। কলকাতা চলচ্চিত্র উৎসবের পর ফের নন্দনে অনুষ্ঠিত হচ্ছে আরেকটি উৎসব । 'বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল'-এ ধরা ছোট ছোট রঙিন ছবির নানা দুনিয়া ৷
নারীদের নিত্য দিনলিপি বন্দি হয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ছোট ছবি 'সোচ'-এ । 'সোচ' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া শীল ঘোষ, সাহেব চট্টোপাধ্যায় এবং শর্মিলা সেন । এই ছবিতে সমাজের একটি বিশেষ দিক তুলে ধরা হয়েছে । এর আগে ইন্দিরা বানিয়েছেন 'মুলাকাত' এবং 'দ্য গ্রিন উইন্ডো'র মতো ছবি । এই মুহূর্তে স্বল্প দৈর্ঘের কমেডি ফিল্ম 'স্বদেশিনী বিদেশিনী'র কাজে ব্যস্ত আছেন তিনি ।
আরও পড়ুন : অনীকের অশ্বমেধের ঘোড়া অপরাজেয় 'অপরাজিত'
ছবিতে মিউজিক করেছেন বিক্রম ঘোষ এবং সম্পাদনা করেছেন শুভ্র রায় । প্রসঙ্গত, ইন্দিরার 'দ্য গ্রিন উইন্ডো'-তে জয়া শীল ঘোষকে এক ষাট বছর বয়সি মহিলার চরিত্রে দেখা গিয়েছে। 'সোচ'-এও তাঁকে এক চমকপ্রদ ভূমিকায় দেখা যাবে ৷
ইন্দিরা ধর মুখোপাধ্যায় বলেন, "সোচ সকলের প্রশংসা পাচ্ছে, বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবি মনোনীত হয়েছে তাতে আমি আপ্লুত। জয়াদি, সাহেবদাকে ছাড়া কোনও কিছুই সম্ভব হত না । সোচ আরও এগিয়ে যাক, ভালবাসা পাক এটাই চাই । আমার ছবি 'দ্য গ্রিন উইন্ডো'তেও জয়াদি অভিনয় করেছেন । তিনি অসাধারণ নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ।"