ETV Bharat / entertainment

Shehnaaz on Sidharth Birth Anniversary: 'আবার দেখা হবে', সিদ্ধার্থের জন্মদিনে স্মৃতিমেদুর শেহনাজ - সিদ্ধার্থের জন্মদিনে আবেগি শেহনাজ

প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মবার্ষিকীতে স্মৃতিমেদুর হয়ে পড়লেন শেহনাজ গিল ৷ এক বছর আগে প্রয়াত প্রেমিকের জন্মদিনে অভিনেতার একটি ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ কেক কেটে ডুব দিয়েছেন স্মৃতিতে (Shehnaaz Gill on Sidharth Shukla birth anniversary )৷

Shehnaaz on Sidharth Birth Anniversary
'আবার দেখা হবে', সিদ্ধার্থের জন্মদিনে আবেগি শেহনাজ
author img

By

Published : Dec 12, 2022, 10:03 AM IST

Updated : Dec 12, 2022, 2:58 PM IST

মুম্বই, 12 ডিসেম্বর: প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মদিনে স্মৃতিমেদুর 'পঞ্জাব কি ক্যাটরিনা'(Shehnaaz Gill on Sidharth Shukla birth anniversary ) ৷ প্রায় এক বছর আগে প্রয়াত সিদ্ধার্থের জন্মদিন সোমবার। অভিনেতার একটি পুরোনো ছবি শেয়ার করেছেন শেহনাজ গিল ৷ ছবিতে সিদ্ধার্থকে দেখা গিয়েছে সাদা শার্ট আর ঝলসমলে কালো ব্লেজারে ৷ ছবিটি শেয়ার করে নায়িকা লিখেছেন, "আবার দেখা হবে ৷" শুধু তাই নয় তাঁর ইনস্টা স্টোরিতে সুন্দর একটি চকোলেট কেকের ছবিও শেয়ার করেছেন সিদ্ধার্থ-প্রিয়া ৷ হাতে হাত রেখে জীবনে পথ চলার অঙ্গীকার করেছিলেন এই তারকা জুটি ৷ এদিনও সাদাকালো একটি ছবিতে সেই মুহূর্তটিকেই আবার ফিরিয়ে আনলেন শেহনাজ (Shehnaaz on Sidharth Birth Anniversary)৷

সিদ্ধার্থ-শেহনাজের এই রঙিন পর্বের শুরু বিগ বসের ঘর থেকে ৷ তাঁদের সম্পর্ক ফ্যানেদের মধ্যেও চর্চার বিষয় হয়ে উঠেছিল ৷ যদিও সকলের সামনে কখনও তাঁরা তাঁদের প্রেমের কাহিনিকে স্বীকৃতি দেননি ৷ তবে তাঁদের 'গোপনও কথাটি' জেনে ফেলেছেন ভক্তরা ৷ সিডনাজ-এর এই কাহিনি অবশ্য় অসমাপ্তই থেকে যায় কোনও না শেষ হওয়া উপন্যাসের মতোই ৷ কারণ হৃদরোগ সিদ্ধার্থকে কেড়ে নেয় শেহনাজের থেকে ৷

Shehnaaz on Sidharth Birth Anniversary
প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মবার্ষিকীতে আবেগি হয়ে পড়লেন তাঁর 'রিউমার গার্লফ্রেন্ড' শেহনাজ গিল

তবে শেহনাজের মনে এখনও যে টাটকা তাঁর সিদ্ধার্থের প্রতিটি স্মৃতি তা ফের একবার বোঝা গেল 12 ডিসেম্বর ৷ '12.12' এই তারিখটা আসতেই তাই ফের পুরোনো দিনের নস্টালজিয়ায় ডুব দিলেন শেহনাজ(Sidharth Shukla birth anniversary ) ৷ তাঁর শেয়ার করা সিদ্ধার্থের সুন্দর হাসিমুখটি চোখে জল এনেছে ফ্যানেদেরও ৷ নেটিজেনদের একজন তাই লেখেন,"যে মানুষটা তোমার পৃথিবী তাঁকে হারানোর যন্ত্রণা কোনও শব্দ কোনওদিন ব্যাখ্যা করতে পারে না ৷" আবার কেউ লিখেছেন, "তিনি সবসময় আমাদের সবার হৃদয়ে থেকে যাবেন ৷"

আরও পড়ুন:পঞ্চম বিবাহ বার্ষিকীতে প্রেমের জোয়ারে ভাসলেন বিরুষ্কা

এর আগেও দুবাইতে 'ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স নাইট'-এ পুরস্কার হাতে নিয়ে প্রিয় সিদ্ধার্থকে শ্রদ্ধা জানিয়েছিলেন অভিনেত্রী ৷ সেদিন শেহনাজ বলেন, "আজ একজন মানুষকে আমি ধন্য়বাদ দিতে চাই... ধন্য়বাদ আমার জীবনে আসার জন্য় ৷ আমায় এতটা দেওয়ার জন্য় যা আজ আমায় এখানে পৌঁছে দিয়েছে...এটা শুধুই তোমার জন্য় সিদ্ধার্থ(Shehnaaz on Sidharth ) ৷" শুধু 'বিগ বস' নয় একসঙ্গে 'ডান্স দিওয়ানে' শোতেও দর্শকদের মন মাতিয়েছিল এই জুটি ৷

মুম্বই, 12 ডিসেম্বর: প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মদিনে স্মৃতিমেদুর 'পঞ্জাব কি ক্যাটরিনা'(Shehnaaz Gill on Sidharth Shukla birth anniversary ) ৷ প্রায় এক বছর আগে প্রয়াত সিদ্ধার্থের জন্মদিন সোমবার। অভিনেতার একটি পুরোনো ছবি শেয়ার করেছেন শেহনাজ গিল ৷ ছবিতে সিদ্ধার্থকে দেখা গিয়েছে সাদা শার্ট আর ঝলসমলে কালো ব্লেজারে ৷ ছবিটি শেয়ার করে নায়িকা লিখেছেন, "আবার দেখা হবে ৷" শুধু তাই নয় তাঁর ইনস্টা স্টোরিতে সুন্দর একটি চকোলেট কেকের ছবিও শেয়ার করেছেন সিদ্ধার্থ-প্রিয়া ৷ হাতে হাত রেখে জীবনে পথ চলার অঙ্গীকার করেছিলেন এই তারকা জুটি ৷ এদিনও সাদাকালো একটি ছবিতে সেই মুহূর্তটিকেই আবার ফিরিয়ে আনলেন শেহনাজ (Shehnaaz on Sidharth Birth Anniversary)৷

সিদ্ধার্থ-শেহনাজের এই রঙিন পর্বের শুরু বিগ বসের ঘর থেকে ৷ তাঁদের সম্পর্ক ফ্যানেদের মধ্যেও চর্চার বিষয় হয়ে উঠেছিল ৷ যদিও সকলের সামনে কখনও তাঁরা তাঁদের প্রেমের কাহিনিকে স্বীকৃতি দেননি ৷ তবে তাঁদের 'গোপনও কথাটি' জেনে ফেলেছেন ভক্তরা ৷ সিডনাজ-এর এই কাহিনি অবশ্য় অসমাপ্তই থেকে যায় কোনও না শেষ হওয়া উপন্যাসের মতোই ৷ কারণ হৃদরোগ সিদ্ধার্থকে কেড়ে নেয় শেহনাজের থেকে ৷

Shehnaaz on Sidharth Birth Anniversary
প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মবার্ষিকীতে আবেগি হয়ে পড়লেন তাঁর 'রিউমার গার্লফ্রেন্ড' শেহনাজ গিল

তবে শেহনাজের মনে এখনও যে টাটকা তাঁর সিদ্ধার্থের প্রতিটি স্মৃতি তা ফের একবার বোঝা গেল 12 ডিসেম্বর ৷ '12.12' এই তারিখটা আসতেই তাই ফের পুরোনো দিনের নস্টালজিয়ায় ডুব দিলেন শেহনাজ(Sidharth Shukla birth anniversary ) ৷ তাঁর শেয়ার করা সিদ্ধার্থের সুন্দর হাসিমুখটি চোখে জল এনেছে ফ্যানেদেরও ৷ নেটিজেনদের একজন তাই লেখেন,"যে মানুষটা তোমার পৃথিবী তাঁকে হারানোর যন্ত্রণা কোনও শব্দ কোনওদিন ব্যাখ্যা করতে পারে না ৷" আবার কেউ লিখেছেন, "তিনি সবসময় আমাদের সবার হৃদয়ে থেকে যাবেন ৷"

আরও পড়ুন:পঞ্চম বিবাহ বার্ষিকীতে প্রেমের জোয়ারে ভাসলেন বিরুষ্কা

এর আগেও দুবাইতে 'ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স নাইট'-এ পুরস্কার হাতে নিয়ে প্রিয় সিদ্ধার্থকে শ্রদ্ধা জানিয়েছিলেন অভিনেত্রী ৷ সেদিন শেহনাজ বলেন, "আজ একজন মানুষকে আমি ধন্য়বাদ দিতে চাই... ধন্য়বাদ আমার জীবনে আসার জন্য় ৷ আমায় এতটা দেওয়ার জন্য় যা আজ আমায় এখানে পৌঁছে দিয়েছে...এটা শুধুই তোমার জন্য় সিদ্ধার্থ(Shehnaaz on Sidharth ) ৷" শুধু 'বিগ বস' নয় একসঙ্গে 'ডান্স দিওয়ানে' শোতেও দর্শকদের মন মাতিয়েছিল এই জুটি ৷

Last Updated : Dec 12, 2022, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.