ETV Bharat / entertainment

Sid-Kiara Viral Picture: শপিং ব্যাগ হাতে সিদ্ধার্থ, কাজ থেকে ছুটি নিয়ে কোথায় হলিডে কাটাচ্ছেন সিড-কিয়ারা?

author img

By

Published : May 15, 2023, 6:30 PM IST

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির একটি ছবি ভাইরাল নেট দুনিয়ায় ৷ মুম্বইতে নেই এই 'পাওয়ার কাপল' ৷ সূত্র বলছে, একান্তে ছুটি কাটাচ্ছেন 'শেরশাহ' জোড়ি ৷

Sid-Kiara Viral Picture
একান্তে ছুটি কাটাচ্ছেন 'শেরশাহ' জোড়ি

মুম্বই, 15 মে: কিছুদিন আগেই অভিনেত্রী কিয়ারা আদবানি শেষ করেছেন 'সত্য প্রেম কি কথা' ছবির শ্যুটিং ৷ এরপর সাময়িকভাবে কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি ৷ কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রাও ৷ মাত্র চারমাস বিয়ের বয়স এই নবদম্পতির ৷ স্বভাবসিদ্ধ নিয়মেই তাই কাজ থেকে কিছুটা ছুটি নিয়ে একে অপরকে সময় দিচ্ছেন এই 'পাওয়ার কাপল' ৷ সম্প্রতি, সিড-কিয়ারার একটি ছবি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ৷ সূত্রের খবর, ছবিটি নাকি জাপানে তোলা ৷ কিয়োটোতে তোলা সেলেব জুটির সেই ছবিই এখন ভাইরাল অনুরাগীমহলে ৷

ছবিটিতে দেখা গিয়েছে,কিয়ারা ও সিদ্ধার্থ ক্যাজুয়াল ও কমর্ফোটেবল পোশাকে ক্যামেরার সামনে এনেছেন ৷ সিদ্ধার্থের হাতে রয়েছে বেশ কয়েকটি শপিং ব্যাগ ৷ হাসিমুখে লেন্সবন্দী হয়েছেন এই কাপল ৷ নেটদুনিয়ায় আসতেই ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ৷ অনুরাগীরাও তাঁদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাতে ৷ একজন অনুরাগী পোস্টে কমেন্ট করেছেন, "কি মিষ্টি লাগছে দু'জনকে" ৷ আবার এক অনুরাগী লিখেছেন, "তোমাদের প্রতি ভালোবাসা ৷"

Sidkiara in Kyoto 🇯🇵 #sidkiara #SidharthMalhotra #KiaraAdvani pic.twitter.com/RTDitcpTX7

— 𝐌𝐫.&𝐌𝐫𝐬.𝐌𝐚𝐥𝐡𝐨𝐭𝐫𝐚 (@loveSidkiara1) May 14, 2023

উল্লেখ্য, মাতৃদিবসের দিন দুই তারকাই সোশাল মিডিয়ায় তাঁদের মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ প্রি-ওয়েডিং অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, "আমার সবকিছু ৷" ছবিতে অভিনেত্রী ক্রিম রঙের লহেঙ্গা পরেছিলেন ৷ সঙ্গে ছিল হলুদ রঙের ওড়না ৷ অভিনেত্রী তাঁর মা'কে জড়িয়ে ধরে এই ছবিটি তুলেছিলেন ৷ পাশাপাশি, কিয়ার নিজের শাশুড়ির সঙ্গেও ছবি শেয়ার করে লিখেছেন, "তাঁর প্রতি কৃতজ্ঞ ৷"

পাশাপাশি মা ও শাশুড়িকে নিয়ে সিদ্ধার্থের সঙ্গে তোলা একটি ছবিও অভিনেত্রী শেয়ার করেছিলেন ৷ ক্যাপশনে লিখেছিলেন, "হ্যাপি মার্দাস ডে ৷ আজ ও প্রতিদিন ৷" অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও সেই ছবি নিজের সোশাল অ্যাকাউন্টে শেয়ার করেন ৷

sid-kiara picture
কিয়ারা-সিদ্ধার্থের মাতৃদিবসের শুভেচ্ছা

আরও পড়ুন: ট্র্যাফিক এড়াতে অচেনা ব্যক্তির বাইকে চড়ে বসলেন অমিতাভ...কী হল তারপর?

প্রসঙ্গত, রাজস্থানের সূর্যগড় প্যালেসে চলতি বছর 7 ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন 'শেরশাহ' জুটি ৷ খুব ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধুরা আমন্ত্রিত ছিলেন বিয়ের এই আসরে ৷ পরবর্তীতে দিল্লি ফিরে ঘনিষ্ঠ বন্ধুদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন তাঁরা ৷ ৷ পাশাপাশি মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টিতে নিমন্ত্রিত ছিলেন বলি তারকারা ৷ 2021 'শেরশাহ' ছবির শ্যুটিং ফ্লোরেই একে অপরের প্রেমে পড়েন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা ৷

মুম্বই, 15 মে: কিছুদিন আগেই অভিনেত্রী কিয়ারা আদবানি শেষ করেছেন 'সত্য প্রেম কি কথা' ছবির শ্যুটিং ৷ এরপর সাময়িকভাবে কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি ৷ কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রাও ৷ মাত্র চারমাস বিয়ের বয়স এই নবদম্পতির ৷ স্বভাবসিদ্ধ নিয়মেই তাই কাজ থেকে কিছুটা ছুটি নিয়ে একে অপরকে সময় দিচ্ছেন এই 'পাওয়ার কাপল' ৷ সম্প্রতি, সিড-কিয়ারার একটি ছবি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ৷ সূত্রের খবর, ছবিটি নাকি জাপানে তোলা ৷ কিয়োটোতে তোলা সেলেব জুটির সেই ছবিই এখন ভাইরাল অনুরাগীমহলে ৷

ছবিটিতে দেখা গিয়েছে,কিয়ারা ও সিদ্ধার্থ ক্যাজুয়াল ও কমর্ফোটেবল পোশাকে ক্যামেরার সামনে এনেছেন ৷ সিদ্ধার্থের হাতে রয়েছে বেশ কয়েকটি শপিং ব্যাগ ৷ হাসিমুখে লেন্সবন্দী হয়েছেন এই কাপল ৷ নেটদুনিয়ায় আসতেই ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ৷ অনুরাগীরাও তাঁদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাতে ৷ একজন অনুরাগী পোস্টে কমেন্ট করেছেন, "কি মিষ্টি লাগছে দু'জনকে" ৷ আবার এক অনুরাগী লিখেছেন, "তোমাদের প্রতি ভালোবাসা ৷"

উল্লেখ্য, মাতৃদিবসের দিন দুই তারকাই সোশাল মিডিয়ায় তাঁদের মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ প্রি-ওয়েডিং অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, "আমার সবকিছু ৷" ছবিতে অভিনেত্রী ক্রিম রঙের লহেঙ্গা পরেছিলেন ৷ সঙ্গে ছিল হলুদ রঙের ওড়না ৷ অভিনেত্রী তাঁর মা'কে জড়িয়ে ধরে এই ছবিটি তুলেছিলেন ৷ পাশাপাশি, কিয়ার নিজের শাশুড়ির সঙ্গেও ছবি শেয়ার করে লিখেছেন, "তাঁর প্রতি কৃতজ্ঞ ৷"

পাশাপাশি মা ও শাশুড়িকে নিয়ে সিদ্ধার্থের সঙ্গে তোলা একটি ছবিও অভিনেত্রী শেয়ার করেছিলেন ৷ ক্যাপশনে লিখেছিলেন, "হ্যাপি মার্দাস ডে ৷ আজ ও প্রতিদিন ৷" অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও সেই ছবি নিজের সোশাল অ্যাকাউন্টে শেয়ার করেন ৷

sid-kiara picture
কিয়ারা-সিদ্ধার্থের মাতৃদিবসের শুভেচ্ছা

আরও পড়ুন: ট্র্যাফিক এড়াতে অচেনা ব্যক্তির বাইকে চড়ে বসলেন অমিতাভ...কী হল তারপর?

প্রসঙ্গত, রাজস্থানের সূর্যগড় প্যালেসে চলতি বছর 7 ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন 'শেরশাহ' জুটি ৷ খুব ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধুরা আমন্ত্রিত ছিলেন বিয়ের এই আসরে ৷ পরবর্তীতে দিল্লি ফিরে ঘনিষ্ঠ বন্ধুদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন তাঁরা ৷ ৷ পাশাপাশি মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টিতে নিমন্ত্রিত ছিলেন বলি তারকারা ৷ 2021 'শেরশাহ' ছবির শ্যুটিং ফ্লোরেই একে অপরের প্রেমে পড়েন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.