ETV Bharat / entertainment

The Kerala Story: 'দ্য কেরালা স্টোরি'-কে মধ্যপ্রদেশে করমুক্ত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর - মধ্যপ্রদেশে করমুক্ত দ্য় কেরালা স্টোরি

'দ্য় কেরালা স্টোরি' ছবিকে মধ্যপ্রদেশে করমুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷

The Kerala Story
মধ্যপ্রদেশে করমুক্ত দ্য় কেরালা স্টোরি
author img

By

Published : May 6, 2023, 6:58 PM IST

Updated : May 6, 2023, 7:28 PM IST

হায়দরাবাদ, 6 মে: বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য় কেরালা স্টোরি' ছবি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে ৷ কেউ বলছেন এই ছবি প্রচারসর্বস্ব, কেউ কেউ আবার ছবির প্রশংসায় পঞ্চমুখ ৷ এমনকী প্রধানমন্ত্রী মোদি পর্যন্ত এই ছবি নিয়ে মুখ খুলেছেন ৷ ছবিতে তুলে ধরা হয়েছে একজন হিন্দু নারীর গল্প ৷ বেশ কিছু মুসলিম বন্ধুর পরামর্শে তার ধর্ম পরিবর্তন করানো হয় ৷ পরে সে শিকার হয় মানবপাচারের ৷ এভাবেই একদিন সে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের অংশ হয়ে যায় ৷ এই কাহিনি নিয়ে নানা মুনির নানা মত ৷

এরই মাঝে এই ছবিকে তাঁর রাজ্য়ে করমুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ এর আগেই এই ছবিকে করমুক্ত করার জন্য় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য়ে চিঠি লিখেছিলেন মন্ত্রী রাহুল কোঠারি ৷ শুধু রাহুল নয় বিজেপি এবং অন্যান্য় বেশকিছু হিন্দুত্ববাদী সংগঠন এই ছবিকে করমুক্ত করার দাবি তোলেন ৷ সম্প্রতি একটি টুইটের মাধ্যমে শিবরাজ সিং চৌহান এই খবর দিয়েছেন ৷ তিনি টুইটে লেখেন, "দ্য় কেরালা স্টোরি' ছবিটি সন্ত্রাসবাদের এক ভয়ংকর সত্য়কে তুলে ধরেছে ৷ এই ছবিটিকে মধ্য়প্রদেশে করমুক্ত করা হল ৷"

  • आतंकवाद की भयावह सच्चाई को उजागर करती फिल्म 'The Kerala Story' मध्यप्रदेश में टैक्स फ्री की जा रही है। pic.twitter.com/l5oizjqK7j

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) May 6, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদ, 6 মে: বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য় কেরালা স্টোরি' ছবি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে ৷ কেউ বলছেন এই ছবি প্রচারসর্বস্ব, কেউ কেউ আবার ছবির প্রশংসায় পঞ্চমুখ ৷ এমনকী প্রধানমন্ত্রী মোদি পর্যন্ত এই ছবি নিয়ে মুখ খুলেছেন ৷ ছবিতে তুলে ধরা হয়েছে একজন হিন্দু নারীর গল্প ৷ বেশ কিছু মুসলিম বন্ধুর পরামর্শে তার ধর্ম পরিবর্তন করানো হয় ৷ পরে সে শিকার হয় মানবপাচারের ৷ এভাবেই একদিন সে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের অংশ হয়ে যায় ৷ এই কাহিনি নিয়ে নানা মুনির নানা মত ৷

এরই মাঝে এই ছবিকে তাঁর রাজ্য়ে করমুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ এর আগেই এই ছবিকে করমুক্ত করার জন্য় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য়ে চিঠি লিখেছিলেন মন্ত্রী রাহুল কোঠারি ৷ শুধু রাহুল নয় বিজেপি এবং অন্যান্য় বেশকিছু হিন্দুত্ববাদী সংগঠন এই ছবিকে করমুক্ত করার দাবি তোলেন ৷ সম্প্রতি একটি টুইটের মাধ্যমে শিবরাজ সিং চৌহান এই খবর দিয়েছেন ৷ তিনি টুইটে লেখেন, "দ্য় কেরালা স্টোরি' ছবিটি সন্ত্রাসবাদের এক ভয়ংকর সত্য়কে তুলে ধরেছে ৷ এই ছবিটিকে মধ্য়প্রদেশে করমুক্ত করা হল ৷"

  • आतंकवाद की भयावह सच्चाई को उजागर करती फिल्म 'The Kerala Story' मध्यप्रदेश में टैक्स फ्री की जा रही है। pic.twitter.com/l5oizjqK7j

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) May 6, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

5 মে মুক্তি পেয়েছে এই ছবি ৷ মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে বিতর্ক চলেছে সমানে ৷ অনেকেই মুখ খুলেছেন 'দ্য় কেরালা স্টোরি' ছবি নিয়ে ৷ ঠিক যেমন কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন এই ছবিকে প্রচারসর্বস্ব ছবি বলে দাবি করেন ৷ আবার তরণ আদর্শের মতো অনেক সিনে-সমালোচক কিন্তু এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত ৷ তিনি যেমন আদা শর্মার অভিনয়ের প্রশংসা করেছেন, তেমনই আবার পরিচালনা নিয়েও তিনি প্রশংসায় পঞ্চমুখ ৷

বিপুল অম্রুত লাল শাহ প্রযোজিত এই ছবির মুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ 'দ্য় কেরালা স্টোরি' ছবিটি নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের কাছেও আবেদন জানানো হয় ৷ তবে কেরল হাইকোর্ট জানায় ছবিটি মুক্তি পেতে পারে ৷ নির্মাতারা দাবি করেছিলেন প্রায় 32000 হিন্দু নারীকে এভাবেই ধর্মান্তরিত করে আইএসআইএসে যোগ দিতে বাধ্য করা হয়েছে ৷

আরও পড়ুন: প্রথম দিনেই শোরগোল ফেলে 8 কোটির ব্যবসা করল 'দ্য কেরালা স্টোরি'

Last Updated : May 6, 2023, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.