ETV Bharat / entertainment

SRK at Smriti Irani Daughter Reception: এসআরকে থেকে একতা, স্মৃতি-কন্যার রিসেশপন পার্টিতে চাঁদের হাট - স্মৃতি কন্যার রিসেশপনে হাজির বি টাউন

স্মৃতি কন্যা শানেল ইরানি এবং অর্জুন ভাল্লার রিসেপশন পার্টি হাজির বলিউড ৷ দেখা মিলল শাহরুখ, জীতেন্দ্র থেকে একতা কাপুর সকলেরই (Smriti Irani daughter Reception ) ৷

Smriti Irani Daughter Reception
স্মৃতি কন্যার রিসেশপন পার্টিতে চাঁদের হাট
author img

By

Published : Feb 18, 2023, 6:27 PM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কন্যা শানেল ইরানি এবং অর্জুন ভাল্লার রিসেপশনের ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ গত 9 ফেব্রুয়ারি রাজস্থানের যোধপুরে গাঁটছড়া বাঁধেন তাঁরা ৷ এরপর এই নবদম্পতির তরফে একটি জমকালো রিসেপশনের আয়োজন করা হয় ৷ আর সেই পার্টিতেই বসেছিল চাঁদের হাট ৷ সুপারস্টার শাহরুখ খান, মৌনি রায় এবং তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার-সহ আরও অনেক সেলেবই হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে (SSmriti Iranis daughter Reception) ৷

অভিনেত্রী মৌনি রায় নিজেই শেয়ার করেছেন এই ছবিগুলি ৷ ছবিতে তাঁকে মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে ৷ স্মৃতি এদিন সেজেছিলেন লাল শাড়িতে ৷ অন্যদিকে মৌনি এবং সূরজের লুকও ছিল বেশ আকর্ষণীয় ৷ অন্য আরেকটি ছবিতে মৌনিকে দেখা গিয়েছে শাহরুখ খান, অর্জুন ভাল্লা এবং শানেলের সঙ্গে ৷ শাহরুখের পরনে এদিন ছিল কালো স্য়ুট ৷ মৌনি লেখেন, 'অর্জুন এবং শানেলকে তাঁদের আগামী যাত্রার জন্য় অভিনন্দন ৷ ভালোবাসা স্মৃতিদি ৷'

SRK at Smriti Irani Daughter Reception
হাজির ছিলেন পর্দার কে ডি পাঠকও

প্রসঙ্গত, গত 9 ফেব্রুয়ারি রাজস্থানের যোধপুরে 500 বছরের পুরোনো খিমসার দূর্গে সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি ৷ পার্সি এবং পঞ্জাবি দুই মতেই তাঁদের বিবাহ সম্পন্ন হয় ৷ উপস্থিত ছিলেন প্রায় 50 জন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ৷ শানেল পেশায় একজন আইনজীবী ৷ তিনি অবশ্য় স্মৃতির প্রথম স্বামী জুবিনের কন্যা ৷ অন্যদিকে অর্জুনও পাশ করেছেন এলএলবি অর্থাৎ তিনিও একজন আইনজীবী ৷

আরও পড়ুন: মনীষা সোনাক্ষীদের নিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করছেন বনশালি, হাজির 'হীরামাণ্ডি'র প্রথম ঝলক

2021 সালেই অবশ্য় বাগদান সেরে রেখেছিল জুটি ৷ তারপর প্রায় দু'বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা ৷ একতা কাপুরের মতো বিনোদন জগতের আরও অনেক পরিচিত মুখই হাজির ছিলেন এই বিবাহের অনুষ্ঠানে ৷ আর শানেলের রিসেপশনের বি-টাউনের অনেক সেলেবদেরই দেখা মিলল ৷ ঠিক যেমন স্মৃতির সঙ্গে ক্য়ামেরার জন্য হাসি মুখে পোজ দিলেন কিং খান ৷ তেমনই ক্যামেরা বন্দিহলেন একতা কাপুর এবং জীতেন্দ্রও ৷

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কন্যা শানেল ইরানি এবং অর্জুন ভাল্লার রিসেপশনের ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ গত 9 ফেব্রুয়ারি রাজস্থানের যোধপুরে গাঁটছড়া বাঁধেন তাঁরা ৷ এরপর এই নবদম্পতির তরফে একটি জমকালো রিসেপশনের আয়োজন করা হয় ৷ আর সেই পার্টিতেই বসেছিল চাঁদের হাট ৷ সুপারস্টার শাহরুখ খান, মৌনি রায় এবং তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার-সহ আরও অনেক সেলেবই হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে (SSmriti Iranis daughter Reception) ৷

অভিনেত্রী মৌনি রায় নিজেই শেয়ার করেছেন এই ছবিগুলি ৷ ছবিতে তাঁকে মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে ৷ স্মৃতি এদিন সেজেছিলেন লাল শাড়িতে ৷ অন্যদিকে মৌনি এবং সূরজের লুকও ছিল বেশ আকর্ষণীয় ৷ অন্য আরেকটি ছবিতে মৌনিকে দেখা গিয়েছে শাহরুখ খান, অর্জুন ভাল্লা এবং শানেলের সঙ্গে ৷ শাহরুখের পরনে এদিন ছিল কালো স্য়ুট ৷ মৌনি লেখেন, 'অর্জুন এবং শানেলকে তাঁদের আগামী যাত্রার জন্য় অভিনন্দন ৷ ভালোবাসা স্মৃতিদি ৷'

SRK at Smriti Irani Daughter Reception
হাজির ছিলেন পর্দার কে ডি পাঠকও

প্রসঙ্গত, গত 9 ফেব্রুয়ারি রাজস্থানের যোধপুরে 500 বছরের পুরোনো খিমসার দূর্গে সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি ৷ পার্সি এবং পঞ্জাবি দুই মতেই তাঁদের বিবাহ সম্পন্ন হয় ৷ উপস্থিত ছিলেন প্রায় 50 জন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ৷ শানেল পেশায় একজন আইনজীবী ৷ তিনি অবশ্য় স্মৃতির প্রথম স্বামী জুবিনের কন্যা ৷ অন্যদিকে অর্জুনও পাশ করেছেন এলএলবি অর্থাৎ তিনিও একজন আইনজীবী ৷

আরও পড়ুন: মনীষা সোনাক্ষীদের নিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করছেন বনশালি, হাজির 'হীরামাণ্ডি'র প্রথম ঝলক

2021 সালেই অবশ্য় বাগদান সেরে রেখেছিল জুটি ৷ তারপর প্রায় দু'বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা ৷ একতা কাপুরের মতো বিনোদন জগতের আরও অনেক পরিচিত মুখই হাজির ছিলেন এই বিবাহের অনুষ্ঠানে ৷ আর শানেলের রিসেপশনের বি-টাউনের অনেক সেলেবদেরই দেখা মিলল ৷ ঠিক যেমন স্মৃতির সঙ্গে ক্য়ামেরার জন্য হাসি মুখে পোজ দিলেন কিং খান ৷ তেমনই ক্যামেরা বন্দিহলেন একতা কাপুর এবং জীতেন্দ্রও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.