ETV Bharat / entertainment

SRK Karan Diwali Celebration: করণ-কিং খানের দীপাবলি উদযাপন, ছবি ভাইরাল সোশালে - কিং খানের দিওয়ালি উদযাপনে ছবি ভাইরাল

কিং খানের দিওয়ালি উদযাপনে ছবি ভাইরাল সোশালে ৷ সঙ্গে দেখা গেল করণ জোহরকেও ৷ তাঁদের বন্ধুত্বের গল্প ফের উঠে এল নেটপাড়ায় ৷

SRK Karan Diwali Celebration
কিং খানের দিওয়ালি উদযাপনে ছবি ভাইরাল সোশালে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 7:04 PM IST

হায়দরাবাদ, 15 নভেম্বর: 'টাইগার 3' ছবিতে শাহরুখ খানের ক্য়ামিয়ো পারফরম্যান্স নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ এরই মাঝে কিং খানের দিওয়ালি সেলিব্রেশন নিয়েও শুরু হয়ে গেল উন্মাদনা ৷ পরিবারের সঙ্গে দীপাবলি পালনে মেতে উঠতে দেখা গেল তাঁকে ৷ বি-টাউনের দীপাবলির বেশকিছু পার্টিতে ইতিমধ্যেই দেখা গিয়েছে এসআরকে-কে ৷ তারপর আলিবাগেও চুটিয়ে আলোর অনুষ্ঠান উদযাপন করলেন বলিউডের বাদশাহ ৷ সেই দৃশ্যও এখন রীতিমতো ভাইরাল ৷

শাহরুখে সঙ্গে দেখা গেল তাঁর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরকেও ৷ সঙ্গে ছিলেন কিং খান পত্নী গৌরি খান, কন্যা সুহানা, পুত্র আরিয়ান এবং আব্রামও ৷ সোশালে সামনে আসা ছবিতে দেখা গিয়েছে ট্রানকুইল বেলাভূমিতে বিচবাইকে সফর করছেন গৌরি-শাহরুখ ৷ এর আগেই করণ জানিয়েছিলেন দীপাবলিটা তিনি সেলিব্রেট করবেন মুম্বইয়ের বাইরেই ৷ তারপর আলিবাগে তাঁকে দেখা গেল শাহরুখের সঙ্গেই ৷

এসআরকে-কেজোর এই সম্পর্কের কাহিনি কারও অজানা নয় ৷ 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবির সেট থেকে তৈরি হওয়া এই বন্ধুত্ব আজও একইরকম রয়েছে ৷ এর আগে সলমন খানের বোন অর্পিতা খানের পার্টিতে হাজির হন শাহরুখ ৷ তাঁর সেই ছবি নিয়েও কম চর্চা হয়নি ৷ শাহরুখ-সলমনকে সম্প্রতি দেখা গিয়েছে 'টাইগার 3' ছবিতে ৷ সেখানেও কিং খানের ক্যামিয়োটি রীতিমতো প্রশংসা কুড়োচ্ছে ৷

অনেক সমালোচকের মতে সলমনের এন্ট্রি যেভাবে বদলে দিয়েছিল 'পাঠান' ছবির চালচিত্র কিং খানও এই ছবিতে ঠিক সেই কাজই করেছেন ৷ বক্স অফিসেও বেশ চুটিয়ে রাজ করছে এই ছবি ৷ তিন দিনেই ভারতে 146 কোটিতে পৌঁছে যেতে পারে ছবির আয় এমনটাই দাবি করেছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক ৷ স্ক্রিনে তাঁদের কেমিস্ট্রির পর বাস্তব জীবনেও তাঁদের বন্ধুত্বের সুন্দর উদযাপন দেখা গিয়েছে অর্পিতা খানের দিওয়ালি পার্টিতে ৷ আর তাই নিয়ে রীতিমতো মুখর অনুরাগীরা ৷

আরও পড়ুন:

রং-তুলি-ক্যানভাসের পিছনে ঘটছে সর্বনাশ ! মুক্তি পেল রাজা চন্দর 'পিকাসো'র পোস্টার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চমক, প্রথমবার একসঙ্গে মঞ্চে শাহেনশা-বাদশা-ভাইজান

হায়দরাবাদ, 15 নভেম্বর: 'টাইগার 3' ছবিতে শাহরুখ খানের ক্য়ামিয়ো পারফরম্যান্স নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ এরই মাঝে কিং খানের দিওয়ালি সেলিব্রেশন নিয়েও শুরু হয়ে গেল উন্মাদনা ৷ পরিবারের সঙ্গে দীপাবলি পালনে মেতে উঠতে দেখা গেল তাঁকে ৷ বি-টাউনের দীপাবলির বেশকিছু পার্টিতে ইতিমধ্যেই দেখা গিয়েছে এসআরকে-কে ৷ তারপর আলিবাগেও চুটিয়ে আলোর অনুষ্ঠান উদযাপন করলেন বলিউডের বাদশাহ ৷ সেই দৃশ্যও এখন রীতিমতো ভাইরাল ৷

শাহরুখে সঙ্গে দেখা গেল তাঁর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরকেও ৷ সঙ্গে ছিলেন কিং খান পত্নী গৌরি খান, কন্যা সুহানা, পুত্র আরিয়ান এবং আব্রামও ৷ সোশালে সামনে আসা ছবিতে দেখা গিয়েছে ট্রানকুইল বেলাভূমিতে বিচবাইকে সফর করছেন গৌরি-শাহরুখ ৷ এর আগেই করণ জানিয়েছিলেন দীপাবলিটা তিনি সেলিব্রেট করবেন মুম্বইয়ের বাইরেই ৷ তারপর আলিবাগে তাঁকে দেখা গেল শাহরুখের সঙ্গেই ৷

এসআরকে-কেজোর এই সম্পর্কের কাহিনি কারও অজানা নয় ৷ 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবির সেট থেকে তৈরি হওয়া এই বন্ধুত্ব আজও একইরকম রয়েছে ৷ এর আগে সলমন খানের বোন অর্পিতা খানের পার্টিতে হাজির হন শাহরুখ ৷ তাঁর সেই ছবি নিয়েও কম চর্চা হয়নি ৷ শাহরুখ-সলমনকে সম্প্রতি দেখা গিয়েছে 'টাইগার 3' ছবিতে ৷ সেখানেও কিং খানের ক্যামিয়োটি রীতিমতো প্রশংসা কুড়োচ্ছে ৷

অনেক সমালোচকের মতে সলমনের এন্ট্রি যেভাবে বদলে দিয়েছিল 'পাঠান' ছবির চালচিত্র কিং খানও এই ছবিতে ঠিক সেই কাজই করেছেন ৷ বক্স অফিসেও বেশ চুটিয়ে রাজ করছে এই ছবি ৷ তিন দিনেই ভারতে 146 কোটিতে পৌঁছে যেতে পারে ছবির আয় এমনটাই দাবি করেছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক ৷ স্ক্রিনে তাঁদের কেমিস্ট্রির পর বাস্তব জীবনেও তাঁদের বন্ধুত্বের সুন্দর উদযাপন দেখা গিয়েছে অর্পিতা খানের দিওয়ালি পার্টিতে ৷ আর তাই নিয়ে রীতিমতো মুখর অনুরাগীরা ৷

আরও পড়ুন:

রং-তুলি-ক্যানভাসের পিছনে ঘটছে সর্বনাশ ! মুক্তি পেল রাজা চন্দর 'পিকাসো'র পোস্টার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চমক, প্রথমবার একসঙ্গে মঞ্চে শাহেনশা-বাদশা-ভাইজান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.