হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: 'জিরো' ছবির ব্যর্থতার পর বেশ কয়েক বছর কেটেছিল স্বেচ্ছা নির্বাসনে ৷ বলিউডে শাহরুখ-যুগ কি তবে শেষের পথে? এমন একটা প্রশ্ন ঘুরছিল অনেকের মনে ৷ সিদ্ধার্থ আনন্দের 'পাঠান' ছবিতেই সব প্রশ্নের জবাব দিয়েছিলেন কিং খান ৷ তাঁর হয়ে সমস্ত উত্তর দিয়েছিল ছোট্ট দু'টো শব্দ 'জিন্দা হ্যায় ৷' আর তাতেই যা বোঝানোর বুঝিয়ে দিয়েছিলেন বলিউডের মুকুটহীন সম্রাট ৷
একই বছরে পরপর তিনটি ছবি ৷ প্রথমে তিনি হাত মেলালেন সিদ্ধার্থের সঙ্গে। তারপর এলেন অ্যাটলি। আর বছরের শেষটা হবে রাজকুমার হিরানীকে দিয়ে ৷ সবুরের মেওয়া এতদিনে ফলতে শুরু করেছে অনুরাগীদের জন্য ৷ ফ্যানেরাও তাঁদের প্রিয় নায়ককে বরণ করে নিতে সবসময় প্রস্তুত ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ ভোর সাড়ে পাঁচটায় রীতিমতো পোস্টার নিয়ে তাঁরা হাজির হলেন প্রেক্ষাগৃহের সামনে ৷ এই উন্মাদনা দেখে আপ্লুত শাহরুখও ৷
বৃহস্পতিবার ফ্যান ক্লাবের একটি ভিডিয়ো সকলের জন্য শেয়ার করলেন কিং খান ৷ সেখানে দেখা গিয়েছে মিছিল করে প্রেক্ষাগৃহের দিকে এগোচ্ছেন ফ্যানেরা ৷ তাঁদের হাতে লম্বা একটি ব্যানার ৷ তাতে 'লেখা ফার্স্ট ডে ফার্স্ট শো' ৷ অনুরাগীদের এই ভালোবাসায় অভিভূত শাহরুখ লিখলেন, "তোমাদের সকলকে ভালোবাসা ৷ আশা করি এই ছবিটি তোমাদের পছন্দ হবে ৷ আমিও সারারাত জেগেছিলাম তোমাদের প্রেক্ষাগৃহে যেতে দেখ বলে ৷ তোমাদের ধন্যবাদ আর ভালবাসা জানাই ৷" অ্যাটলি কুমারের এই ছবির প্রিভিউ সামনে আসার পর থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল ৷ বিশেষত, ভিলেনের অবতারে কিস্তিমাত করেছিলেন কিং খান ৷ এরপর ট্রেলারেও চেনা মেজাজে ধরা দিয়েছিলেন তিনি ৷ উপরি পাওনা ছিল 'বেটে হাত লাগানে সে প্যহেলে বাপ সে বাত কর' সংলাপ ৷
-
Love u boys and girls I hope u enjoy the entertainment. Kept awake to see u go to the theater. Big love and thanks https://t.co/WYOKRfqspG
— Shah Rukh Khan (@iamsrk) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Love u boys and girls I hope u enjoy the entertainment. Kept awake to see u go to the theater. Big love and thanks https://t.co/WYOKRfqspG
— Shah Rukh Khan (@iamsrk) September 7, 2023Love u boys and girls I hope u enjoy the entertainment. Kept awake to see u go to the theater. Big love and thanks https://t.co/WYOKRfqspG
— Shah Rukh Khan (@iamsrk) September 7, 2023
আরও পড়ুন: কালী পুজো থেকে পোস্টার হাতে মিছিল, 'জওয়ান' মুক্তির দিনে শাহরুখ আবেগে ভাসছে দেশ
ব্যাস আর কি চাই? বয়স 57 ছাড়ালেও আজও ফ্যানেদের নাড়ির খবর ভালোই রাখেন তিনি ৷ আরও একবার সেই প্রমান মিলল ৷ বিশ্লেষকদের দাবি, বক্স অফিসেও বেশ ভালোই শুরু করবে ছবিটি ৷ প্রথম দিনে ভারতে এই ছবির আয় হতে পারে কমপক্ষে 60-70 কোটি টাকা ৷ আর বিদেশের আয় ধরলে প্রথম দিনেই 100 কোটির ক্লাবেও ঢুকে পড়তে পারে 'জওয়ান' ৷