মুম্বই, 3 সেপ্টেম্বর: আর মাত্র চার দিন বাকি ৷ অনুরাগীদের উৎসাহের পারদ চড়ছে ক্রমশ ৷ বিভিন্ন প্রেক্ষাগৃহ ইতিমধ্যেই হাউসফুল ৷ আসছে 'জওয়ান' ৷ রবিবার শাহরুখ মজলেন ফ্যান টাইম কাটিয়ে ৷ এদিনও তিনি শুরু করেন হ্যাশট্যাগ আস্ক এসআরকে সেশন ৷ যেখানে অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর যেমন দিলেন তেমনই মুগ্ধ হলেন ফ্যানেদের ফার্স্ট ডে, ফার্স্ট শোয়ের টিকিট দেখে ৷
অ্যাটলি পরিচালিত কিং খান শাহরুখ অভিনীত 'জওয়ান' মুক্তির আগেই তৈরি করে চলেছে একের পর এক রেকর্ড ৷ অ্যাডভান্স বুকিং ছাড়িয়ে গিয়েছে লাখেরও বেশি ৷ তা নিয়ে আগাম দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন শাহরুখ ৷ এদিন, সামাজিক মাধ্যম এক্স (টুইটার)-এ জওয়ান সংক্রান্ত অনুরাগীগের নানা প্রশ্নের উত্তর দেন বলিউড বাদশা ৷ এক অনুরাগী জানতে চান, জওয়ান ছবির মধ্য দিয়ে কোন বার্তা দিতে চাইছেন শাহরুখ ৷ জবাবে তিনি বলেন, " আসলে আমরা চারপাশে কী ধরনের পরিবর্তন দেখতে চাই, তার প্রতিফলন ঘটেছে এই ছবিতে ৷ নারী শক্তির জাগরণ এবং তাঁদের অধিকারের লড়াইকে তুলে ধরে এই ছবি"
-
Now time to go and take a bath!! Ha ha. Been just happy conversing with you all. Thank u for the love for #Jawan see you all in the theaters….Bas 4 Dun aur. Book your tickets as and when u get time. Love u all.
— Shah Rukh Khan (@iamsrk) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Now time to go and take a bath!! Ha ha. Been just happy conversing with you all. Thank u for the love for #Jawan see you all in the theaters….Bas 4 Dun aur. Book your tickets as and when u get time. Love u all.
— Shah Rukh Khan (@iamsrk) September 3, 2023Now time to go and take a bath!! Ha ha. Been just happy conversing with you all. Thank u for the love for #Jawan see you all in the theaters….Bas 4 Dun aur. Book your tickets as and when u get time. Love u all.
— Shah Rukh Khan (@iamsrk) September 3, 2023
রেড চিলিস এন্টারটেইনমেন্টের অন্যতম গৌরি খান এই ছবি প্রযোজনার দায়িত্বে ৷ সহ-প্রযোজনক হিসাবে রয়েছেন গৌরব বার্মা ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে বিজয় সেতুপথি ও নয়নতারা ছাড়াও দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে বিশেষ চরিত্রে ৷ এছাড়াও রয়েছেন সানায়া মালহোত্রা, প্রিয়মণি, গিরজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহর খান, রীধি ডোগরা, সুনীল গ্রোভার ও মুকেশ ছাবড়া ৷
'আস্ক এসআরকে' সেশনে আর এক অনুরাগী প্রশ্ন করেন, 'জওয়ান' ছবিকে ব্যাখা করবেন কীভাবে? জবাবে শাহরুখ খান বলেন, "সততা ও দেশভক্তি-র কথা বলে জওয়ান ৷ ছবিতে আন্তর্জাতিক মানের অ্যাকশন রয়েছে আর দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে ৷" উল্লেখ্য, জওয়ান ছবির সঙ্গীত পরিচালনা দায়িত্ব সামলেছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷
তিনি অনুরাগীদের প্রশ্নে আরও বলেন, "আমি জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলি ৷ মন যদি কোনও একটা বিষয় ঠিক করে নেয় তাহলে হৃদয় তা বিশ্বাস করে ৷ তাহলে তুমিও সেই লক্ষ্যে পৌঁছতে পারবে ৷ আমার কাছে কাজ মানে সেটাই ৷ আর প্রার্থণা করতেও ভুলি না ৷" তিনি বলেন, "আমি সত্যিই অভিভূত অনুরাগীদের ভালোবাসা পেয়ে ৷ আমি এবং আমার পরিবার চিরকৃতজ্ঞ দর্শকদের প্রতি ৷"
আরও পড়ুন: সানি-শাহরুখের 'জাদু কি ঝাপ্পি', 'গদর টু'-র সাকসেস পার্টিতে ঝলমলে তারকাদের উপস্থিতি
এই সেশনে এক অনুরাগী প্রশ্ন করেন, তাঁর ছোটবেলা নিয়ে ৷ যেখানে তিনি হায়দরাবাদে তাঁর দাদুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন সেই স্মৃতি নিয়ে ৷ শাহরুখ জবাবে বলেন, " আমি চারমিনার গিয়েছি ও দারুণ সব খাবার খেয়েছি ৷" তিনি জানিয়েছেন, তামিল ফিল্ম ইন্ডাষ্টির থালাইভা রজনীকান্ত ও বিজয়ের সঙ্গে দেখা করেছেন ৷ তবে স্টার অজিথের সঙ্গে দেখা করা বাকি রয়ে গিয়েছে ৷