মেলবোর্ন, 30 অগস্ট: 2019 সালেই শাহরুখ খানের নামে পিএইচডি স্কলারশিপ চালু করেছিল লা ট্রোব ইউনিভার্সিটি ৷ এবার ফের একবার শুরু হল এই স্কলারশিপ দেওয়া, চলবে আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত ৷ এই স্কলারশিপ শুরু হয় লা ট্রোব ইউনিভার্সিটি এবং মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের যৌথ উদ্যোগে দেওয়া হয় এই স্কলারশিপ(Scholarship named after Shah Rukh Khan ) ৷
এই স্কলারশিপ প্রদান করা হয় সেই মহিলা গবেষিকাকে যাঁর কাজ বিশ্বে গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রেখেছে (Shah Rukh Khan La Trobe University PhD Scholarship) ৷ 2019 সালে প্রথম এই স্কলারশিপ ঘোষণা করা হয়েছিল, তাতে উপস্থিত ছিলেন স্বয়ং কিং খান ৷ সেবার বিশ্ববিদ্যালয় পরিদর্শনও করেন তিনি ৷ প্রথমবার এই স্কলারশিপ তুলে দেওয়া হয় কেরালার ত্রিশুরের গোপিকা কোত্তানথারাইলের হাতে ৷ প্রায়ও 800 জনেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে বেছে নেওয়া হয় তাঁকে ৷
আবেদনের নিয়মাবলী (Registration for Shah Rukh Khan Scholarship):
প্রার্থীকে অবশ্য়ই একজন মহিলা এবং ভারতীয় নাগরিক হতে হবে ৷ একই সঙ্গে তাঁকে অবশ্য়ই বিগত 10 বছরের মধ্যে মাস্টার অফ রিসার্চ ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে । নির্বাচিত ছাত্রীকে চার বছরের জন্য পিএইচডি স্কলারশিপ দেবে লা ট্রোব ইউনিভার্সিটি (Scholarship named after Shah Rukh Khan returns )৷
আরও পড়ুন: সিনেমায় নামছেন সৌরভ, জল্পনা বাড়াল অনুরাগীর ফেসবুক পোস্ট
উৎসবের ডিরেক্টর মিতু ভৌমিক ল্যাঞ্জ বলেন, "আমরা সবাই জানি শাহরুখ খান একজন বড় হৃদয়ের মানুষ এবং তিনি এটি আবারও প্রমাণ করেছেন । এই বৃত্তি ভারতের একজন মহিলা গবেষকের জন্য একটি জীবন পরিবর্তনকারী সুযোগ উঠবে ।" লা ট্রোব ইউনিভার্সিটি হল অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির একটি ৷ যেখানে পড়ার স্বপ্ন বহুদিন ধরে দেখেন ছাত্রছাত্রীরা ৷
অন্যদিকে অভিনয়ের কথা বললে শাহরুখ এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্য ৷ বেশ কয়েক বছরের লম্বা বিরতির পর এই ছবির হাত ধরেই পর্দায় ফিরছেন তিনি ৷ এছাড়া তাঁর অন্য দুটি ছবি 'জওয়ান' এবং 'ডাঙ্কি'-রও শ্য়ুটিং চলছে ৷