ETV Bharat / entertainment

Satyajit Ray Birth Anniversary: ফুলে, মালায়, সুরের মূর্ছনায় সত্যজিৎ স্মরণ বিশপ রায় রোডের বাড়িতে - সত্যজিৎ স্মরণ বিশপ রায় রোডের বাড়িতে

বাংলা ছবির পথিকৃৎ সত্যজিৎ রায়ের 102তম জন্মদিনে শ্রদ্ধার্ধঘ্য শিল্পীদের ৷ বিশপ রায় রোডের বাড়িতে হাজির হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 2, 2023, 9:38 PM IST

সত্যজিৎ স্মরণ বিশপ রায় রোডের বাড়িতে

কলকাতা, 2 মে: মঙ্গলবার বাঙালির 'রায়' দিবস ৷ অর্থাৎ স্বনামধন্য পরিচালক তথা বাংলা ছবির পথিকৃৎ সত্যজিৎ রায়ের 102তম জন্মদিন ৷ প্রতি বছরের মতো এই বছরও অনুরাগীদের জন্য খুলে গিয়েছিল বিশপ রায় রোডের বাড়ির দরজা ৷ প্রবাদপ্রতিম পরিচালকের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশপ রায় রোডের বাড়িতে হাজির হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল।

করোনার কারণে দু'বছর বন্ধ থাকলেও গত বছর থেকে ফের দরজা খুলে গিয়েছে বিশপ লেফ্রয় রায় রোডের ৷ এই দিন যেমন বাংলার তারকারা উপস্থিত হন পরিচালককে শ্রদ্ধা জানাতে তেমনই অনেক অনুরাগীরাও এই দিন উপস্থিত হন ইতিহাসে মোড়া হলুদ বাড়িতে ৷ সাদা ফুল ও ধূপের গন্ধে ভরে ওঠে চারিদিক ৷ সকাল থেকেই ব্যস্ত থাকেন ছেলে সন্দীপ রায় ও তাঁর স্ত্রী বিজয়া রায় ৷ অতিথি সমাগম সকাল থেকে শুরু হয়ে চলতে থাকে রাত পর্যন্ত ৷ মঙ্গলবারও তার অন্যথা হয়নি ৷

পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিনে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অরিন্দম শীল। কিংবদন্তির ছবিতে এদিন মাল্যদান করেন উপস্থিতি শিল্পীরা ৷ সন্দীপ রায় জানিয়েছেন, তাঁর কাছে ফেলুদা সব্যসাচী চক্রবর্তী ও 2 মে এই দুই সবসময়েই কাছের। শুধু তাই নয় আবেগেরও। কারণ সত্যজির রায়ের পর সন্দীপ রায়ের হাত ধরে পর্দায় ফেলুদা হয়ে উঠেছিলেন বেণুদা ওরফে সব্যসাচী চক্রবর্তী ৷ অন্যদিকে, সাহেব ভট্টাচার্য এবং পরমব্রত চট্টোপাধ্যায় দু'জনেই সন্দীপ রায়ের ছবিতে তোপসের চরিত্রে অভিনয় করেছেন। আবার পরমব্রত চট্টোপাধ্যায় তোপসের পাশাপাশি অভিনয় করেছেন ফেলুদার চরিত্রেও।

আরও পড়ুন: 'মানিক রাজা তোমারে সেলাম', জন্মদিনে ফিরে দেখা সত্যজিতের সফরনামা

পরমব্রত বলেন, "খুব ছোট ছিলাম। মায়ের সঙ্গে নন্দনে গিয়ে একবার দেখেছিলাম ওঁনাকে। সরাসরি গিয়ে জিজ্ঞেস করেছিলাম আপনি কি রায় দাদু? ওঁনার ফেলুদা গল্পে আমি তোপসে হয়েছি। আবার ফেলুদাও হলাম। তোপসে তো ফেলুদাই হতে চাইত। সেটা সম্পূর্ণ হতে চলেছে এবার।"
প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের জন্মদিনেই জি ফাইভের আসন্ন ওয়েব সিরিজের আনুষ্ঠানিক ঘোষণাপর্ব সেরে ফেলেন অরিন্দম শীল। ফেলুদার চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়। তোপসের চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়। আইবি অফিসারের চরিত্রে অভিনয় কর‍তে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। শশধর বসুর চরিত্রে ঋত্বিক চক্রবর্তী। সিধু জ্যাঠার চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায়। পরিচালক অরিন্দম শীলকে দেখা যাবে সদাশিব সেলভাঙ্করের চরিত্রে। সত্যজিৎ রায় বেঁচে থাকলে কীভাবে দেখতেন ফেলুদাকে? সেভাবেই 'সাবাশ ফেলুদা'কে দেখাতে চাইছেন বলে জানিয়েছেন অরিন্দম শীল।

সত্যজিৎ স্মরণ বিশপ রায় রোডের বাড়িতে

কলকাতা, 2 মে: মঙ্গলবার বাঙালির 'রায়' দিবস ৷ অর্থাৎ স্বনামধন্য পরিচালক তথা বাংলা ছবির পথিকৃৎ সত্যজিৎ রায়ের 102তম জন্মদিন ৷ প্রতি বছরের মতো এই বছরও অনুরাগীদের জন্য খুলে গিয়েছিল বিশপ রায় রোডের বাড়ির দরজা ৷ প্রবাদপ্রতিম পরিচালকের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশপ রায় রোডের বাড়িতে হাজির হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল।

করোনার কারণে দু'বছর বন্ধ থাকলেও গত বছর থেকে ফের দরজা খুলে গিয়েছে বিশপ লেফ্রয় রায় রোডের ৷ এই দিন যেমন বাংলার তারকারা উপস্থিত হন পরিচালককে শ্রদ্ধা জানাতে তেমনই অনেক অনুরাগীরাও এই দিন উপস্থিত হন ইতিহাসে মোড়া হলুদ বাড়িতে ৷ সাদা ফুল ও ধূপের গন্ধে ভরে ওঠে চারিদিক ৷ সকাল থেকেই ব্যস্ত থাকেন ছেলে সন্দীপ রায় ও তাঁর স্ত্রী বিজয়া রায় ৷ অতিথি সমাগম সকাল থেকে শুরু হয়ে চলতে থাকে রাত পর্যন্ত ৷ মঙ্গলবারও তার অন্যথা হয়নি ৷

পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিনে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অরিন্দম শীল। কিংবদন্তির ছবিতে এদিন মাল্যদান করেন উপস্থিতি শিল্পীরা ৷ সন্দীপ রায় জানিয়েছেন, তাঁর কাছে ফেলুদা সব্যসাচী চক্রবর্তী ও 2 মে এই দুই সবসময়েই কাছের। শুধু তাই নয় আবেগেরও। কারণ সত্যজির রায়ের পর সন্দীপ রায়ের হাত ধরে পর্দায় ফেলুদা হয়ে উঠেছিলেন বেণুদা ওরফে সব্যসাচী চক্রবর্তী ৷ অন্যদিকে, সাহেব ভট্টাচার্য এবং পরমব্রত চট্টোপাধ্যায় দু'জনেই সন্দীপ রায়ের ছবিতে তোপসের চরিত্রে অভিনয় করেছেন। আবার পরমব্রত চট্টোপাধ্যায় তোপসের পাশাপাশি অভিনয় করেছেন ফেলুদার চরিত্রেও।

আরও পড়ুন: 'মানিক রাজা তোমারে সেলাম', জন্মদিনে ফিরে দেখা সত্যজিতের সফরনামা

পরমব্রত বলেন, "খুব ছোট ছিলাম। মায়ের সঙ্গে নন্দনে গিয়ে একবার দেখেছিলাম ওঁনাকে। সরাসরি গিয়ে জিজ্ঞেস করেছিলাম আপনি কি রায় দাদু? ওঁনার ফেলুদা গল্পে আমি তোপসে হয়েছি। আবার ফেলুদাও হলাম। তোপসে তো ফেলুদাই হতে চাইত। সেটা সম্পূর্ণ হতে চলেছে এবার।"
প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের জন্মদিনেই জি ফাইভের আসন্ন ওয়েব সিরিজের আনুষ্ঠানিক ঘোষণাপর্ব সেরে ফেলেন অরিন্দম শীল। ফেলুদার চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়। তোপসের চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়। আইবি অফিসারের চরিত্রে অভিনয় কর‍তে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। শশধর বসুর চরিত্রে ঋত্বিক চক্রবর্তী। সিধু জ্যাঠার চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায়। পরিচালক অরিন্দম শীলকে দেখা যাবে সদাশিব সেলভাঙ্করের চরিত্রে। সত্যজিৎ রায় বেঁচে থাকলে কীভাবে দেখতেন ফেলুদাকে? সেভাবেই 'সাবাশ ফেলুদা'কে দেখাতে চাইছেন বলে জানিয়েছেন অরিন্দম শীল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.