হায়দরাবাদ, 23 জুন: হৃতিক রোশন থেকে শুরু করে টাইগার শ্রফ ফিটনেসের কথা বললে এমন অনেক অভিনেতার কথাই মনে আসবে ৷ তবে একথা মানতেই হবে সঞ্জয় দত্ত তাঁর এই বয়সে দাঁড়িয়ে যেভাবে শারীরিক কসরৎ করতে পারেন তা হয়তো অনেকেই পারবেন না ৷ শুক্রবার তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশালে ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে কুড়ুল দিয়ে একটি কাঠের গুঁড়িতে কোপ মারতে ৷
ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন, "আবার শিকড়ের দিকে ফিরে যাওয়া ৷ ওয়ার্ক আউটের একটা দারুণ উপায় হল কাঠ কাটা ৷ শরীরের উপরের অংশেরও দারুণ পরিশ্রম হয় ৷ বেশ ভালো ওয়ার্ক আউট করলাম ৷ এটাই চালিয়ে যেতে হবে ৷ আপনিও চেষ্টা করতে পারেন কিন্তু বেশ ভালো লাগবে ৷" সঞ্জয় দত্ত অনুরাগীদের কাছে পরিচিত বাবা হিসাবেই ৷
যেমন তিনি বিতর্কের মুখে পড়েছেন বারবার তেমনই ফ্যানেদের অফুরন্ত ভালোবাসাও পেয়েছেন তিনি ৷ এই পোস্টটিতেও তার ব্যতিক্রম হল না ৷ তাঁর ফ্যানেরা কমেন্ট সেকশনে এদিনও আগুন আর অন্যান্য ইমোটিকনে ভরিয়ে দিয়েছেন ৷ কেউ লিখেছেন 'বাবা ইজ ব্যাক এগেন ৷' আবার কেউ লিখেছেন,'ভাই আপনি সবার সেরা ৷'
আবার তাঁর এই পোস্টের নীচেও ভিড় করেছেন ট্রলাররা ৷ কেউ লিখেছেন,'সঞ্জু বাবা জেলে বসেও এটাই করতেন ৷' কেউ আবার লিখেছেন,'যে কাজটি আপনি করছেন ৷ একসময় আমি আমার দাদুর সঙ্গে এটাই করতাম ৷ ফারাক শুধু এটাই শুধু এটাই আপনি শরীরের জন্য় করছেন আমরা করেছি বেঁচে থাকার জন্য় ৷'
আরও পড়ুন: 'বাঘা যতীন' ছবির হিন্দি পোস্টার নিয়ে হাজির দেব, টিনসেল টাউনে পাড়ি মহানায়কের ?
সঞ্জয় দত্তর হাতে আগামী দিনে বেশ কয়েকটি কাজ রয়েছে ৷ দক্ষিণি সুপারস্টার বিজয়ের সঙ্গে 'লিও' ছবিতে স্ক্রিনশেয়ার করতে চলেছেন তিনি ৷ এর আগে যশের সঙ্গে দক্ষিণি ছবি 'কেজিএফ 2'-এ স্ক্রিনশেয়ার করেছিলেন তিনি ৷ বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল এই ছবিটি ৷ যদিও 'লিও' ছবির মুক্তির দিন এখনও সামনে আসেনি ৷